শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

কায়েমপুর ইউনিয়ন, কসবা

ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কায়েমপুর ইউনিয়ন, কসবাmap
Remove ads

কায়েমপুর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলার একটি ইউনিয়ন

দ্রুত তথ্য কায়েমপুর, দেশ ...
Thumb
মানচিত্র
Remove ads

আয়তন

কায়েমপুর ইউনিয়নের আয়তন ৪,৮২৭ একর (১৯.৫৩ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কায়েমপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৩,১১৯ জন। এর মধ্যে পুরুষ ১৫,৬৭০ জন এবং মহিলা ১৭,৪৪৯ জন। মোট পরিবার ৬,৪০৭টি।[] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৬৯৫ জন।[]

ইতিহাস

অবস্থান ও সীমানা

কসবা উপজেলার দক্ষিণাংশে কায়েমপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে কসবা পৌরসভাকসবা পশ্চিম ইউনিয়ন, উত্তর-পশ্চিমে কুটি ইউনিয়ন, পশ্চিমে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নচান্দলা ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে বায়েক ইউনিয়ন এবং পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

কায়েমপুর ইউনিয়ন কসবা উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কসবা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কায়েমপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৪%।[]

শিক্ষা প্রতিষ্ঠান

কায়েমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়

নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়

পানিয়ারুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়

আকছিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়

কায়েমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

কামালপুর হাজী মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়

মইনপুর আজহারুল ইসলাম মহিলা দাখিল মাদ্রাসা

মইনপুর মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা

শ্রীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা

কসবা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কামালপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।

সিরাজুল হক স্কুল এন্ড কলেজ, পানিয়ারূপ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।

কালতা আজহারুল ইসলাম উচ্চ বিদ্যালয়

মইনপুর উচ্চ বিদ্যালয়

কায়েমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়

Remove ads

যোগাযোগ ব্যবস্থা

খাল ও নদী

কায়েমপুর ইউনিয়নের বুক চিরে বিজনী নদী প্রবাহমান।

হাট-বাজার

  • পানিয়ারুপ বাজার
  • মঈনপুর বাজার
  • মন্দবাগ বাজার
  • হাদিস মার্কেট
  • কায়েমপুর বাজার
  • কালতা বাজার
  • কামালপুর সিঙ্গাপুর মার্কেট

দর্শনীয় স্থান

দর্শনীয় স্থান হিসেবে আছে চকবস্তা, কালতা ও দিঘীরপাড় এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন কিছু টিলা পাহাড়, বাংলাদেশ রেলওয়ের আখাউড়া- লাকসাম সেকশন, মন্দভাগ রেলওয়ে স্টেশন।

আর কিছু না পেলে কামালপুর সুবিধাপুর চলে এসো..

জনপ্রতিনিধি

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads