শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

কমনওয়েলথ অব নেশনস

আন্তঃসরকারী সংস্থা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কমনওয়েলথ অব নেশনস
Remove ads

কমনওয়েলথ অফ নেশন্স বা কমনওয়েলথ[] (ইংরেজি: Commonwealth of Nations) অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা।[] বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ,ভারতপাকিস্তান সহ সর্বমোট ৫৬। সর্বশেষ সদস্য টোগো। এই সংস্থার সচিবালয় লন্ডনে অবস্থিত। ব্রিটেনই এর নেতৃত্ব দিয়ে থাকে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমনওয়েলথ অফ নেশন্স গঠিত হয়।

দ্রুত তথ্য কমনওয়েলথ অফ নেশন্স, সদর দপ্তর ...
Remove ads

সচিবালয়

কমনওয়েলথের প্রধান আন্তঃসরকার সম্বন্ধীয় সংস্থা হিসেবে কমনওয়েলথ সচিবালয় ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। সদস্যভূক্ত দেশের সরকার ও দেশের মাঝে পরামর্শ এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এটি গঠিত হয়েছে। সদস্যভূক্ত সরকারের কাছে এটি সামগ্রীকভাবে দায়বদ্ধ। পর্যবেক্ষক হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতিনিধিত্ব করে থাকে।

মহাসচিব কমনওয়েলথ সম্মেলন, মন্ত্রীদের ঘিরে সভা আয়োজন, পরামর্শমূলক সভা, কারিগরী আলোচনার ব্যবস্থা নেন। সরকারের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় কারিগরী সহাযোগিতাসহ কমনওয়েলথের মৌলিক রাজনৈতিক মূল্যের বিষয়েও সহায়তা করে থাকেন।

এর প্রধান হিসেবে রয়েছেন একজন মহাসচিব। চার বছর মেয়াদে তিনি সর্বাধিক দুইবার কমনওয়েলভূক্ত সরকার প্রধানদের সরাসরি ভোটে নির্বাচিত হন। তাকে সহযোগিতা করে দুইজন উপ-মহাসচিব। বর্তমান মহাসচিব হিসেবে রয়েছেন প্যাটিসিয়া স্কটল্যান্ড। প্যাটিসিয়া স্কটল্যান্ড প্রথম নারী মহাসচিব।তিনি ডোমিনিকা ও যুক্তরাজ্যের নাগরিক।

প্রথম মহাসচিব ছিলেন কানাডার আর্নল্ড স্মিথ। এরপর গায়ানার স্যার শ্রীদাথ রামফাল, নাইজেরিয়ার এমেকা আনিয়াকু

Remove ads

কমনওয়েলথ-এর উদ্দেশ্য

  • আন্তর্জাতিক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় জাতিসংঘকে সহায়তা করা,
  • প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতা সুরক্ষা করা,
  • দারিদ্র, অজ্ঞতা ও রোগ-ব্যাধির বিরুদ্ধে লড়াই করা,
  • সাম্য প্রতিষ্ঠায় অনুসন্ধিৎসু হওয়া,
  • বর্ণবৈষম্যের বিরোধিতা করা,
  • অবাধ ও মুক্তবাণিজ্য ব্যবস্থা গড়ে তোলা,
  • লিঙ্গগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা,
  • টেকসই পরিবেশ সংরক্ষণ (১৯৮৯ সালের ঘোষণা),
  • মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকারের বিকাশ,
  • ক্ষুদ্র ও দুর্বল রাষ্ট্রের প্রয়োজনসমূহের স্বীকৃতি,
  • সুশীল সমাজের ভূমিকাকে গুরুত্ব প্রদান,
  • পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতা বৃদ্ধি। []
Remove ads

সদস্যতা

Thumb
কমনওয়েলথের সদস্যরা তাদের রাজনৈতিক অবস্থা অনুসারে ছায়া ফেলে। কমনওয়েলথ রাজ্যগুলিকে নীল রঙে, প্রজাতন্ত্রগুলি গোলাপী রঙে এবং তাদের নিজস্ব রাজতন্ত্রের সদস্যরা সবুজ রঙে প্রদর্শিত হয়েছে

অর্থনীতি

আরও তথ্য কমনওয়েলথ অফ নেশনস এর অর্থনীতি, Member states ...
Remove ads

কমনওয়েলথ পরিবার

  • কমনওয়েলথ এর প্রতিষ্ঠাঃ ১৯৪৯ সালে কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয়।[১২]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads