শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
কর্ডাটা
সমস্ত মেরুদন্ডী প্রাণী প্রজাতি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
কর্ডাটা (Chordata) বলতে মেরুদণ্ডী প্রাণী (Vertebrata) জাতীয় সমস্ত প্রজাতি এবং অমেরুদণ্ডী প্রাণীর (Invertebrata) অন্তর্ভুক্ত বিশেষ কিছু প্রাণীগোষ্ঠীকে বোঝায়। গ্রিক শব্দ chorde-এর অর্থ "রজ্জু" বা "বাদ্যযন্ত্রের তন্ত্রী"। এই পর্বভুক্ত প্রাণীদের জীবনচক্রের কোনো না কোনো দশায় নোটোকর্ড নামক একটি স্থিতিশীল অঙ্গ থাকে যার গঠনও দড়ির অনুরূপ। তাই এই পর্বের নাম "কর্ডাটা"। আবার লাতিন corda শব্দের অর্থ "রজ্জু" আর গ্রিক ata শব্দের অর্থ বহন করা। মেরুদণ্ডী প্রাণীদেহে এই নোটোকর্ডই বয়ঃপ্রাপ্ত অবস্থায় মেরুদণ্ডের সৃষ্টি করে। কর্ডাটা পর্বে প্রজাতির সংখ্যা ৬৮,৬২৯ টি এবং বাংলাদেশে এদের প্রজাতি সংখ্যা ১,৬১১ টি।কার্ডটা পর্বে ৩ টি উপপর্ব আছে।
যেসব প্রাণীদের জীবনে কোন না কোন পর্যায়ে পৃষ্ঠ-মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্হাপক "নটোকর্ড" থাকে তাদের কর্ডাটা বলে।[৮]
Remove ads
কর্ডাটার ভাগ
কর্ডাটা একটি পর্ব। একে তিনটি উপপর্বে ভাগ করা হয়েছে, যথা-ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা বা ক্রেনিয়েটা। ভার্টিব্রাটা উপপর্বকে দুটি অধিশ্রেণিতে ভাগ করা হয়েছে, যথা-অ্যাগনাথা এবং ন্যাথোস্টোমাটা। উপপর্ব নেথোস্টোমাটাকে ছয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে, যথা-কনড্রিকথিস, অসটিকথিস, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস ও ম্যামালিয়া।[৯]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads