শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
কথাসাহিত্যে পুলিৎজার পুরস্কার
পুরস্কার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
কথাসাহিত্যে পুলিৎজার পুরস্কার হল সাহিত্য, নাটক ও সঙ্গীতের জন্য প্রদত্ত সাতটি পুলিৎজার পুরস্কারের একটি। এই পুরস্কারের মাধ্যমে পুরস্কার প্রদানের পূর্বের বছর কোন মার্কিন লেখকের মার্কিন জীবনযাত্রা নিয়ে রচিত প্রসিদ্ধ কথাসাহিত্যকে সম্মাননা প্রদান করা হয়। শুরুতে এই পুরস্কারের নাম ছিল উপন্যাসে পুলিৎজার পুরস্কার, যা ১৯১৭ সালে উদ্বোধনী আয়োজনের সাতটি বিভাগের একটি ছিল। কিন্তু ১৯১৭ সালে প্রথম আয়োজনে চারটি বিভাগে পুরস্কার প্রদান করা হয় এবং উপন্যাসের জন্য কোন পুরস্কার প্রদান করা হয়নি।[১] উপন্যাসের জন্য প্রথম পুরস্কার প্রদান করা হয় ১৯১৮ সালে। ১৯৮০ সাল থেকে চূড়ান্ত পর্বের জন্য বিবেচিত তিনটি সাহিত্যকর্মের নাম ঘোষণা দেওয়া শুরু হয়।[২]
Remove ads
বিজয়ী ও মনোনীতদের তালিকা






১৯১৮-১৯১৯
১৯২০-এর দশক
১৯৩০-এর দশক
১৯৪০-এর দশক
১৯৫০-এর দশক
১৯৬০-এর দশক
১৯৭০-এর দশক
১৯৮০-এর দশক
Remove ads
টীকা
- কথাসাহিত্য জুরি ১৯৪১ সালের পুরস্কারের জন্য আর্নেস্ট হেমিংওয়ে'র ফর হুম দ্য বেল টোলস বইটির সুপারিশ করে। যদিও জুরিদের এই রায়ের প্রতি পুলিৎজার বোর্ডের সম্মতি ছিল, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি নিকোলাস মারি বাটলার বোর্ডকে জুরিদের এই রায় স্থগিত রাখতে বলেন, কারণ তার কাছে উপন্যাসটি আক্রমণাত্মক মনে হয়েছিল, ফলে এই বছর কোন পুরস্কার দেওয়া হয়নি।[২৬]
- কথাসাহিত্য জুরি ১৯৫৭ সালের পুরস্কারের জন্য এলিজাবেথ স্পেন্সারের দ্য ভয়েস অ্যাট দ্য ব্যাক ডোর বইটি সুপারিশ করেন, কিন্তু পুলিৎজার বোর্ড এই বছর কোন পুরস্কার প্রদান করেনি।[২৬]
- কথাসাহিত্য জুরি ১৯৭৪ সালের পুরস্কারের জন্য টমাস পাইঞ্চনের গ্র্যাভিটিস রেইনবো বইটির সুপারিশ করে, কিন্তু পুলিৎজার বোর্ড কোন পুরস্কার না প্রদান করার সিদ্ধান্ত নেয়।[২৬]
- কথাসাহিত্য জুরি ১৯৭৭ সালের পুরস্কারের জন্য নরমান ম্যাকলিনের আ রিভার রানস থ্রো ইট বইটির সুপারিশ করে, কিন্তু পুলিৎজার বোর্ড কোন পুরস্কার না প্রদান করার সিদ্ধান্ত নেয়। একই বছর অ্যালেক্স হ্যালির রুটস বইটিকে বিশেষ পুলিৎজার পুরস্কার প্রদান করে।[২৬]
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads