শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
দার্জিলিং জেলা
পশ্চিমবঙ্গের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
দার্জিলিং জেলা (নেপালি: दार्जीलिङ जिल्ला) হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগের একটি জেলা। এটি রাজ্যের উত্তর অংশে অবস্থিত। দার্জিলিং জেলা মনোরম শৈলশহর ও দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত। দার্জিলিং এই জেলার সদর শহর। কালিম্পং, কার্শিয়ং ও শিলিগুড়ি হল এই জেলার অপর তিন প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর মিরিক একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র।






ভৌগোলিকভাবে এই জেলা দুটি অঞ্চলে বিভক্ত - পার্বত্য অঞ্চল ও সমতল। এই জেলার গোটা পার্বত্য অঞ্চলটি বর্তমানে গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন নামে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ এক আধা-স্বায়ত্তশাসন সংস্থার এক্তিয়ারভুক্ত। এই এলাকা দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ং মহকুমায় বিভক্ত। দার্জিলিং হিমালয়ের পাদদেশে অবস্থিত সমভূমিতে শিলিগুড়ি মহকুমা অবস্থিত। এই সমভূমি তরাই নামেও পরিচিত। এই জেলার উত্তরে সিকিম রাজ্য, দক্ষিণে বিহার রাজ্যের কিশানগঞ্জ জেলা, পূর্বে জলপাইগুড়ি জেলা ও পশ্চিমে নেপাল। ২০১১ সালের হিসেব অনুসারে, দক্ষিণ দিনাজপুর জেলার পরেই এই জেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বনিম্ন জনসংখ্যা-বহুল জেলা।[১] কিন্তু পরবর্তীতে এই জেলা থেকে কালিম্পং জেলা গঠনকালে বর্তমান দার্জিলিং জেলার জনসংখ্যা ২৩টি জেলার মধ্যে ২০তম৷ আয়তনের ভিত্তিতে জেলাটির স্থান ১৯তম৷ দার্জিলিংয়ের ডালিংসে অল্প পরিমাণে হেমাটাইট লোহা পাওয়া যায়।
Remove ads
নামকরণ
দার্জিলিং শব্দটি এসেছে সংস্কৃত ভাষার শব্দ "দুর্জয় লিঙ্গ" থেকে। এর অর্থ " অদম্য ক্ষমতার অধিকারী শিব, যে হিমালয় শাসন করে"।
প্রশাসনিক বিভাগ

জেলাটির তেইশটি জনগণনা নগর হলো -
- বাদামতাম চা বাগান (দার্জিলিং-পুলবাজার)
- গিং চা বাগান (দার্জিলিং-পুলবাজার)
- চংটং চা বাগান (দার্জিলিং-পুলবাজার)
- সিংতম চা বাগান (দার্জিলিং-পুলবাজার)
- সুকিয়াপোখরি (জোড়বাংলো-সুকিয়াপোখরি)
- সোনাদা (জোড়বাংলো-সুকিয়াপোখরি)
- রংমুক সিডার চা বাগান (জোড়বাংলো-সুকিয়াপোখরি)
- মঙ্গরজং চা বাগান (জোড়বাংলো-সুকিয়াপোখরি)
- কার্ট রোড (কার্শিয়াং)
- কালকূট (মাটিগাড়া)
- টারি (মাটিগাড়া)
- বৈরাটিশাল (মাটিগাড়া)
- জিতু (মাটিগাড়া)
- মাথাপারি (মাটিগাড়া)
- বড় মোহনসিং (মাটিগাড়া)
- দুমরিগুড়ি (নকশালবাড়ি)
- উত্তর বাগডোগরা (নকশালবাড়ি)
- বাগডোগরা (নকশালবাড়ি)
- ভীমরাম (নকশালবাড়ি)
- লালমন (নকশালবাড়ি)
- গেনি (নকশালবাড়ি)
- খড়িবাড়ী (খড়িবাড়ী)
- শ্যামধন (বাতাসী)
- জামাতুলা(বাতাসী)
- আলোকঝারি(বাতাসী)
- বাতাসী(বাতাসী)

Remove ads
নদনদী
দার্জিলিংয়ের উল্লেখযোগ্য নদ-নদী হলো:[২]
- রাম্মাম নদী
- সিরিখোলা নদী (শ্রীখোলা)
- লোধমা নদী
- রিয়াং নদী
- ছোট রঙ্গীত নদী
- রঙ্গীত নদী
- বড়ো রঙ্গীত নদী
- পম্পা নদী
- রঙ্গিও নদী
- রঙ্গু নদী
- রাঙ্গাং নদী
- মাণ্ডিং নদী
- রংবি নদী
- রঙ্গিয়াক নদী
- রতু নদী
- রিলিং নদী
- কাহিল নদী
- রিংরিয়াৎ নদী
- কলোক নদী
- মেচী নদী
- রংবং নদী (দার্জিলিং)
- পাইয়াংডং নদী
- পোসাম নদী
- বালাসন নদী
- পাচিম নদী
- সুলিয়াসি নদী
- দোধিয়া নদী
- মারমা নদী
- মতুয়া নদী
- রকতি নদী
- রুহমি নদী
- সিভক নদী
- মহানন্দা নদী
- মামঝা নদী
- চেঙ্গা নদী
- মুলিয়া নদী
- পন্থাবাড়ি নদী
- পঞ্চাই নদী
- লাচিও নদী
- কুরুনডাক নদী
- তপু নদী
- চৈয়াটি নদী
- দুমারিয়া নদী
- দুল দুল নদী
- কুয়ের্চি নদী
- রিংচিটং নদী
- জোড়াপানি নদী
- ফুলেশ্বরী নদী
- তিস্তা নদী
- চিঙা নদী
ভাষা
২০০১ গণনা
Remove ads
ধর্ম
Remove ads
পাদটীকা
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads