শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

কামিনী

উদ্ভিদের প্রজাতি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কামিনী
Remove ads

কামিনী (বৈজ্ঞানিক নাম: Murraya paniculata) সাধারণত কমলা জুঁই (ইংরেজি: orange jasmine, orange jessamine, china box or mock orange[]) নামে পরিচিত একধরনের ক্রান্তীয়, চিরহরিৎ উদ্ভিদ যা ছোট, সাদা, সুবাসিত ফুল জন্মদানের মাধ্যমে শোভাময় বৃক্ষ বা প্রতিবন্ধক হিসাবে বর্ধিত হয়। কামিনী ঘনিষ্ঠভাবে লেবুবর্গের সঙ্গে সম্পর্কযুক্ত এবং কামকুআট সাদৃশ লাল-কমলা আকারে ছোট ফল বহন করে তবে কিছু প্রজাতি ফল উৎপাদন করে না।

দ্রুত তথ্য কামিনী, বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস ...
Remove ads

প্রতিনামসমূহ এবং সাধারণ ও স্থানীয় নামসমূহ

শ্রেণীকরণের সূত্র সমূহের জন্য ম. প্যানিকুলাটা হলো:

  • চ্যালসাস ইক্সোটিকা (কার্ল লিনিয়াস) মিল্সপ
  • চ্যালসাস পানিকুলাটা ল. (বাসিয়োনাইম)
  • মুরায়া ইক্সোটিকা (কার্ল লিনিয়াস)

উল্লেখযোগ্য প্রচলিত নাম:

কমলা জুঁই, চাইনিজ বক্স, মক কমলা, মক জামির, সাটিনউড,[] অথবা লেকভিউ জেসমিন (প্রধানত ফ্লোরিডায়)

Remove ads

বিবরণ

Thumb
The flower of Murraya paniculata (কামিনী)is found in Bana Bithan,Kolkata,West Bengal,India.
Thumb
চীনা বাক্সের ফল

কমলা জুঁই ৭ মিটার লম্বা পর্যন্ত বর্ধনশীল একটি ছোট, ক্রান্তীয়, চিরহরিৎ গাছ বা গুল্ম। এই গুল্ম সারা বছর ধরে ফুল ফোটাতে পারে[]। এর তার পাতার ধরন রোমশ এবং চকচকে হয়ে থাকে। ফুল সধারণত প্রান্তিক, অল্প-কুসুমিত, ঘন এবং সুগন্ধি হয়ে থাকে। পাপড়ি সাদা (বা ক্রিম ফেইড) রঙে আবৃত্ত থাকে এবং ১২-১৮ মিলিমিটার দীর্ঘ হয়। কামিনীর ফল কমলা থেকে লাল বর্ণের,[] মাংসল এবং এবং দৈর্ঘ্যে ১ ইঞ্চি পর্যন্ত আয়তাকার-ডিম্বাকার হয়ে থাকে।[]

Remove ads

পরিসর

কামিনী দক্ষিণদক্ষিণ পূর্ব এশিয়া, চীনঅস্ট্রালেশিয়া দেশগুলোর একটি স্থানীয় ফুল। এটি দক্ষিণ মার্কিন অঞ্চলের দেশীভূত।[]

ব্যবহার

প্রথাগতভাবে, কামিনী বেদনানাশক হিসেবে ঐতিহ্যগত ঔষধ এবং কাঠের জন্য ব্যবহার করা হয়।

প্রসারণ

কমলা জুঁই যৌন তার মাধ্যমে এর বীজ দ্বারা উদ্ভিদ প্রসারণ/প্রসারিত হয়। বিভিন্ন ​​পাখি এর ফল খেয়ে থাকে এবং মলত্যাগের সাথে এর বীজ বের করে দেয়। এটি কৃত্রিম কোমল কাষ্ঠ টুকরা দ্বারা এর প্রসারণ ঘটে থাকে।[]

ব্যাধি

কামিনী মাটি নেমাটোড, পরিমাপক ভুসা-সংক্রান্ত ছাঁচ এবং সাদা-মাছি প্রবন হয়।[]

কামিনী কীট পেস্ট ডায়াফোরিনা সাইট্রি, সাইট্রাস সাইলিডের পছন্দের। এই সাইলিড সাইট্রাস সবুজবর্ণ রোগের বাহক।[]

সম্ভাবনাময় ঔষধি ব্যবহারসমূহ

কামিনীর পাতার অশোধিত ইথানলীয় সার, ডায়রিয়া[] এবং অন্যান্য জ্বলনশীল ব্যথার নিরাময় হিসেবে কাজ করে।[১০]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads