শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
Remove ads

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাংশে তথা দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরের লাগোয়া শিবমন্দিরের রাজা রামমোহনপুরে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। উত্তরবঙ্গের জেলাগুলি ও প্রতিবেশী রাজ্য সিকিমের ক্রমবর্ধমান আর্থ-সামাজিক ও কারিগরি মানবসম্পদ বিকাশের লক্ষ্যে ১৯৬২ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের শুরুর দিককার বিশ্ববিদ্যালয়ের একটি, এমনকি গোটা উত্তরবঙ্গে গড়ে ওঠা প্রথম বিশ্ববিদ্যালয়। পরিধির দিক থেকে বেশ খানিকটা জায়গা জুড়ে বিস্তৃত। বিশ্ববিদ্যালয়টি ৩১৫.৯৯ একর জায়গা নিয়ে গড়ে ওঠেছে।

দ্রুত তথ্য নীতিবাক্য, ধরন ...

বিজ্ঞান,কলা ও বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রীর পাশাপাশি বিভিন্ন পেশাদারী কর্মমুখী কোর্স (এমবিএ), স্থানীয় ভাষা, হিমালয় ও চা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ডিগ্রী অর্জনের সুযোগ রয়েছে। বর্তমানে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে এই বিশ্ববিদ্যালয়ের এক্তিয়ারক্ষেত্রের অন্তর্গত কলেজেগুলি আছে।[][][][][]

Remove ads

প্রাঙ্গণ

উত্তরবঙ্গে শিলিগুড়িবাগডোগরা বিমানবন্দরের মধ্যবর্তী রাজা রামমোহনপুর অঞ্চলে ৩৩০ একর জমির উপর গড়ে উঠেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। প্রতিবছর ৩৬ হাজারেরও বেশি স্নাতক ও দেড় হাজারেরও বেশি স্নাতকোত্তর ও গবেষক ছাত্রছাত্রী বিভিন্ন বিষয়ে পঠনপাঠনের জন্য এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এই ছাত্রছাত্রীরা যে শুধু উত্তরবঙ্গ থেকে আসেন তাই নয়, পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চল, সিক্কিম, বিহার, এমনকি ভুটাননেপাল মতো সার্কভুক্ত নানা দেশ থেকেও ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনার জন্য আসেন। তাই বর্তমানে এটি পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে।

Remove ads

সংগঠন ও প্রশাসন

সারাংশ
প্রসঙ্গ

প্রশাসন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা। বর্তমানে উপাচার্য পদটি শূন্য।

উপাচার্যের তালিকা

আরও তথ্য সিরিয়াল নম্বর, উপাচার্য ...
Remove ads

অনুষদ এবং বিভাগসমূহ

বিশ্ববিদ্যালয়ে মোট ৩০টি বিভাগ রয়েছে, যা দুটি অনুষদ পরিষদে বিভক্ত।

আরও তথ্য অনুষদ, বিভাগসমূহ ...

কেন্দ্রসমূহ

বিশ্ববিদ্যালয় বিভিন্ন গবেষণা এবং একাডেমিক কেন্দ্র সরবরাহ করে।

আরও তথ্য কেন্দ্রের নাম ...
Remove ads

অধিভুক্তি

বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার চারটি অঞ্চলে এবং উত্তর দিনাজপুর জেলার ইসলামেরপুর সাব-ডিভিশনে বিস্তৃত। Template:University of North Bengal

একাডেমিক

বিশ্ববিদ্যালয় চার বছরের স্নাতক (বি.এ./বি.এসসি./বি.কম.) এবং পাঁচ বছরের বি.এ. এলএলবি ডিগ্রি প্রদান করে। এছাড়াও, এটি দুই বছরের এম.এ., এম.কম., এম.বি.এ., এম.এসসি., এম.সি.এ. এবং এম.ফার্ম ডিগ্রি, দুই বছরের এমফিল ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রি প্রদান করে।

অনুমোদন

২০২২ সালে, বিশ্ববিদ্যালয় জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি কাউন্সিল (NAAC) থেকে ৭ পয়েন্ট স্কেলে ২.৮২ CGPA অর্জন করেছে এবং "B++" গ্রেডে সম্মানিত হয়েছে, যা ৫ বছর মেয়াদী।

মিউজিয়াম

Thumb অক্ষয় কুমার মৈত্রেয়া হেরিটেজ মিউজিয়াম, রাজা রাজরাম মিউজিয়াম সংগ্রহসহ, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন উত্তরবঙ্গের ইতিহাস সম্পর্কিত ভাস্কর্য, মুদ্রা, চিত্রকলা এবং পাণ্ডুলিপির সংগ্রহস্থল। এটি একটি আঞ্চলিক মিউজিয়াম এবং ভারতের কয়েকটি বিশ্ববিদ্যালয় মিউজিয়ামের মধ্যে একটি। এটি ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ এবং অধ্যয়ন করে।

উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads