শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল

ভূরাজনৈতিক অঞ্চল উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
Remove ads

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বা এশিয়া-প্যাসিফিক (APAC)[] বলতে পশ্চিম প্রশান্ত মহাসাগর সংলগ্ন বিশ্বের অঞ্চলকে বোঝায়। প্রসঙ্গভেদে এই অঞ্চলের নিখুঁত সীমানা ভিন্ন হলেও পূর্ব এশিয়া, দক্ষিণপূর্ব এশিয়া এবং ওশেনিয়ার বিভিন্ন দেশ এই অঞ্চলের অন্তর্ভুক্ত। বৃহত্তর প্রসঙ্গের ক্ষেত্রে উত্তর, দক্ষিণ, মধ্যপশ্চিম এশিয়ার কিছু অংশ, এমনকি আমেরিকা অঞ্চলের প্রশান্ত মহাসাগর সংলগ্ন দেশকেও এর অন্তর্ভুক্ত করা হয়, যেমন নতুন বিশ্বের বিভিন্ন দেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতার (এপেক) সদস্য। ১৯৮০-এর দশক থেকে বাণিজ্য, অর্থনীতি ও রাজনীতিতে এই শব্দটি জনপ্রিয়। অর্থনীতিতে বৈচিত্র্য থাকার সত্ত্বেও এই অঞ্চলের বেশিরভাগ জাতিরাষ্ট্র উদীয়মান বাজার হিসাবে গণ্য। অনেকসময় "জাপান ব্যতীত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল" (APEJ) কথাটি প্রয়োজনীয় হিসেবে বিবেচনা করা হয়।[]

Thumb
ESCAP-র সংজ্ঞা অনুযায়ী এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল।[]
Remove ads

সংশ্লিষ্ট অঞ্চলসমূহ

উপঅঞ্চল অনুযায়ী দেশ ও অঞ্চলসমূহের তালিকা

সারাংশ
প্রসঙ্গ

জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইএসক্যাপ)-এর নির্দেশনা অনুযায়ী, এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোট ৫১টি দেশ এবং সাতটি অঞ্চল রয়েছে, যেগুলো পাঁচটি উপঅঞ্চলে বিভক্ত। এর মধ্যে পাঁচটি সীমান্তবর্তী দেশ, যেগুলো ইএমইএ অঞ্চলের অংশ হিসেবেও বিবেচিত হয়।

অতিরিক্ত দেশ ও অঞ্চল (মহাদেশভিত্তিক)

Remove ads

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads