শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

কোটি

স্বাভাবিক সংখ্যা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

কোটি (১,০০,০০,০০০) হচ্ছে ৯৯,৯৯,৯৯৯ ও ১,০০,০০,০০১ সংখ্যার মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যাবৈজ্ঞানিক অঙ্কপাতনে একে ১০ আকারে লেখা হয়।[]

দ্রুত তথ্য ১০০০০০০০, অঙ্কবাচক ...
Remove ads

গাণিতিক উপস্থাপন

দশমিকে এক কোটি কে বিভিন্নভাবে লেখা যায়:

  • ১,০০,০০,০০০ - এক এর পর সাতটি শূন্য ।
  • ১ x ১০ - বৈজ্ঞানিক পরিভাষায় দশ এর সপ্তম ঘাত দ্বারা প্রকাশ করা হয়।
  • ১০ ----এভাবেও লেখা যায় ।

বিভিন্ন ব্যবহার

কোটি অন্য অর্থে পদ বা স্থান বোঝায়, যেমন "উচ্চকোটি" নির্দেশ করে উচ্চপদস্থ বা উচ্চস্থানীয়।

কোটি শব্দটির আরেকটি ব্যবহার হিসেবে উল্লেখ করা যায়, প্রচলিত রয়েছে হিন্দুধর্মে দেবতার সংখ্যা তেত্রিশ কোটি ; ভ্রান্ত ধারণা হল ৩৩,০০,০০,০০০ টি দেবতা। কিন্তু এর প্রকৃত অর্থ হল তেত্রিশজন পদাধিকারী দেবতা।

অনেকসময় অনেক ধন-সম্পত্তির মালিক বোঝাতে "কোটিপতি" বলে উল্লেখ করা হয় ।

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads