শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
শিরোপা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
শিরোপা বলতে বর্তমানে এমন এক ধরনের বস্তুকে বোঝায়, যেটিকে কোনও ক্রীড়া প্রতিযোগিতা বা নির্দিষ্ট কোন বিষয়ে পারঙ্গমতা, দক্ষতা, সেবা প্রদানের স্বীকৃতি কিংবা শ্রেষ্ঠত্ব প্রদর্শনের সুবাদে বিজয়ী ব্যক্তি বা দলকে পুরস্কার কিংবা মর্যাদাবাহী বিজয়স্মারক হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।[১] একে ইংরেজি পরিভাষায় ট্রফি (ইংরেজি: Trophy ট্রোফি) বলা হয়। শিশু পর্যায় থেকে শুরু করে পেশাদারী পর্যায়ের প্রতিযোগিতায় বর্তমানে এরূপ শিরোপার ব্যবহার প্রচলিত। সচরাচর বিশ্বকাপ ফুটবল, ক্রিকেট কিংবা ডেভিস কাপের মতো ক্রীড়াক্ষেত্রেও শিরোপা প্রদান করা হয়ে থাকে। কাপ, বাটি, ফলক, মগ, ইত্যাদি আকৃতির শিরোপার গায়ে নকশা ও পাঠ্য অঙ্কন কিংবা খোদাই করা থাকে। অনেক ক্রীড়া প্রতিযোগিতায় শিরোপার পাশাপাশি কিংবা শিরোপার পরিবর্তে পদকও প্রদান করা হয়ে থাকে। এছাড়া এমি পুরস্কার, হুগো পুরস্কারের মতো প্রতিযোগিতায় মানব কিংবা মহাকাশযানের আকৃতি অনুসরণ করে শিরোপা প্রস্তুত করা হয়।


পশুর মাথা দিয়েও শিরোপা নির্মিত হতে পারে। এ জাতীয় শিরোপা সাধারণত পশু শিকারীকে প্রদান করা হয়।
Remove ads
ইতিহাস
সারাংশ
প্রসঙ্গ
বাংলায় প্রচলিত "শিরোপা" বা "শিরপা" শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে, যার অর্থ "মাথা (শির) থেকে পা পর্যন্ত", যা ছিল রাজদরবারে সম্মানার্থে প্রদত্ত মর্যাদাবাহী পোশাক, যা মাথা থেকে পা পর্যন্ত আলম্বিত থাকত। এছাড়া শিরোপা বলতে মাথায় পরিয়ে দেয়া বিশেষ বিশেষ পাগড়িকেও বোঝাতো।[২]
প্রাচীন গ্রীসের যুদ্ধক্ষেত্রে বিজয়ের স্মারক চিহ্নরূপে শিরোপাকে নির্দেশ করা হতো। ঐ সময়ে লোকেরা যুদ্ধক্ষেত্র থেকে অন্য ব্যক্তির মাথা কিংবা শরীরের অংশবিশেষ নিয়ে নিজ এলাকা কিংবা রাজ্যে ফিরে আসতো ও গাছে ঝুলিয়ে রাখতো। এর মাধ্যমে একজন ভাল ও শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে নিজেকে সর্বসমক্ষে তুলে ধরতো। প্রায়শই এজাতীয় শিরোপাগুলোর কথকতা যুদ্ধর গল্পে তুলে ধরাসহ বিভিন্ন দেব-দেবীর নামে উৎসর্গ করা হতো। নৌবিজয়ের প্রেক্ষিতেও শিরোপা প্রদান করা হতো। শিরোপা ধ্বংস করাকে একজাতীয় অসম্মান বা অপবিত্র করার সামিল হিসেবে গণ্য করা হতো।[৩]
প্রাচীন রোমানরা তাদের শিরোপাগুলো নিজ গৃহে যত্নসহকারে সংরক্ষণ করা হতো। এ সমস্ত শিরোপা জাঁকজমকপূর্ণভাবে তৈরী করতে স্তম্ভ এবং তোরণের সাহায্য নেয়া হতো।[৪]
১৫৫০ সালে শিরোপার ইংরেজি পরিভাষা "ট্রফি" শব্দটি ইংরেজি ভাষায় প্রথম উল্লেখ করা হয়, যেটি ১৫১৩ সালে ফরাসি ভাষার ত্রোফে (যুদ্ধের পুরস্কার), লাতিন ভাষার ত্রোফেউম (বিজয়ের স্মারক), গ্রিক ভাষার ত্রোপাইয়ন (τρόπαιον) থেকে এসেছে।[৫] ট্রোপাইয়স অর্থ পরাজিত করা কিন্তু পরবর্তীতে এটি পরিবর্তনের জন্য,[৬] যা ট্রপি (ঘুরে দাঁড়ানো, পরিবর্তন) [৭] এবং ক্রিয়া হিসেবে ট্রিপো (পরিবর্তন করা) থেকে উদ্ভূত।[৮][৯]
Remove ads
প্রকারভেদ
সারাংশ
প্রসঙ্গ
![]() | এই অনুচ্ছেদ অংশটির রচনাশৈলী সংশোধনের প্রয়োজন হতে পারে। |
বিশেষ বৈশিষ্ট্যের মানবচিত্র নিয়ে একাডেমী পুরস্কার অস্কারের জন্য শিরোপা তৈরী করা হয়েছে। বৈজ্ঞানিক কল্পকাহিনীর জন্যে হুগো পুরস্কারে মহাকাশযানের চিত্র ব্যবহার করা হয়েছে।
শিকারের শিরোপা (হান্টিং ট্রফি) পশু শিকারে উল্লেখযোগ্য সফলতার জন্য দেয়া হয়। শিরোপা হিসেবে সাধারণত পশুর মাথা দেয়া হয় এবং তা দেয়ালে ঝুলিয়ে রাখা হয়।
পানীয় ধারণের উপযোগী ও আকৃতির উইম্বলডন চ্যাম্পিয়নশিপে লাভিং কাপ প্রদান করা হয় পুরুষ এককে এবং রৌপ্য দিয়ে নির্মিত বৃহদাকৃতির সিলভার প্লেট দেয়া হয় মহিলা এককের চ্যাম্পিয়নধারীকে। তন্মধ্যে লাভিং কাপের আকৃতি ভিন্নরূপ। এতে দুই বা ততোধিক প্রান্তে হাতল রয়েছে যা রূপা দিয়ে তৈরী করা হয়েছে।
১৯৭৪ সাল থেকে ফিফা বিশ্বকাপ জয়ী দলকে ফিফা বিশ্বকাপ শিরোপা প্রদান করা হচ্ছে। এ শিরোপার পূর্বে বিজয়ী দলকে জুলে রীমে শিরোপা প্রদান করা হতো। ফিফা বিশ্বকাপ প্রবর্তনের পর থেকে ১৯৪৯ সাল পর্যন্ত এ শিরোপাকে শুধু ভিক্তোয়ার নামে অভিহিত করা হতো। উভয় শিরোপাই জনসমক্ষে বিশ্বকাপ নামে পরিচিত হয়ে আছে। ১৯৭০ সালে ব্রাজিল ফিফা বিশ্বকাপ তিন বার জয় করায় জুল রিমে শিরোপা চিরতরে নিজ দেশে নিয়ে যায়।
রাগবি খেলার অন্যতম আকর্ষণ রাগবি লীগের প্রাচীনতম নক-আউটভিত্তিক প্রতিযোগিতা হিসেবে চ্যালেঞ্জ কাপ অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা দেশগুলোর মধ্য থেকে কিছুসংখ্যক দেশ বিশেষ করে উন্নয়নশীল দেশ এবং বিশ্ববিদ্যালয়ের দলগুলোয় শৌখিন খেলোয়াড় অংশ নিয়ে থাকে। অন্যদিকে রাগবি ইউনিয়নের বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণে ওয়েব এলিস কাপ প্রদান করা হয়। এছাড়াও, নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড-স্কটল্যান্ডের মধ্যকার বার্ষিক আকারে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীকে যথাক্রমে ব্লেডিসলো কাপ ও ক্যালকাটা কাপ প্রদান করা হয়।
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads