শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

আবুল হাসান আলী হাসানী নদভীর গ্রন্থপঞ্জি

উইকিপিডিয়া গ্রন্থপঞ্জি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

আবুল হাসান আলী হাসানী নদভীর গ্রন্থপঞ্জি
Remove ads

"আবুল হাসান আলী হাসানী নদভীর গ্রন্থপঞ্জি" নামের এই তালিকায় বিংশ শতাব্দীর ভারতীয় ইসলামি চিন্তাবিদ, বুদ্ধিজীবী, সাহিত্যিক, ঐতিহাসিক, বাগ্মী ও দার্শনিক আবুল হাসান আলী হাসানী নদভীর রচিত গ্রন্থসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৬ বছর বয়সে মিশরের আল মানারে তার প্রথম লেখা প্রকাশিত হয়। তার প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ সীরাতে সৈয়দ আহমদ শহীদ। আরবি ও উর্দুতে তার রচনার সংখ্যা ৫ শতাধিক। তার দুটি বিখ্যাত রচনা মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?সংগ্রামী সাধকদের ইতিহাসনবীয়ে রহমতকে তিনি তার সর্বাধিক প্রিয় গ্রন্থ হিসেবে উল্লেখ করেন। শেষ বয়সে তিনি ৭ খণ্ডে কারওয়ানে যিন্দেগী নামে আত্মজীবনী প্রকাশ করেন।

আরও তথ্য নং, নাম ...
Thumb
আবুল হাসান আলী হাসানী নদভী (১৯১৩–১৯৯৯)
Thumb
আমার আম্মা বইয়ের প্রচ্ছদ
Remove ads

আরও দেখুন

পাদটীকা

  1. বাগদাদে ফিলিস্তিন মুক্তিসংস্থা'র কেন্দ্রিয় অফিসে প্রদত্ত একটি বক্তৃতা। পরবর্তীতে এটি إلى الإسلام من جديد গ্রন্থে সংযোজিত হয়।
  2. রাবেতায়ে আলমে ইসলামির প্রতিষ্ঠা সম্মেলনে পঠিত প্রবন্ধ।
  3. ১৯৫০ সালে জেদ্দাস্থ সৌদি রেডিওতে উপস্থাপিত দুটি কথিকা, পরে মিসর থেকে ১৯৫২ সালে পুস্তিকাকারেও তা প্রকাশিত হয়
  4. পরে أحاديث صريحة مع إخواننا العرب المسلمين কিতাবের সাথে সংযুক্ত করা হয়েছে
  5. তার পিতার লিখিত الثقافة الاسلامية في الهند গ্রন্থের ভূমিকা
  6. মদিনায় প্রদত্ত একটি বক্তৃতা
  7. এটি মূলত কাসাসুন নাবিয়্যিনের পঞ্চম খণ্ড
Remove ads

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads