শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

কার্গিল

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কার্গিলmap
Remove ads

কার্গিল ভারতের লাদাখ অঞ্চলের কার্গিল জেলার একটি শহর। লেহের পরে এটি লাদাখের দ্বিতীয় বৃহত্তম শহর।[] এটি যথাক্রমে পশ্চিমে দ্রাসশ্রীনগর থেকে ৬০ কিমি এবং ২০৪ কিলোমিটার দূরে অবস্থিত, লেহ থেকে ২৩৪ কিলোমিটার পূর্ব, পাদুম থেকে ২৪০ কিমি দক্ষিণে এবং দিল্লি থেকে ১,০৪৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

দ্রুত তথ্য কার্গিল, দেশ ...
Remove ads

ভৌগোলিক অবস্থান

কার্গিল শহরের গড় উচ্চতা ২,৬৭৬ মিটার (৮,৭৮০ ফুট) এবং সরু নদীর তীরে অবস্থিত। কার্গিল শহর শ্রীনগর থেকে ২০৪ কিলোমিটার (১২৭ মাইল) দূরে অবস্থিত,[] শহরের উত্তরাঞ্চল জুড়ে এলওসি অবস্থিত। হিমালয়ের অন্যান্য স্থানের মতো কার্গিলে নাতিশীতোষ্ণ জলবায়ু হয়েছে। গ্রীষ্মকাল শীতল রাতের সাথে উষ্ণ হয়, শীতকাল দীর্ঘ এবং তাপমাত্রা -৪৮ ডিগ্রি সেলসিয়াস (-৫৪ ডিগ্রী ফারেনহাইট) হয়।[]

যোগাযোগ

কার্গিল বিমানবন্দর শহর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত একটি অ-পরিচালনাবিহীন বিমানবন্দর। বিমানবন্দরটি UDAN স্কিমে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং অদূর ভবিষ্যতে এটি চালু করার প্রস্তাব করা হয়েছে। নিকটতম কর্মক্ষম বিমানবন্দর হল শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর।

শ্রীনগর থেকে লেহ সংযোগকারী একটি ভারতীয় জাতীয় মহাসড়ক (NH 1) কার্গিলের মধ্য দিয়ে কেটেছে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads