শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
খড়গপুর–বাঁকুড়া–আদ্রা রেলপথ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
খড়গপুর–বাঁকুড়া–আদ্রা রেলপথ মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলার একটি অংশ। এটি খড়গপুরকে পূর্ব ভারতের আদ্রা এবং বাঁকুড়ার সাথে সংযুক্ত করে [৫] এবং হলদিয়া বন্দরে লোহা আকরিক, কয়লা এবং ইস্পাত পণ্য পরিবহনের জন্য একটি প্রধান মালবাহী রেলপথ হিসাবে কাজ করে।
Remove ads
ইতিহাস
খড়গপুর-মেদিনীপুর শাখা লাইনটি ১৯০১ সালে খোলা হয়েছিল। [৬] বাঁকুড়া জেলা পাড়ি দিয়ে বেঙ্গল নাগপুর রেলপথের মেদিনীপুর-ঝরিয়া সম্প্রসারণটি প্রায় ১৯০৩-০৪ সালে খোলার হয়। [৭] বিএনআর-এর খড়গপুর-গোমোহ বিভাগটি ১৯০৩ সালের ফেব্রুয়ারিতে ভোজুদিহ পর্যন্ত চালু হয়। [৮]
বৈদ্যুতীকরণ
আদ্রা থেকে ভেদুয়াসোল পর্যন্ত ১৯৯৭-৯৮ সালে বিদ্যুতায়িত হয় এবং ১৯৯৮-৯৯ সালে ভেদুয়াসোল থেকে শালবনী পর্যন্ত রেলপথ বিদ্যুতায়িত হয়। [৯]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads