শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

যানবাহন নিবন্ধন প্লেট

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

যানবাহন নিবন্ধন প্লেট (যা নাম্বার প্লেট নামেও পরিচিত) হল একটি ধাতব বা প্লাস্টিকের প্লেট যা যানবাহন শনাক্তকরণের জন্য যুক্ত থাকে।

প্রায় সকল দেশেই বাণিজ্যিক সড়কযান যেমন: গাড়ি, ট্রাক, এবং মোটরসাইকেলের জন্য নিবন্ধন প্লেট আবশ্যক। তবে বাইসাইকেল, নৌকা বা ট্রাক্টরের মতো অন্যান্য যানবাহনের জন্য নিবন্ধন প্লেটের প্রয়োজনীয়তা নির্ভর করে সংশ্লিষ্ট বিচার ব্যবস্থার উপর।

নিবন্ধন শনাক্তকারী হচ্ছে একটি সংখ্যাসূচক বা বর্ণ-সংখ্যাসূচক পরিচয় যার দ্বারা নির্দিষ্ট অঞ্চলের যানবাহন বা মালিককে মৌলিকভাবে চিহ্নিত করা যায়। কিছু দেশে এই শনাক্তকারী পুরো দেশের মধ্যে অনন্য হয়, আবার কিছু দেশে তা রাজ্য বা প্রদেশের মধ্যে মৌলিক হয়। যেমন: বাংলাদেশের ঢাকা মেট্রো খ ১২-৮৯৪৬ যানবাহন নিবন্ধন প্লেটে ‘ঢাকা মেট্রো’ দ্বারা বোঝানো হয়েছে গাড়িটি ঢাকা মেট্রোপলিটন এলাকার আওতাধীন, খ দিয়ে বোঝাচ্ছে গাড়িটি ১০০০-১৩০০ সিসি প্রাইভেটকার। পরবর্তী ‘১২’ হচ্ছে গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার এবং ‘৮৯৪৬’ হচ্ছে গাড়ির সিরিয়াল নাম্বার।[][]

Remove ads

ইতিহাস

ফ্রান্সে প্রথম যানবাহন নিবন্ধন প্লেট চালু হয়। ১৮৯৩ সালের ১৪ আগস্ট প্যারিস পুলিশ অধ্যাদেশ কার্যকর হওয়ার মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়।[] এরপর ১৮৯৬ সালে জার্মানি নিবন্ধন প্লেট চালু করে।[] ১৮৯৮ সালে নেদারল্যান্ডস সর্বপ্রথম জাতীয় পর্যায়ে নিবন্ধন প্লেট চালু করে, যার নাম ছিল ড্রাইভিং পারমিট। শুরুতে এই প্লেটগুলো শুধু ক্রমানুসারে ১ থেকে শুরু করে নম্বরযুক্ত ছিল। তবে ১৯০৬ সালে এই ব্যবস্থা পরিবর্তন করা হয়।

Remove ads

আরও দেখুন

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads