শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

বায়েক ইউনিয়ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বায়েক ইউনিয়নmap
Remove ads

বায়েক বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলার একটি ইউনিয়ন। ২০১৮ সালে বায়েক ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়।[]

দ্রুত তথ্য বায়েক, ১০নং বায়েক ইউনিয়ন পরিষদ ...
Thumb
মানচিত্র
Remove ads

আয়তন

বায়েক ইউনিয়নের আয়তন ৬,২৮২ একর (২৫.৪২ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বায়েক ইউনিয়নের মোট জনসংখ্যা ২৯,৯৭৪ জন। এর মধ্যে পুরুষ ১৪,৪৪২ জন এবং মহিলা ১৫,৫৩২ জন। মোট পরিবার ৫,৯৩২টি।[] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,১৭৯ জন।[]

ইতিহাস

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত সালদানদী তীরে অবস্থিত বায়েক ইউনিয়ন। উক্ত ইউনিয়নে মহান মুক্তিযুদ্ধের সময় এখানে অনেক মুক্তিযুদ্ধা ও নিরহ মানুষ তাদের বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে । তা ছাড়া এখানে রয়েছে দেশের রাষ্ট্রীয় প্রাকৃতিক সম্পদ গ্যাস। রয়েছে ভাষা আন্দোলনের স্মৃতি সংবলিত স্মৃতিসোধ ।

অবস্থান ও সীমানা

কসবা উপজেলার সর্ব-দক্ষিণে বায়েক ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পূর্বে কায়েমপুর ইউনিয়ন, পশ্চিমে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নচান্দলা ইউনিয়ন, দক্ষিণে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নভারতের ত্রিপুরা রাজ্য এবং পূর্বে ও উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

বায়েক ইউনিয়ন কসবা উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কসবা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বায়েক ইউনিয়নের সাক্ষরতার হার ৪৮%।[]

শিক্ষা প্রতিষ্ঠান

  • মাদলা সরকারী প্রথমিক বিদ্যালয়।
  • গোপীনগর-বেলতলী সরকারী প্রাথমিক বিদ্যালায়।
  • বেলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • খাদলা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • রাজভলভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • কোনাঘাটা চান্দঁ মিয়া ভুঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়।
  • বায়েক আলহাজ্ব শাহ আলম কলেজ।
  • সোনার বাংলা এডভোকেট সিরাজুল হক উচ্চ বিদ্যালয়।
  • রাবেয়া মান্নান ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়।
  • জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • কাশিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • বায়েক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • চারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • গৌরাঙ্গুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • বিদ্যানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • জাকারিয়া টেকনিক্যাল স্কুল।
  • শেরে বাংলা উচ্চ বিদ্যালয়।
  • বালিয়াহুড়া কেকেআর কিন্ডারগোর্টেন স্কুল।
  • কৈখলা ফিরোজা-মতিন কিন্ডারগোর্টেন স্কুল।
  • সাঈদীয়া আব্দুল গণি নুরানি হাফেজী মাদরাসা, নয়নপুর বাজার।
  • জামিয়া কারিমিয়া সিরাজুল উলূম মাদরাসা,নয়নপুর।
  • ট্যালেন্ট প্রি ক্যাডেট স্কুল, নয়নপুর
  • স্পাহানী এস কিন্ডার গার্টেন স্কুল, বায়েক
  • আম্বিয়া শিশু একাডেমী, খাদলা
Remove ads

যোগাযোগ ব্যবস্থা

রেল পথ-০৩ কিলো মিটার,

নৌ পথ: সালদা নদী, বিজনা নদী

সড়ক পথ:১০০কি:মি পাকা সড়ক

রেলপথ, সড়ক পথ ও নদী পথ

খাল ও নদী

বায়েক ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে অনেক খাল ও নদী। যা উক্ত ইউনিয়নের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। তেমনি দুটি নদী হলো সালদা নদীবিজনী নদী।তাছাড়া সাগরতলা খেলার মাঠের পাশ দিয়ে বয়ে চলেছে এক প্রাচীন ঐতিহ্যবাহী খাল। স্বাদু পানির এসব খাল ও নদীর মাছ স্থানীয় লোকজনের মাছের চাহিদা মেটায়।

হাট-বাজার

  • নয়নপুর বাজার
  • বালিয়াহুড়া বাজার
  • মাদলা বাজার
  • অষ্টজঙ্গল বাজার
  • খাদলা বাজার
  • মন্দভাগ বাজার
  • সাগরতলা -হরিপুর -কোল্লাপাথর বাজার
  • হাজী মার্কেট, কোল্লাপাথর
  • গফুর প্লজা, দলিমূড়া

দর্শনীয় স্থান

  • কোনাঘাটা মা ও শিশু কল্যাণ কেন্দ্র
  • কোল্লাপাথর শহীদ মিনার
  • সালদা গ্যাস ক্ষেত্র
  • সাগরতলা খেলার মাঠ।
  • সম্মুখ সমরের স্মৃতিস্তম্ভ, কৈখলা।
  • বিজনানদী, বিল ও সীমান্তবর্তী পাহাড় (বালিয়াহুড়া, কাশিরামপুর ও ধূপাখোলা)।
  • মাদলা কাজল চৌমুহনী
  • মাদলা গফুর প্লাজা
  • পুটিয়া ব্রীজ
  • গোপীনগর মাদলা পিপলস পোল্ট্রি
  • সোনার বাংলা উচ্চ বিদ্যালয়,মাদলা
  • ফজলু মুন্সীর মাজার

জনপ্রতিনিধি

১) বিল্লাল হোসেন , চেয়ারম্যান ১০ নং বায়েক ইউনিয়ন পরিষদ

২) মোঃ ফুল মিয়া - ১০ নং বায়েক ইউনিয়ন পরিষদ ০১ নং ওয়ার্ড- মেম্বার

৩) মোঃ আলমগীর হোসাইন- ১০ নং বায়েক ইউনিয়ন পরিষদ ০২ নং ওয়ার্ড- মেম্বার

৪) মোঃ মাকবুল হোছাইন- ১০ নং বায়েক ইউনিয়ন পরিষদ ০৩ নং ওয়ার্ড- মেম্বার[]

৫) মোঃ আশেকুর রহমান- ১০ নং বায়েক ইউনিয়ন পরিষদ ০৪ নং ওয়ার্ড- মেম্বার

৬) মোঃ রফিকুল ইসলাম- ১০ নং বায়েক ইউনিয়ন পরিষদ ০৫ নং ওয়ার্ড- মেম্বার

৭) মোঃ তাজুল ইসলাম- ১০ নং বায়েক ইউনিয়ন পরিষদ ০৬ নং ওয়ার্ড- মেম্বার

৮) মোঃ নিজাম উদ্দিন- ১০ নং বায়েক ইউনিয়ন পরিষদ ০৭ নং ওয়ার্ড- মেম্বার

৯) মোঃ নাজমুল হাসান- ১০ নং বায়েক ইউনিয়ন পরিষদ ০৮ নং ওয়ার্ড- মেম্বার

১০) মোঃ আলী আশ্রাফ- ১০ নং বায়েক ইউনিয়ন পরিষদ ০৯ নং ওয়ার্ড- মেম্বার

১১) রাবেয়া আক্তার- সংরক্ষিত মহিলা আসন- ১,২,৩ নং ওয়ার্ড

১২) খোদেজা আক্তার আইবি- সংরক্ষিত মহিলা আসন- ৪,৫,৬ নং ওয়ার্ড

১৩) নাজমা বেগম- সংরক্ষিত মহিলা আসন- ৭,৮,৯ নং ওয়ার্ড

Remove ads

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads