শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

রংপুর বিভাগ

বাংলাদেশের একটি প্রশাসনিক বিভাগ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

রংপুর বিভাগ
Remove ads

রংপুর বিভাগ বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগের একটি। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের ৮টি জেলা নিয়ে গঠিত। ২০১০ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারিতে বাংলাদেশের সপ্তম বিভাগ হিসেবে ঘোষিত হয়।[] রংপুর বিভাগের পূর্বে ভারতের আসামমেঘালয় রাজ্য এবং ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা, পশ্চিম ও উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং দক্ষিণে রাজশাহী বিভাগ অবস্থিত।

Thumb
রংপুর বিভাগীয় অফিসের অত্যাধুনিক অডিটরিয়াম
Thumb
মূলগেট
দ্রুত তথ্য রংপুর বিভাগ, দেশ ...
Remove ads

ইতিহাস

বাংলাদেশ সরকারের প্রশাসনিক পুনঃবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি ২০১০ সালের ২৫ জানুয়ারি রংপুরকে দেশের সপ্তম বিভাগ হিসেবে অনুমোদন দেয়। এর আগে ২০০৯ সালের ১৩ জুলাই মন্ত্রীসভার বৈঠকে রংপুরকে বিভাগ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এতে একটি কমিটি তৈরি করা হয় এবং কমিটি ২১ জুলাই তারিখে প্রতিবেদন জমা দেয়।[] তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ জানুয়ারি ২০২২ এ এক ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। বিভাগীয় অফিসটি মোট ১৫ একর জমিতে প্রতিষ্ঠিত।[][]

Remove ads

প্রাচীন শাসনঞ্চল

সম্রাট আকবর এর সেনাপতি মানসিং ১৫৭৫ সালে এই রংপুর অঞ্চল কারায়ত্ত করেন। ১৬৮৬ সাল নাগাদ পুরো রংপুর অঞ্চল মোগল সাম্রাজের অধীনে চলে যায়। কুড়িগ্রামে অবস্থিত মোঘলবাসা, মোঘলহাট এখনো তার স্মৃতি বহন করে। তখন মূলত শাসনাঞ্চল ২ ভাগে ভাগ ছিল৷ এক অংশ নিয়ন্ত্রণ করত ঘোড়াঘাটের সরকার এবং অন্যাংশ ছিল পিঞ্জিরার সরকার। ঘোড়াঘাট ও রংপুরের এই শাসন ব্যবস্থার মূল নিয়ন্ত্রণকর্তা ছিল রিয়াজ-আস-সালাতিন। কোম্পানি শাসনের শুরুতে রংপুরের মিঠাপুকুর, পীরগাছাপীরগঞ্জসহ বেশকিছু অঞ্চলে ফকির-সন্ন্যাসী বিদ্রোহ সহ অনেক বিদ্রোহ সংঘটিত হয়।[]

Remove ads

জেলাসমূহ

৮টি জেলা নিয়ে গঠিত এই বিভাগটি; এগুলো হলো:

  1. কুড়িগ্রাম
  2. গাইবান্ধা
  3. ঠাকুরগাঁও
  4. দিনাজপুর
  5. নীলফামারী
  6. পঞ্চগড়
  7. রংপুর
  8. লালমনিরহাট
আয়তন অনুযায়ী রংপুর বিভাগের জেলাসমূহ
  1. দিনাজপুর (২১.০৪৭%)
  2. রংপুর (১৪.৬৬৬%)
  3. কুড়িগ্রাম (১৩.৭১৬%)
  4. নীলফামারী (১০.০৪%)
  5. ঠাকুরগাঁও (১১.০৫৫%)
  6. গাইবান্ধা (১৩.৩১৪%)
  7. পঞ্চগড় (৮.৫৮১%)
  8. লালমনিরহাট (৭.৫৮১%)

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads