শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

জঙ্গীপুর

মুর্শিদাবাদ জেলার অবস্থিত সদর শহর ও একটি পৌরসভা এলাকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

জঙ্গীপুরmap
Remove ads

জঙ্গীপুর বা জাহাঙ্গীরপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর তীরে অবস্থিত সদর শহর ও একটি পৌরসভা এলাকা। জঙ্গীপুর পৌরসভার ওয়ার্ড সংখ্যা ২১টি। এই শহরটি মুঘল সম্রাট জাহাঙ্গীর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। জঙ্গিপুর ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল।

দ্রুত তথ্য জঙ্গীপুর জাহাঙ্গীরপুর, দেশ ...
Remove ads

ভৌগোলিক তথ্য

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৪.৪৭° উত্তর ৮৮.০৭° পূর্ব / 24.47; 88.07। সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ১১ মিটার (৩৬ ফুট)।

ইতিহাস

মুঘল সম্রাট জাহাঙ্গীর এই শহরটি পত্তন করেন ও এখানে একটি সেনানিবাস স্থাপন করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে এই শহরটি একটি গুরুত্বপূর্ণ রেশম বাণিজ্য কেন্দ্র ছিল ও এখানকার জঙ্গীপুরী রেশম খুব বিখ্যাত ছিল।[]

জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জঙ্গীপুর পৌরসভার মোট জনসংখ্যা ৮৮,১৬৫ জন, যার মধ্যে ৪৪,৯৪৯ জন পুরুষ এবং ৪৩,২১৬ জন নারী। এই শহরের সাক্ষরতার হার ৭৯.২৪ শতাংশ। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৩.৩৩% এবং নারীদের মধ্যে এই হার ৭৪.৯৯%। এখানকার লিঙ্গানুপাত হল প্রতি ১০০০ জন পুরুষে ৯৬১ জন নারী।[]

২০১১ সালের ভারতীয় আদমশুমারি অনুযায়ী জঙ্গীপুর শহুরে সমৃদ্ধির জনসংখ্যা ১,২২,৮৭৫ জন, যার মধ্যে ৬২,৭৩৪ জন পুরুষ এবং ৬০,১৪১ জন নারী। এখানকার সাক্ষরতার হার ৭৫.৭১ শতাংশ।

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে জঙ্গীপুর পৌরসভার জনসংখ্যা ছিল ৭৪,৪৬৪ জন। এর মধ্যে ৩৮,১৮৫ জন পুরুষ এবং ৩৬২৭৯ জন নারী। তখন এখানের সাক্ষরতার হার ছিল ৬২ শতাংশ। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৬৮% এবং নারীদের মধ্যে সেই হার ৫৬%।

যোগাযোগ ব্যবস্থা

শিক্ষা ব্যবস্থা

স্বাস্থ্য পরিষেবা

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads