শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
ডেরা বুগতি জেলা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
ডেরা বুগতিপাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত একটি জেলা। ১৯৮৩ সালে একটি পৃথক জেলা হিসাবে জেলাটি প্রতিষ্ঠিত হয়েছিল।[২]
Remove ads
প্রশাসন
জেলাটি প্রশাসনিকভাবে ৪টি উপ-বিভাগে বিভক্ত, নিম্নে তুলে ধরা হল:[৩]
- পিরকোহ
- ডেরা বুগতি
- ফেলাওয়াঘ
- সুই
জনসংখ্যার উপাত্ত
২০১৭ সালের পাকিস্তানের আদমশুমারি পরিসংখ্যান অনুযায়ী ডেরা বুগতি জেলার জনসংখ্যা ছিল প্রায় ৩১২,৬০৩ জন এর মত।[৪] এলাকাটিতে প্রায় ৯৮.৯% মানুষ মুসলমান,[৫] এবং প্রথম প্রধান মাতৃভাষা হিসেবে প্রায় (৯৫.৯%) বেলুচি ভাষায় কথা বলে থাকে,(৯৫.৯%), যদিও পাঞ্জাবি ভাষায় প্রায় (১.২%) কথা বলে থাকে এবং সরাইকি ভাষায় (3%) কথা বলে থাকে।[৬] বুগতি জেলা মূলত বেলুচি উপজাতিদের বসবাস।
তথ্যসূত্র
গ্রন্থপঞ্জি
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads