শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

কচুয়া উত্তর ইউনিয়ন

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কচুয়া উত্তর ইউনিয়নmap
Remove ads

কচুয়া উত্তর বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া উপজেলার একটি ইউনিয়ন

দ্রুত তথ্য কচুয়া উত্তর, ৬নং কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদ ...
Thumb
মানচিত্র
Remove ads

আয়তন

কচুয়া উত্তর ইউনিয়নের আয়তন ৪,১০২ একর।[]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কচুয়া উত্তর ইউনিয়নের জনসংখ্যা ২৭,২৩৬ জন। এর মধ্যে পুরুষ ১২,৭১২ জন এবং মহিলা ১৪,৫২৪ জন। মোট পরিবার ৫,২৬৬টি।[]

অবস্থান ও সীমানা

কচুয়া উপজেলার মধ্যাংশে কচুয়া উত্তর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে বিতারা ইউনিয়ন, পশ্চিমে পালাখাল মডেল ইউনিয়ন, দক্ষিণে কচুয়া দক্ষিণ ইউনিয়ন, পূর্বে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নবরকরই ইউনিয়ন এবং উত্তর-পূর্বে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নগল্লাই ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

কচুয়া উত্তর ইউনিয়ন কচুয়া উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কচুয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬০নং নির্বাচনী এলাকা চাঁদপুর-১ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কচুয়া উত্তর ইউনিয়নের সাক্ষরতার হার ৫৯.২%।[]

শিক্ষা প্রতিষ্ঠান

  • তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়
  • উজানি উচ্চ বিদ্যালয়
  • সিংআড্ডা উচ্চ বিদ্যালয়

দর্শনীয় স্থান

সাচার কলাখোপা ভূইয়া পার্ক

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads