শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
এলায়স স্প্রেংগার
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
এলায়স স্প্রেংগার বা এ. স্প্রেংগার ব্রিটিশ-বাংলাদেশি একজন শিক্ষাবিদ, লেখক ও ইসলামি গবেষক। তিনি ইসলাম ও মুহাম্মাদের জীবনীর উপর বই লিখেছেন।[১] তিনি উপমহাদেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান কলকাতা আলিয়া মাদ্রাসা প্রথম অধ্যক্ষ ছিলেন।[২] ১৮৫০ খ্রিস্টাব্দে কলকাতা আলিয়া মাদ্রাসায় অধ্যক্ষের পদ সৃষ্টি হলে, তিনিই সর্বপ্রথম এই পদে আসীন হন।
Remove ads
পরিচয়
এ. স্প্রেংগার একজন বিভিন্ন ভাষায় পণ্ডিত ব্যক্তি ছিলেন। শোনা তিনি ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি ভাষাসহ প্রায় ২৫টা ভাষায় দক্ষ ছিলেন।[৩] ড. এ স্প্রেংগার ব্রিটিশ শাসনের সূত্রধরে ১৮৪৩ সালে ভারতবর্ষে আগমন করেন। তিনি ছিলেন পণ্ডিত মানুষ, এদেশে ব্রিটিশ সরকারকে শিক্ষা কাজে সাহায্য করার জন্য তিনি আগমন করেন।
দায়িত্ব পালন
১৮৪৪ সালে সালে ব্রিটিশ সরকার তাকে দিল্লি সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করে। মুসলিম দেওবন্দি পণ্ডিত মাওলানা মামলুক আলী তার অধীনে প্রায় ৫ বছর চাকরি করেন এবং তার এই কাজে সাহায্য করেন। এ স্প্রেংগার ১৯৪৭ সালের শেষ দিকে কলকাতা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ নিযুক্ত হন।[৪] কলকাতা আলিয়া মাদ্রাসা দেশভাগের পর দুইটা অংশে পরিণত হয়। একটি অংশ ঢাকায় স্থানান্তর করা হয়, নাম রাখা হয়, ঢাকা আলিয়া মাদ্রাসা (অফিশিয়ালি: মাদ্রাসা-ই আলিয়া, ঢাকা)।
Remove ads
প্রকাশিত গ্রন্থাবলি
তার একটি বিখ্যাত উক্তি হলো:[৫]
“ | এমন কোন সম্প্রদায় হয় নাই, এখনো নাই যারা তাদের (মুসলিমদের) মতো বারোটি শতাব্দী যাবৎ প্রত্যেক জ্ঞানী ব্যক্তির জীবনী লিপিবদ্ধ করেছে। যদি মুসলিমগণের রচিত জীবনচরিতমূলক গ্রন্থগুলো সংগ্রহ করা হয়, আমরা খুব সম্ভব অর্ধ মিলিয়ন কৃতি পুরুষের জীবনবৃত্তান্ত লাভ করব।’ | ” |
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads