শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

মুহাম্মদ আল-ইদ্রিসি

আরব ভূগোলবিদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মুহাম্মদ আল-ইদ্রিসি
Remove ads

আবু আবদুল্লাহ মুহাম্মাদ আল-ইদ্রিসি আল-কুরতুবী আল-হাসানী আস-সাবিত, বা সাধারণভাবে আল-ইদ্রিসি (/ælɪˈdrs/; আরবি: أبو عبد الله محمد الإدريسي القرطبي الحسني السبتي; লাতিন: Dreses; ১১০০ - ১১৬৫), ছিলেন একজন আরব[][] মুসলিম ভূগোলবিদ, মানচিত্রাঙ্কনকার এবং মিশরতত্ত্ববিদ যিনি কিছু সময়ের জন্য রাজা ২য় রজারের শাসনামলে সিসিলির পালের্মোতে বসবাস করেছিলেন।[] মুহম্মাদ আল-ইদ্রিসি সেউতাতে জন্মগ্রহণ করেন তখন তা আলমোরাভিডদের অন্তর্গত ছিলেন। তিনি তাবুলা রোজেরিয়ানা তৈরি করেছেন, মধ্যযুগীয় বিশ্বের অন্যতম উন্নত মানচিত্র।[] তিনি ১১৫৪ সালে সর্বপ্রথম বিশ্বের মানচিত্র তৈরি করেছিলেন।[]

দ্রুত তথ্য আল-ইদ্রিসি, জন্ম ...

বিশ্ববিখ্যাত আবিষ্কারক Christopher colombas এবং Vasco da-gama যে মানচিত্র নিয়ে বিশ্ব আবিষ্কারে বেরিয়েছিলেন সেই মানচিত্রটিও আল-ইদ্রিসি এর আঁকা।

তাঁর আরেকটি অন্যতম বৈশিষ্ট ছিলো যে তিনি যত মানচিত্র আঁকতেন সবগুলো মানচিত্র ছিলো উল্টো অর্থ্যাৎ উপরের দিক দক্ষিণ আর নীচের দিক ছিল উত্তর।

Remove ads

প্রারম্ভিক জীবন

আল-ইদ্রিসি উত্তর আফ্রিকা এবং আল-আন্দালুস এর হাম্মুদিদ রাজবংশ থেকে এসেছেন তিনি ইদ্রিসিদ রাজবংশ এর মাধ্যমে মুহাম্মদএর বংশধর।[][] আল-ইদ্রিসি ১১০০ সালে সেউতা শহরে জন্মগ্রহণ করেন। তখন আলমোরাভিদ রাজবংশ এর অধীনে ছিল। তার প্রপিতামহ হাম্মুদিদ রাজবংশ এর মালাগা শহরের পতনের পর গ্রানাডা-এর জিরিদদের জন্য সেখানেই বসবাস করতে বাধ্য হন।[] তার প্রপিতামহ হাম্মুদিদ রাজবংশ এর মালাগা শহরের পতনের পর গ্রানাডা-এর জিরিদদের জন্য সেখানেই বসবাস করতে বাধ্য হন।[] ভ্রমণে ব্যয় করেন এবং মনে হচ্ছে তিনি এই দুটি অঞ্চলের ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন। তিনি ১৬ বছর বয়সে আনাতোলিয়া সফর করেন। তিনি কর্ডোভা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।[]

Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads