শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

কুলিয়া ইউনিয়ন, দেবহাটা

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কুলিয়া ইউনিয়ন, দেবহাটাmap
Remove ads

কুলিয়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার একটি ইউনিয়ন, প্রশাসনিক এলাকা। [][]

দ্রুত তথ্য কুলিয়া, ১নং কুলিয়া ইউনিয়ন পরিষদ। ...
Thumb
মানচিত্র
Remove ads

অবস্থান ও সীমানা

কুলিয়া ইউনিয়নেরর উত্তরে আলীপুর ইউনিয়ন,দক্ষিণে পারুলিয়া ইউনিয়ন,পূর্বে ফিংড়ী ইউনিয়ন এবং ভোমরা যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোল ঘেষে অবস্থিত।

ইতিহাস

কুলিয়া ইউনিয়নে সাতক্ষীরা জমিদারদের গুরুঠাকুরগন বাস করতেন যে কারণে এখানকার ডাকঘর ও একটি গ্রামের নাম গুরুগ্রাম।

প্রশাসনিক এলাকা

  • বহেরা,
  • বালিয়াডাঙ্গা,
  • হিরারচক,
  • পুষ্পকাটি,
  • খাসখামার,
  • উ:কুলিয়া,
  • দ:কুলিয়া,
  • পূর্ব কুলিয়া,
  • দত্তডাঙ্গা,
  • কামট পাড়া,
  • কুলতলী,
  • সুবর্ণাবাদ,
  • নুনেখোলা,
  • রঘুনাথপুর,
  • রামনগর,
  • টিকেট,
  • হিজলডাঙ্গা,
  • দেউকুল,
  • গবিন্দপুর,
  • পারগাভা,
  • রাজারাম,
  • শশাডাঙ্গা,
  • শ্যামনগর,
  • গোবরাখালী,
  • ভেন্নাপোতা,
  • বড়বড়িয়া,
  • ঢালীর ঘের,
  • আন্দুলপোতা,
  • কদমখালী,
  • চরবালিথা,
  • বিল শিমুলবাড়ীয়া,
  • জেলমারী,
  • কড়েমারী।

আয়তন ও জনসংখ্যা

আয়তনঃ ৫৯.৪৯ বর্গ কি:মি:। জনসংখ্যাঃ ৩৫,১৫৪ জন। পুরুষ ১৭,৯৪৯ জন, মহিলা ১৭,২০৫ জন, মুসলমান ২৬,৩৭৪ জন, হিন্দু ৬৩৭৫ জন, অন্যান্য ২৩৯৩ জন।

শিক্ষা

শিক্ষার হার :  ৮৬.০৪%

শিক্ষা প্রতিষ্ঠান

  • প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৮টি
  • মাধ্যমিক বিদ্যালয় ০২টি
  • মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১টি
  • দাখিল মাদ্রাসা ৩টি
  • উপ-আনুষ্ঠানিক বিদ্যালয় ৩৭টি
  • জামে মসজিদ ৪৮টি

দর্শনীয় স্থান

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

জনপ্রতিনিধি

বর্তমান চেয়ারম্যান- মোঃ আছাদুল হক ()

আরও তথ্য ক্রমিক নং, চেয়ারম্যানগণের নাম ...

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads