শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

কিশোরগঞ্জ ইউনিয়ন

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কিশোরগঞ্জ ইউনিয়নmap
Remove ads

কিশোরগঞ্জ সদর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৭৩.৪৫.৫১।[]

দ্রুত তথ্য কিশোরগঞ্জ সদর, ৬নং কিশোরগঞ্জ ইউনিয়ন ...
Thumb
মানচিত্র
Remove ads

ইতিহাস

ভৌগোলিক অবস্থান ও আয়তন

নীলফামারী জেলা সদর হতে পূর্ব দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৫৬৮০ একর বা ২২.৯৯ বর্গকিলোমিটার।

প্রশাসনিক এলাকা

কিশোরগঞ্জ সদর ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।

গ্রামসমূহ হল:

  1. বাজেডুমরিয়া
  2. কেশবা
  3. গদা
  4. ছিট রাজিব
  5. মধ্য রাজিব
  6. দক্ষিণ রাজিব
  7. কিশোরগঞ্জ
  8. মুশা
  9. পুষনা

জনসংখ্যা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ৩৬৯৯৮ জন[], যার মধ্যে পুরুষ হল ১৭৮৬৫ জন এবং নারী হল ১৮১৩৩ জন।

শিক্ষা ও সংস্কৃতি

কিশোরগঞ্জ সদর ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৪১.০%। তার মধ্যে নারী শিক্ষার হার ৩৭.৭% এবং পুরুষ শিক্ষার হার ৪৪.৩%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে-

  • কিশোরগঞ্জ ডিগ্রি কলেজ (১৯৭২)
  • বড়ভিটা স্কুল এন্ড কলেজ
  • রণচন্ডী হাই স্কুল এন্ড কলেজ(১৯৬৫ এবং কলেজ ১৯৯৮)
  • কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯৩৯)
  • কিশোরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়
  • কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
  • শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ
  • ছিট রাজীব আদর্শ উচ্চ বিদ্যালয়(১৯৯৮)
  • মুশা পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
Remove ads

অর্থনীতি ও যোগাযোগ

কিশোরগঞ্জ সদর ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।

এই ইউনিয়নের যোগাযোগের রাস্তাসমূহ কাঁচা ও আধা-পাকা।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads