শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
ঘোষ (পদবি)
বাঙালি হিন্দু পদবি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
ঘোষ হলো একটি বাঙালি পদবি যা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার বাঙালি হিন্দু সম্প্রদায় দ্বারা ব্যবহৃত হয়।
ঘোষরা প্রধানত বাঙালি কায়স্থ সম্প্রদায়ভুক্ত। বাঙালি কায়স্থরা পঞ্চম বা ষষ্ঠ শতাব্দী থেকে একাদশ বা দ্বাদশ শতাব্দীর মধ্যে কর্মকর্তা বা লেখকদের শ্রেণী থেকে বর্ণ হিসাবে বিবর্তিত হয়েছিল, এর বেশিরভাগই হলো ক্ষত্রিয় ও ব্রাহ্মণ।[১] ঘোষদেরকে বসু, গুহ (বঙ্গজ) ও মিত্রের সাথে সৌকলিন গোত্রের কুলীন কায়স্থ হিসেবে বিবেচনা করা হয়।[২]
তবে বঙ্গদেশের সদগোপ ও গোয়ালারাও ঘোষ পদবি ব্যবহৃত করে।[৩][৪][৫]
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads