শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
৩১ ডিসেম্বর
তারিখ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
৩১ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬৫তম (অধিবর্ষে ৩৬৬তম) দিন। এটি সেন্ট সিলভেস্টার'স ডে,[১] নববর্ষের প্রাক্কালে বা পুরানো বছরের শেষ দিবস/রাত্রি নামেও পরিচিত যার পরের দিনটি হল নববর্ষের দিন। এটি বছরের শেষ দিন; পরের দিন ১ জানুয়ারি, যা পরের বছরের প্রথম দিন। একই সাথে এটি বছরের চতুর্থ এবং শেষ প্রান্তিকের শেষ দিন।
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
Remove ads
ঘটনাবলী
প্রাক ১৬০০
১৬০০ - ১৯০০
- ১৬০০ - ইংল্যান্ডের রাণী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্যের চার্টার প্রদান করেন।[৩]
- ১৮০২ - পেশোয়া দ্বিতীয় বাজিরাও ব্রিটিশ সরকারের আশ্রয় গ্রহণ করেন।
- ১৮২৭ - ইংরেজ ফার্মাসিস্ট জন ওয়াকার প্রথম দিয়াশলাই আবিষ্কার করেন।
- ১৮৩১ - কৃষ্ণধন মিত্রের সম্পাদনায় শিশুপাঠ্য মাসিক পত্রিকা ‘জ্ঞানোদয়’ প্রকাশিত হয়।
১৯০১ - বর্তমান
- ১৯০৬ - চীনের থুংমেং হুই দলের সদস্য লিউ তাওই চীনের ছাংশা শহরে গ্রেফতার হয়ে নিহত হন।
- ১৯১৬ - রাশিয়ার যাজক রাসপুটিন নিহত হন।
- ১৯২৫ - রুমানিয়ার রাজা দ্বিতীয় ক্যারোল পুত্রের স্বপক্ষে সিংহাসন ত্যাগ করেন।
- ১৯২৯ - জওহরলাল নেহরু ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উড়িয়ে ভারতীয় কংগ্রেসে ঘোষণা করেন ‘পূর্ণ স্বাধীনতাই ভারতের লক্ষ্য’।
- ১৯৪২ - স্টালিনগ্রাদের লড়াইয়ে জার্মান বাহিনী পরাজয় বরণ করে।
- ১৯৪৮ - কার্জন হলে পূর্ব-পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার পক্ষে তথ্যপূর্ণ হৃদয়স্পর্শী ভাষণ প্রদান করেন।
- ১৯৫৫ - যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের মন্টেগোমারি শহরে নারী রোসা পার্ক বাসে আসন বরাদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করে কারাগারে নিক্ষিপ্ত হন, যার প্রেক্ষিতে কৃষ্ণাঙ্গ নাগরিকরা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্ব আন্দোলনের সূচনা করেন ও জয়ী হন।
- ১৯৫৯ - একটি মার্কিন ক্ষেপণাস্ত্রে বসানো ক্যামেরা দিয়ে মহাশূণ্য থেকে প্রথম পৃথিবীর রঙ্গিন ছবি তোলা হয়েছিলো।
- ১৯৮৩ - AT&T বেল সিস্টেম যুক্তরাষ্ট্র সরকার ভেঙে দেয়।
- ১৯৮৭ - চীনের নৌবাহিনীর পারমাণবিক ডুবু জাহাজের প্রথম নৌযাত্রা সাফল্যের সঙ্গে সমাপ্ত হয় ।
- ১৯৮৮ - পরমাণু, অনাক্রমণ, বিমান পরিবহন ও সংস্কৃতি বিষয়ে ভারত-পাকিস্তান চুক্তি স্বাক্ষর।
- ১৯৮৯ - সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্রগুলোতে জাতীয়তাবাদী চেতনা চরমে ওঠার প্রেক্ষাপটে আজারবাইজান প্রজাতন্ত্রের জনগণ ইরানের সঙ্গে একত্রিত হবার জন্যে আন্দোলন শুরু করে।
- ১৯৯০ - ইংলিশ চ্যানেলের ১৩২ ফুট নিচে খনন কর্মীরা পাথর কেটে একটি গাড়ি চলাচলের মতো সুড়ঙ্গ তৈরি করে বৃটেন ও ফ্রান্সের মধ্যে প্রাথমিকভাবে সংযোগ স্থাপনে সক্ষম হন।
- ১৯৯৩ - হাংচৌ শহরে চীনের প্রথম ইলেক্ট্রোনিক সংবাদপত্রের জন্ম হয় ।
- ১৯৯৬ - ৭৪ বছর বয়স্ক বুট্রোস ঘালি ছিলেন প্রথম আফ্রিকা ব্যক্তি যিনি জাতিসংঘের মহসচিবের পদে দায়িত্ব পালন করেছেন।
- ১৯৯৯ - আমেরিকা কর্তৃক পানামা খাল পানামার কাছে হস্তান্তর।
- ১৯৯৯ - রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিন পদত্যাগ করেন এবং ভ্লাদিমির পুতিন তার স্থলাভিষিক্ত হন।
- ২০০০ - বিংশ শতাব্দী এবং ২য় সহস্রাব্দের শেষ দিন ।
- ২০০২ - জার্মানীতে প্রথম দ্রুতগামী ম্যাগনেটিক ট্রেনের যাত্রা।
- ২০০৯ – এ দিনে সুপার মুন ও চন্দ্রগ্রহণ একই সঙ্গে ঘটেছিল।
- ২০১৪ – চিনের সাংহাই এ বর্ষবরণ অনুষ্ঠানে আতঙ্কবাদীদের হামলায় ৩৬ লোক নিহত ও ৪৯ জন আহত হয়।
- ২০২০ - বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি COVID-১৯ ভ্যাকসিনের জন্য তার প্রথম জরুরি ব্যবহারের বৈধতা জারি করে।
- ২০২২ - বিসিসি বাংলার রেডিওর দীর্ঘ ৮১ বছরের সম্প্রচার বন্ধ হয় সংবাদ ও সাময়িক প্রসঙ্গের দুটি অনুষ্ঠান 'প্রবাহ'ও 'পরিক্রমা' দ্বারা।[৪]
Remove ads
জন্ম
প্রাক ১৬০০
- ৬৯৫ - মুহাম্মাদ বিন কাসিম, উমাইয়া সেনাপতি
- ১৩৭৮ - তৃতীয় পোপ ক্যালিক্সটাস
- ১৪৯১ - জাক কার্তিয়ে, ফরাসি অভিযাত্রিক, কানাডার অন্যতম আবিষ্কারক।
- ১৪৯৩ - এলিওনোরা গনজাগা, ডাচেস অফ আরবিনো
- ১৫০৪ - পর্তুগালের রাজকন্যা, ডাচেস অফ স্যাভয়
- ১৫১৪ - প্রখ্যাত চিকিৎসক এবং এ্যানাটমিস্ট ড: এন্ড্রিয়াস ভেসালিয়াস।
১৬০০ - ১৯০০
- ১৭৩৮ -লর্ড চার্লস কর্নওয়ালিস, ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল। (মৃ.০৫/১০/১৮০৫)
- ১৮৩০ - আলেকজান্ডার স্মিথ (কবি), স্কটিশ কবি
- ১৮৩০ - মিশরের শাসনকর্তা ইসমাইল পাশা।
- ১৮৬৯ - অঁরি মাতিস, ফরাসি চিত্রশিল্পী।(মৃ.০৩/১১/১৯৫৪)
- ১৮৭৫ - প্রাচ্যবিদ আর্থার ক্রিস্টেসেন।
- ১৮৮০ - জর্জ মার্শাল, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রাজনীতিবিদ।
- ১৮৮৮ - বেণীমাধব বড়ুয়া, বৌদ্ধ ধর্ম ও দর্শন শাস্ত্রের গবেষক। (মৃ.২৩/০৩/১৯৪৮)
১৯০১ - বর্তমান
- ১৯১৮ - আজিজুর রহমান মল্লিক, বাংলাদেশি শিক্ষাবিদ ও গবেষক।
- ১৯৩৭ - আব্রাহাম হেরশক্, নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয় বংশোদ্ভূত ইসরায়েলি প্রাণরসায়নবিদ।
- ১৯৩৮ -
- কনিষ্ক সেন, খ্যাতনামা ভারতীয় বাঙালি আলোকসম্পাত শিল্পী। (মৃ.২০২১)
- আল-কামাল আবদুল ওহাব, বাংলাদেশি শিশুসাহিত্যিক, ছড়াকার, নাট্যকার, গীতিকার ও সাহিত্য অনুবাদক।
- ১৯৪০ - পার্থ ঘোষ, ভারতীয় বাঙালি আবৃত্তিকার ও বাচিক শিল্পী।(মৃ.২০২২)
- ১৯৪৫ - লেনার্ড এডলম্যান, তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী।
- ১৯৪৮ - হাবীবুল্লাহ সিরাজী, বাংলাদেশি কবি ও লেখক, বাংলা একাডেমির মহাপরিচালক।
- ১৯৫২ - ত্রিদিব দস্তিদার, বাংলাদেশি কবি।
- ১৯৭০ - ফজিলাতুন্নেসা বাপ্পী, বাংলাদেশি আইনজীবী, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। (মৃ. ২০২০)
- ১৯৮৬ - নাঈম ইসলাম, বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড়।
Remove ads
মৃত্যু
প্রাক ১৬০০
১৬০০ - ১৯০০
- ১৬৯১ - রবার্ট বয়েল, আধুনিক রসায়নের সহ-প্রতিষ্ঠাতা।
১৯০১ - বর্তমান
- ১৯১৬ - রাসপুটিন, রুশ যাজক।
- ১৯২১ - মীর্জা কুচাক খান জাঙ্গালী, ইরানের প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং ধর্মীয় ব্যক্তিত্ব।
- ১৯৪০ - চীনা সঙ্গীতজ্ঞ সিও ইয়ৌমেই।
- ১৯৫২ - কেফায়াতুল্লাহ দেহলভি, ভারতীয় ইসলামি পণ্ডিত স্বাধীনতা সংগ্রামী এবং তাবলিগ নেতা।
- ১৯৭৪ - নীরদাসুন্দরী, বাংলা রঙ্গমঞ্চের খাতনাম্নী অভিনেত্রী। (জ.১৮৮৯)
- ১৯৮৩ - মোহাম্মদ সুলতান, বাংলাদেশের একজন প্রখ্যাত ভাষাসৈনিক ও প্রগতিশীল রাজনীতিবিদ।
- ১৯৯০ - মণি সিংহ, বাংলাদেশের একজন প্রখ্যাত বিপ্লবী বামপন্থী রাজনীতিবিদ ও কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা।
- ২০০৬ - শেফালী ঘোষ, বাংলাদেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী। (জ.১৯৪১)
- ২০২২ - পোপ ষোড়শ বেনেডিক্ট, ভ্যাটিকানের ক্যাথলিকদের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা [৫]
- ২০২২ - অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান[৬]
ছুটি ও অন্যান্য
- আন্তর্জাতিক সংহতি দিবস (আজারবাইজান)
- নভি গড ইভ (রাশিয়া)
- অমিসোকা (জাপান)
- খাঞ্জা উৎসব এর ষষ্ঠ দিন (আমেরিকা)।
- ব্যাংক হলিডে (বাংলাদেশ)
বহিঃসংযোগ

উইকিমিডিয়া কমন্সে ৩১ ডিসেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads