শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
জ্ঞানবাদ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
জ্ঞানবাদ (গ্রিক: γνωστικός) হলো ধর্মীয় ধারণা ও পদ্ধতির সংগ্রহ যা প্রথম শতাব্দীর শেষের দিকে আদি খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে একত্রিত হয়। বৈচিত্র্যময় গোষ্ঠীগুলি ব্যক্তিগত আধ্যাত্মিক জ্ঞানের উপর জোর দিয়েছে আদি-সনাতন শিক্ষা, ঐতিহ্য এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃত্বের উপরে।
![]() | এই নিবন্ধ বা অনুচ্ছেদটি পরিবর্ধন বা বড় কোনো পুনর্গঠনের মধ্যে রয়েছে। এটির উন্নয়নের জন্য আপনার যে কোনো প্রকার সহায়তাকে স্বাগত জানানো হচ্ছে। যদি এই নিবন্ধ বা অনুচ্ছেদটি কয়েকদিনের জন্য সম্পাদনা করা না হয়, তাহলে অনুগ্রহপূর্বক এই টেমপ্লেটটি সরিয়ে ফেলুন। ১২ দিন আগে InternetArchiveBot (আলাপ | অবদান) এই নিবন্ধটি সর্বশেষ সম্পাদনা করেছেন। (হালনাগাদ) |

জ্ঞানবাদী সৃষ্টিতত্ত্ব সাধারণত সর্বোচ্চ, লুকানো ঈশ্বর ও দুষ্ট নিকৃষ্টতর দেবত্ব (কখনও কখনও হিব্রু বাইবেলের দেবতা ইয়াহওয়েহ্-এর সাথে যুক্ত) এর মধ্যে পার্থক্য উপস্থাপন করে,[১] যিনি বস্তুজগৎ সৃষ্টিতে আরোপিত৷ ফলস্বরূপ, জ্ঞানবাদীরা বস্তুগত অস্তিত্বকে ত্রুটিপূর্ণ বা মন্দ হিসেবে বিবেচনা করত এবং পরিত্রাণের প্রধান উপাদানটিকে লুকানো দেবত্বের প্রত্যক্ষ জ্ঞান বলে মনে করত, যা অতীন্দ্রিয় বা রহস্যময় অন্তর্দৃষ্টির মাধ্যমে অর্জিত হয়। অনেক জ্ঞানবাদী পাঠ্য পাপ ও অনুতাপের ধারণা নিয়ে নয়, কিন্তু বিভ্রম ও দীপনের সাথে সম্পর্কিত।[২] কিছু পণ্ডিত বলেন জ্ঞানবাদী দৃষ্টিকোণ থেকে জ্ঞানবাদে যিশু সম্পর্কে ঐতিহাসিক তথ্য থাকতে পারে,[৩] যদিও সংখ্যাগরিষ্ঠরা প্রধানত উপসংহারে পৌঁছান যে অপ্রামাণিক উৎস, জ্ঞানবাদী বা না, যাজকীয়ের চেয়ে পরে এবং অনেকগুলি, যেমন থমাসের সুসমাচার, সারসংক্ষেপিত সুসমাচারের উপর নির্ভর করে বা ব্যবহার করে।[৪] [৫][৬]
Remove ads
তথ্যসূত্র
উৎস
আরও পড়ুন
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads