শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

বিতারা ইউনিয়ন

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বিতারা ইউনিয়নmap
Remove ads

বিতারা বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া উপজেলার একটি ইউনিয়ন

দ্রুত তথ্য বিতারা, ৩নং বিতারা ইউনিয়ন পরিষদ ...
Thumb
মানচিত্র
Remove ads

আয়তন

বিতারা ইউনিয়নের আয়তন ৭,৩২৩ একর।[]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বিতারা ইউনিয়নের জনসংখ্যা ৩৯,৯৪২ জন। এর মধ্যে পুরুষ ১৯,০৩১ জন এবং মহিলা ২০,৯১১ জন। মোট পরিবার ৭,৮৭৬টি।[]

অবস্থান ও সীমানা

কচুয়া উপজেলার উত্তরাংশে বিতারা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে সাচার ইউনিয়নপাথৈর ইউনিয়ন; পশ্চিমে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ননায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন; দক্ষিণে সহদেবপুর পশ্চিম ইউনিয়ন, পালাখাল মডেল ইউনিয়নকচুয়া উত্তর ইউনিয়ন এবং পূর্বে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়ন অবস্থিত।

প্রতিষ্ঠাকাল

১৯১৮ সালে বিতারা ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে।[]

প্রশাসনিক কাঠামো

বিতারা ইউনিয়ন কচুয়া উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কচুয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬০নং নির্বাচনী এলাকা চাঁদপুর-১ এর অংশ। এটি ১১টি মৌজায় বিভক্ত এবং এ ইউনিয়নে ২৯টি গ্রাম রয়েছে।

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বিতারা ইউনিয়নের সাক্ষরতার হার ৫৩.৮%।[]

শিক্ষা প্রতিষ্ঠান

  • বাইছারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাইছারা মাধ্যমিক বিদ্যালয়
  • তেগুরিয়া মাধ্যমিক বিদ্যালয়
  • মাঝিগাছা এম এম উচ্চ বিদ্যালয়
  • নিন্দপুর ডঃ মহিউদ্দদিন খান স্কুল এন্ড কলেজ
  • মাঝিগাছা দাখিল মাদ্রাসা
  • মাঝিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হরিপুর দারুল কোরান হাফিজিয়া মাদ্রাসা
  • মাঝিগাছা প্রধানিয়া বাড়ি হাফিজিয়া মাদ্রাসা
  • হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর মাঝিগাছা রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

খাল ও নদী

হাট-বাজার

  • মাঝিগাছা জামালিয়া বাজার
  • আলীয়ারা রাজবাড়ী বাজার
  • বিতারা বাজার
  • বাইছারা বাজার

খলাগাঁও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির

উল্লেখযোগ্য ব্যক্তি

জনপ্রতিনিধি

জনাব ইসহাক সিকদার

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads