শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
টেট্রাগ্রামাটোন
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
টেট্রাগ্রামাটোন[টীকা ১] হলো চার বর্ণের হিব্রু থিয়নিম יהוה (ইয়হওহ্ বা ইয়হবহ্ হিসাবে প্রতিবর্ণীকরণকৃত), হিব্রু বাইবেলে ঈশ্বরের নাম। চারটি অক্ষর, ডান থেকে বামে নিবন্ধিত ও পঠিত (হিব্রুতে), হলো ইয়ওদহ্, হে, ওয়াও ও হে।[১] নামটি ক্রিয়াপদ থেকে উদ্ভূত হতে পারে যার অর্থ হওয়া, অস্তিত্বে প্রভৃতি।[২] নামের গঠন ও ব্যুৎপত্তি সম্পর্কে কোনো ঐক্যমত না থাকলেও, ইয়াহওয়েহ্ রূপটি সর্বজনীনভাবে বাইবেলের এবং সেমেটিক ভাষাবিজ্ঞানের পণ্ডিতদের মধ্যে গৃহীত হয়েছে,[টীকা ২] যদিও বাচালতা যিহোবাহ্ এর ব্যাপক ব্যবহার অব্যাহত রয়েছে।[৩][৪][৫]

তোরাহের পুস্তক এবং এসথের ব্যতীত হিব্রু বাইবেল, এক্কলেসিয়াস্তেস, এবং (শ্লোক ৮:৬-এ יה এর সম্ভাব্য উদাহরণ সহ) গাথার সঙ্গীতে উল্লেখ্য হিব্রু উপাধিটি রয়েছে।[৪] পর্যবেক্ষক ইহুদি এবং তালমুদীয় ইহুদিরা יהוה বা উচ্চস্বরে প্রস্তাবিত প্রতিলিপিকরণ রূপ যেমন ইয়াহওয়েহ্ বা যিহোবাহ্ উচ্চারণ করে না; পরিবর্তে তারা এটিকে ভিন্ন শব্দ দিয়ে প্রতিলিপিকরণ করে, ইস্রায়েলীয় ঈশ্বরকে সম্বোধন বা উল্লেখ করে। হিব্রুতে প্রার্থনায় প্রতিলিপিকরণ হলো אֲדֹנָי (অ্যাদোনাই) বা אֱלֹהִים (এলোহিম) এবং দৈনন্দিন কথাবার্তায় הַשֵּׁם (হাশেম)।
Remove ads
টীকা
- Pronounced /ˌtɛtrəˈɡræmətɒn/ TET-rə-GRAM-ə-ton; প্রাচীন গ্রিক τετραγράμματον '[consisting of] four letters'. Also known as the Tetragram.
- The form Yahweh is also dominant in Christianity, but is not used in Islam or Judaism.
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads