শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

দার্জিলিং জেলা

পশ্চিমবঙ্গের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

দার্জিলিং জেলাmap
Remove ads

দার্জিলিং জেলা (নেপালি: दार्जीलिङ जिल्ला) হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগের একটি জেলা। এটি রাজ্যের উত্তর অংশে অবস্থিত। দার্জিলিং জেলা মনোরম শৈলশহর ও দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত। দার্জিলিং এই জেলার সদর শহর। কালিম্পং, কার্শিয়ংশিলিগুড়ি হল এই জেলার অপর তিন প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর মিরিক একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র।

দ্রুত তথ্য দার্জিলিং জেলা दार्जीलिङ जिल्ला, দেশ ...
Thumb
দার্জিলিং পাহাড়
Thumb
কার্সিয়াং রেল স্টেশন
Thumb
সুকিয়াপোখরি তিন রাস্তার মোড়
Thumb
মিরিক শহর ও সুমেন্দু হ্রদ
Thumb
সোনাদায় পাহাড়ি মন্দির
Thumb
তিস্তা-রঙ্গিত সংযোগস্থল

ভৌগোলিকভাবে এই জেলা দুটি অঞ্চলে বিভক্ত - পার্বত্য অঞ্চল ও সমতল। এই জেলার গোটা পার্বত্য অঞ্চলটি বর্তমানে গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন নামে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ এক আধা-স্বায়ত্তশাসন সংস্থার এক্তিয়ারভুক্ত। এই এলাকা দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ং মহকুমায় বিভক্ত। দার্জিলিং হিমালয়ের পাদদেশে অবস্থিত সমভূমিতে শিলিগুড়ি মহকুমা অবস্থিত। এই সমভূমি তরাই নামেও পরিচিত। এই জেলার উত্তরে সিকিম রাজ্য, দক্ষিণে বিহার রাজ্যের কিশানগঞ্জ জেলা, পূর্বে জলপাইগুড়ি জেলা ও পশ্চিমে নেপাল। ২০১১ সালের হিসেব অনুসারে, দক্ষিণ দিনাজপুর জেলার পরেই এই জেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বনিম্ন জনসংখ্যা-বহুল জেলা।[] কিন্তু পরবর্তীতে এই জেলা থেকে কালিম্পং জেলা গঠনকালে বর্তমান দার্জিলিং জেলার জনসংখ্যা ২৩টি জেলার মধ্যে ২০তম৷ আয়তনের ভিত্তিতে জেলাটির স্থান ১৯তম৷ দার্জিলিংয়ের ডালিংসে অল্প পরিমাণে হেমাটাইট লোহা পাওয়া যায়।

Remove ads

নামকরণ

দার্জিলিং শব্দটি এসেছে সংস্কৃত ভাষার শব্দ "দুর্জয় লিঙ্গ" থেকে। এর অর্থ " অদম্য ক্ষমতার অধিকারী শিব, যে হিমালয় শাসন করে"।

প্রশাসনিক বিভাগ

Thumb
দার্জিলিং জেলার মহকুমা
আরও তথ্য মহকুমা, মহকুমা সদর ...

জেলাটির তেইশটি জনগণনা নগর হলো -

Thumb
বাতাসিয়া লুপে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের গাড়ি
Remove ads

নদনদী

দার্জিলিংয়ের উল্লেখযোগ্য নদ-নদী হলো:[]

  • রাম্মাম নদী
  • সিরিখোলা নদী (শ্রীখোলা)
  • লোধমা নদী
  • রিয়াং নদী
  • ছোট রঙ্গীত নদী
  • রঙ্গীত নদী
  • বড়ো রঙ্গীত নদী
  • পম্পা নদী
  • রঙ্গিও নদী
  • রঙ্গু নদী
  • রাঙ্গাং নদী
  • মাণ্ডিং নদী
  • রংবি নদী
  • রঙ্গিয়াক নদী
  • রতু নদী
  • রিলিং নদী
  • কাহিল নদী
  • রিংরিয়াৎ নদী
  • কলোক নদী
  • মেচী নদী
  • রংবং নদী (দার্জিলিং)
  • পাইয়াংডং নদী
  • পোসাম নদী
  • বালাসন নদী
  • পাচিম নদী
  • সুলিয়াসি নদী
  • দোধিয়া নদী
  • মারমা নদী
  • মতুয়া নদী
  • রকতি নদী
  • রুহমি নদী
  • সিভক নদী
  • মহানন্দা নদী
  • মামঝা নদী
  • চেঙ্গা নদী
  • মুলিয়া নদী
  • পন্থাবাড়ি নদী
  • পঞ্চাই নদী
  • লাচিও নদী
  • কুরুনডাক নদী
  • তপু নদী
  • চৈয়াটি নদী
  • দুমারিয়া নদী
  • দুল দুল নদী
  • কুয়ের্চি নদী
  • রিংচিটং নদী
  • জোড়াপানি নদী
  • ফুলেশ্বরী নদী
  • তিস্তা নদী
  • চিঙা নদী

ভাষা

২০০১ গণনা
দার্জিলিং জেলার ভাষা- ২০০১ []
  1. নেপালি 45.98 (৪৬.০%)
  2. বাংলা 28.42 (২৮.৪%)
  3. হিন্দি 15.43 (১৫.৪%)
  4. কুরুখ 2.8 (২.৮০%)
  5. সাঁওতালি 1.01 (১.০১%)
  6. উর্দু 0.94 (০.৯৪%)
  7. লেপচা 0.9 (০.৯০%)
  8. অন্যান্য 4.52 (৪.৫২%)
২০১১ গণনা
দার্জিলিং জেলার ভাষা- ২০১১ [].[]
  1. নেপালি (৪৬.৩৯%)
  2. বাংলা (২৯.২২%)
  3. হিন্দি (১৭.২৮%)
  4. কুরুখ (২.১৯%)
  5. সাঁওতালি (০.৯৯%)
  6. উর্দু (০.৬৩%)
  7. অন্যান্য (৩.৩%)
Remove ads

ধর্ম

আরও তথ্য ২০০১ সালে ধর্মভিত্তিক গণনা ...
আরও তথ্য ২০১১ সালে ধর্মভিত্তিক গণনা ...
Remove ads

পাদটীকা

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads