শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
কালিম্পং মহকুমা
পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি মহকুমা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
কালিম্পং মহকুমা পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি মহকুমা। এই মহকুমাটি কালিম্পং পুরসভা এবং কালিম্পং-১, কালিম্পং-২ ও গোরুবাথান ব্লক তিনটি নিয়ে গঠিত। এই ব্লকে ৪২টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। কালিম্পং এই মহকুমার সদর শহর।
Remove ads
মহকুমা
কালিম্পং জেলায় রয়েছে একটি মাত্র মহকুমা:[৩][৪]

এলাকা
কালিম্পং পুরসভা ছাড়াও এই মহকুমা ৪২টি গ্রাম পঞ্চায়েত অবস্থিত। গ্রাম পঞ্চায়েতগুলি কালিম্পং-১, কালিম্পং-২ ও গোরুবাথান ব্লকের অধীনস্থ।[৫]
ব্লক

কালিম্পং-১ ব্লক
কালিম্পং-১ ব্লক ১৮টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বং, কালিম্পং, সামালবং, তিস্তা, ড. গ্রাহামস হোমস, নিম্ন এছায়, সামথার, নিমবং, ডুংরা, উচ্চ এছায়, সেওকবির, ভালুকহোপ, ইয়াংমাকুম, পাবরিংটার, সিনডেপং, কাফের কানকে বং, পুডুং ও তাশিডিং।[৫] কালিম্পং এই ব্লকের একমাত্র থানা।[৬] ব্লকের সদর কালিম্পং।[৭]
পেডং ব্লক
পেডং ব্লক ৬ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: লিংসেইখা, লিংসে, কাগে, কাশিয়ং, পেডং ও স্যাকিয়ং।
লাভা ব্লক
লাভা ব্লক ৭ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল:দালাপচন্দ, লোলে, গিতাব্লিং, লাআ-গিতাবেয়ং, পেয়ং, শাংসে ও শান্তুক।[৫] এই ব্লকে কোনো থানা নেই। [৬] ব্লকের সদর আলগড়া।[৭]
গোরুবাথান ব্লক
গোরুবাথান ব্লক ১১টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: দালিম, গোরুবাথান-২, পাটেংগোডাক, টোডেটাংটা, গোরুবাথান-১, কুমাই, পোখরেবং, স্যামসিং, আহালে, নিম ও রোঙ্গো।[৫] এই ব্লকে দুটি থানা রয়েছে। যথা, গোরুবাথান ও জলঢাকা।[৬] ব্লকের সদর ফাগু।[৭]
বিধানসভা কেন্দ্র
সীমানা পুনর্নির্ধারণ কমিশনের সুপারিশ অনুসারে পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্রগুলি যে সীমানা পুনর্নির্ধারিত হয়েছে, সমগ্র মহকুমাটি নিয়ে কালিম্পং বিধানসভা কেন্দ্র গঠিত হয়েছে। এই বিধানসভা দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[৮]
পাদটীকা
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads