শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
রাজধানী
কেন্দ্রীয় প্রশাসনিক শহর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
রাজধানী শহর বা শুধু রাজধানী হলো সেই পৌরসভা, যা একটি দেশ, রাষ্ট্র, প্রদেশ, বিভাগ অথবা অন্যান্য উপ-জাতীয় বিভাগের প্রধান মর্যাদাপ্রাপ্ত কেন্দ্র, যা সাধারণত সরকারের আসন হিসেবে কাজ করে। রাজধানী সাধারণত একটি শহর, যেখানে সরকারের দপ্তর ও বৈঠকের স্থানগুলি অবস্থিত থাকে; আইন বা সংবিধান দ্বারা রাজধানীর মর্যাদা নির্ধারিত হয়। কিছু আইনব্যবস্থায়, একাধিক শাখা সরকারের বিভিন্ন শহরে অবস্থিত থাকে, যার ফলে একাধিক আনুষ্ঠানিক রাজধানী হতে পারে। কিছু ক্ষেত্রে, আনুষ্ঠানিক (সংবিধানিক) রাজধানী ও সরকারের আসনের মধ্যে পার্থক্য থাকে, যেখানে সরকারের আসন থাকে অন্য স্থানে।

ইংরেজি ভাষার গণমাধ্যম প্রায়শই রাজধানীর নামকে রূপকভাবে ব্যবহার করে সেখানে অবস্থিত সরকারকে বোঝাতে। যেমন, "লন্ডন-ওয়াশিংটন সম্পর্ক" বলতে বোঝানো হয় ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক।[১]
রাজধানী শব্দের ইংরেজি ক্যাপিটাল শব্দটি ল্যাটিন ক্যাপিট থেকে এসেছ যার অর্থ হল 'প্রধান'। এছাড়াও ইংরেজি ক্যাপিটাল শব্দটি আরো বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়ে থাকে। তবে বাংলায় রাজধানী বলতে কোনও দেশ বা রাষ্ট্রের কেন্দ্রীয় শহরকেই বোঝানো হয়ে থাকে। রাজধানী হতে হলে কোনও শহরকে রাষ্ট্রের সবচেয়ে বড় শহর না হলেও চলে, কিন্তু রাষ্ট্রটির সকল প্রশাসনিক কার্যক্রম উক্ত শহরকে ঘিরেই আবর্তিত হয়।
ঐতিহাসিকভাবে কোনও রাষ্ট্রের প্রধান অর্থনৈতিক শহরটি সে দেশের গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচিত হয় এবং দেশের প্রায় সকল অংশই অর্থনৈতিকভাবে সচ্ছল উক্ত শহরের উপর নির্ভরশীল থাকে। যেমন, প্রাচীন বাগদাদ, প্রাচীন এথেন্স ও লন্ডনসহ বিভিন্ন শহর ছিল সংশ্লিষ্ট দেশগুলির তৎকালীন অর্থনীতির প্রাণকেন্দ্র। তাই এ'সব শহরেই সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম কেন্দ্রীভূত ছিল।
Remove ads
পরিভাষা ও ব্যুৎপত্তি

Capital শব্দটি লাতিন caput (genitive capitis) শব্দ থেকে এসেছে, যার অর্থ 'মাথা', যা পরে মধ্যযুগীয় লাতিন capitālis ('মাথার সম্পর্কিত') শব্দে রূপান্তরিত হয়।[২] লাতিন বাক্যাংশ খ্রিস্টপূর্ব ১ম শতকে কবি ওভিড ব্যবহার করেছিলেন।[৩] এটি প্রাচীন ইউরোপীয় দৃষ্টিভঙ্গি থেকে উদ্ভূত, যেখানে ইউরোপ, উত্তর আফ্রিকা ও দক্ষিণ-পশ্চিম এশিয়া ছিল পরিচিত পৃথিবী। এই বাক্যাংশটি রোম শহরের দীর্ঘস্থায়ী ক্ষমতার প্রতীক—প্রথমে প্রজাতন্ত্র ও সাম্রাজ্যের রাজধানী হিসেবে এবং পরে ক্যাথলিক চার্চের কেন্দ্র হিসেবে।[৪][৫][৬]
কিছু ইংরেজিভাষী রাষ্ট্রে নিম্নস্তরের প্রশাসনিক বিভাগের জন্য 'কাউন্টি শহর' বা 'কাউন্টি সদর' শব্দও ব্যবহৃত হয়। কিছু একক রাষ্ট্রে উপ-জাতীয় রাজধানীকে 'প্রশাসনিক কেন্দ্র' বলা হয়। রাজধানী প্রায়শই সংশ্লিষ্ট অঞ্চলের সবচেয়ে বড় শহর, যদিও সবসময় নয়।
Remove ads
উৎপত্তি
সারাংশ
প্রসঙ্গ

ইতিহাসে, কোনো রাষ্ট্র বা অঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র প্রায়শই রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র হয়ে উঠেছে এবং বিজয় বা সংঘবদ্ধকরণের মাধ্যমে রাজধানীতে পরিণত হয়েছে।[৭] উদাহরণস্বরূপ, প্রাচীন ব্যাবিলন, প্রাচীন এথেন্স, প্রাচীন রোম, আব্বাসীয় বাগদাদ, কনস্টান্টিনোপল, চাং’আন এবং প্রাচীন কুসকো। আধুনিক রাজধানী শহর সবসময় বিদ্যমান ছিল না; মধ্যযুগীয় পশ্চিম ইউরোপে ভ্রাম্যমাণ সরকার সাধারণ ছিল।[৮]
রাজধানী শহর প্রায়ই রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তি ও সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের আকর্ষণ করে, যেমন আইনজীবী, রাজনৈতিক বিজ্ঞানী, ব্যাংকার, সাংবাদিক এবং সরকারি নীতি নির্ধারক। কিছু শহর একইসাথে ধর্মীয় কেন্দ্র হিসেবেও পরিচিত,[৯] যেমন কনস্টান্টিনোপল (একাধিক ধর্ম), রোম/ভ্যাটিকান সিটি (রোমান ক্যাথলিক চার্চ), জেরুজালেম (একাধিক ধর্ম), ব্যাবিলন, মস্কো (রাশিয়ান অর্থোডক্স চার্চ), বেলগ্রেড (সার্বিয়ান অর্থোডক্স চার্চ), প্যারিস ও বেইজিং। কিছু দেশে ভূরাজনৈতিক কারণে রাজধানী পরিবর্তিত হয়েছে; যেমন, ফিনল্যান্ডের প্রথম শহর তুর্কু, যা মধ্যযুগ থেকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর ছিল এবং ১৮০৯ সালে রাজধানী হয়েছিল, গ্র্যান্ড ডাচি অব ফিনল্যান্ড আমলে ১৮১২ সালে হেলসিঙ্কিকে রুশ সাম্রাজ্য বর্তমান রাজধানী হিসেবে ঘোষণা করে।[১০][১১]
রাজনৈতিক ও অর্থনৈতিক বা সাংস্কৃতিক ক্ষমতার মিলন সবসময় ঘটে না। ঐতিহ্যবাহী রাজধানী অনেক সময় প্রাদেশিক প্রতিদ্বন্দ্বীদের দ্বারা অর্থনৈতিকভাবে ছাপিয়ে যায়, যেমন নানজিং বনাম সাংহাই, ক্যুবেক সিটি বনাম মন্ট্রিয়ল, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের রাজধানী। কোনো রাজবংশ বা সভ্যতার পতন ঘটলে রাজধানী শহরও বিলুপ্ত হতে পারে, যেমনটি ঘটেছিল ব্যাবিলন[১২] ও কাহোকিয়া। প্রাচীন নিকট প্রাচ্যে "রাজনৈতিক যাযাবরত্ব" চর্চা করা হতো, যাতে শাসক ও প্রজাদের মধ্যে সম্পর্ক দৃঢ় হয়।[১৩]
যদিও অনেক রাজধানী সংবিধান বা আইন দ্বারা নির্ধারিত, বহু পুরনো রাজধানীর কোনো আইনি স্বীকৃতি নেই, যেমন বার্ন, এডিনবার্গ, লিসবন, লন্ডন, প্যারিস এবং ওয়েলিংটন।[তথ্যসূত্র প্রয়োজন] এসব শহরকে রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয় প্রচলিত রীতি অনুসারে, কারণ দেশটির কেন্দ্রীয় রাজনৈতিক প্রতিষ্ঠানগুলির প্রায় সব বা অধিকাংশ, যেমন সরকারি দপ্তর, সুপ্রিম কোর্ট, আইনসভা, দূতাবাস ইত্যাদি সেখানে অবস্থিত।
Remove ads
আধুনিক রাজধানী
সারাংশ
প্রসঙ্গ



অনেক আধুনিক রাজধানী শহর দেশের কেন্দ্রীয় অঞ্চলের কাছাকাছি অবস্থিত, যাতে দেশের জনসংখ্যার জন্য সহজে পৌঁছানো যায় এবং সম্ভাব্য আক্রমণ থেকে ভালোভাবে রক্ষা করা যায়। পরিকল্পিত শহর গড়ে তোলা হয়।[১৪] অধিকাংশ জাতীয় রাজধানীই তাদের দেশের বৃহত্তম শহর। আধুনিক উদাহরণ হিসেবে রয়েছে বার্লিন, কায়রো, লন্ডন, মাদ্রিদ, মেক্সিকো সিটি, মস্কো, প্যারিস, রোম, জাকার্তা, মেট্রো ম্যানিলা, সিউল এবং টোকিও।[১৫]
রাজধানীর অবস্থান কখনও কখনও দুই বা ততোধিক শহর বা রাজনৈতিক অঞ্চলের মধ্যে সমঝোতার ফলেও নির্ধারিত হয়, আবার ইতিহাসজনিত কারণেও হতে পারে, কিংবা যথেষ্ট জমি প্রয়োজন হওয়ায় পরিকল্পিতভাবে নতুনযুক্তরাজ্য-এর কাউন্টিগুলিতে ঐতিহাসিক কাউন্টি শহর রয়েছে, যা প্রায়ই কাউন্টির বৃহত্তম শহর নয় এবং অনেক সময় আর প্রশাসনিক কেন্দ্রও নয়, কারণ অনেক ঐতিহাসিক কাউন্টি বর্তমানে কেবল আনুষ্ঠানিকভাবে বিদ্যমান, এবং প্রশাসনিক সীমানা আলাদা। পুনর্জাগরণ যুগ থেকে, বিশেষ করে অষ্টাদশ শতাব্দী থেকে স্বাধীন জাতি-রাষ্ট্র গঠনের ফলে, বিশ্বের নতুন রাজধানীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।[১৬]
কানাডা-তে একটি ফেডারেল রাজধানী রয়েছে, একইসঙ্গে এর দশটি প্রদেশ ও তিনটি অঞ্চল-এর প্রত্যেকের নিজস্ব রাজধানী রয়েছে। মেক্সিকো, ব্রাজিল (যার মধ্যে রয়েছে রিও ডি জেনেইরো ও সাও পাওলোর মতো বিখ্যাত শহর, যা তাদের নিজ নিজ রাজ্যের রাজধানী) এবং অস্ট্রেলিয়ার মতো দেশের রাজ্যগুলিরও রাজধানী শহর রয়েছে। উদাহরণস্বরূপ, অস্ট্রেলিয়ার ছয়টি রাজ্যের রাজধানী হলো অ্যাডিলেড, ব্রিসবেন, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনি। অস্ট্রেলিয়ায় "রাজধানী শহর" শব্দটি সাধারণত এই ছয় রাজ্যের রাজধানী, ফেডারেল রাজধানী ক্যানবেরা এবং নর্দার্ন টেরিটরি-এর রাজধানী ডারউইন বোঝাতে ব্যবহৃত হয়। আবুধাবি আবুধাবি আমিরাত-এর এবং পুরো সংযুক্ত আরব আমিরাত-এর রাজধানী।
একাধিক অংশবিশিষ্ট একক রাষ্ট্রে, যেমন যুক্তরাজ্য ও ডেনমার্ক রাজত্ব, প্রতিটি অংশের সাধারণত নিজস্ব রাজধানী থাকে। ফেডারেশন-এর মতো আলাদা জাতীয় রাজধানী এখানে সাধারণত থাকে না, বরং কোনো একটি অংশের রাজধানীই রাষ্ট্রের রাজধানী হয়; যেমন, লন্ডন, যা ইংল্যান্ড ও যুক্তরাজ্যের উভয়েরই রাজধানী। একইভাবে, স্পেন-এর প্রতিটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ইতালির প্রতিটি অঞ্চলের রাজধানী রয়েছে, যেমন সেভিল ও নেপলস, যেখানে মাদ্রিদ হলো মাদ্রিদের কমিউনিটি ও স্পেন রাজত্ব-এর রাজধানী এবং রোম হলো ইতালি ও লাজিও অঞ্চলের রাজধানী।
জার্মান ফেডারেল প্রজাতন্ত্র-এর প্রতিটি ল্যান্ড-এর নিজস্ব রাজধানী রয়েছে, যেমন ড্রেসডেন, ভিসবাদেন, মাইনৎস, ডুসেলডর্ফ, স্টুটগার্ট এবং মিউনিখ; রাশিয়ান ফেডারেশন-এর প্রতিটি প্রজাতন্ত্রেরও তাই রয়েছে। জার্মানি ও রাশিয়ার জাতীয় রাজধানী—বার্লিন (একটি শহর-রাষ্ট্র) এবং মস্কো (একটি ফেডারেল শহর)—তাদের নিজ নিজ দেশের একটি অংশও বটে। অস্ট্রিয়ার প্রতিটি রাজ্য ও সুইজারল্যান্ড-এর প্রতিটি ক্যান্টন-এরও রাজধানী রয়েছে। ভিয়েনা, অস্ট্রিয়ার জাতীয় রাজধানী, একটি রাজ্যও বটে; বার্ন হলো সুইজারল্যান্ড-এর (ডি ফ্যাক্টো) রাজধানী এবং একইসঙ্গে বার্ন ক্যান্টন-এর রাজধানী।
Remove ads
পরিকল্পিত রাজধানী
সারাংশ
প্রসঙ্গ


প্রশাসনিক সংস্থা কখনও কখনও পরিকল্পিতভাবে নতুন রাজধানী শহর গড়ে তোলে, যা হবে রাষ্ট্র বা এর কোনো উপবিভাগের প্রশাসনিক কেন্দ্র। ইচ্ছাকৃতভাবে পরিকল্পিত ও নকশাকৃত রাজধানী শহরের উদাহরণসমূহ:
- আবুজা, নাইজেরিয়া (১৯৯১)
- ঢাকা, বাংলাদেশ (১৬০৮)
- আরাকাজু, সেরজিপি, ব্রাজিল (১৮৫৫)
- আঙ্কারা, তুরস্ক (১৯২৩)
- আস্তানা, কাজাখস্তান (১৯৯৭)
- অস্টিন, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র (১৮৩৯)
- বেলমোপান, বেলিজ (১৯৭০)
- বেলো হরিজন্তে, মিনাস জেরাইস, ব্রাজিল (১৮৯৭)
- ব্রাসিলিয়া, ব্রাজিল (১৯৬০)
- ভুবনেশ্বর, ওড়িশা, ভারত (১৯৪৮)
- বোয়া ভিস্তা, রোরাইমা, ব্রাজিল (১৮৯০)
- ক্যানবেরা, অস্ট্রেলিয়া (১৯২৭)
- চণ্ডীগড়, পাঞ্জাব ও হরিয়ানা, ভারত (১৯৬৬)
- কলাম্বিয়া, সাউথ ক্যারোলাইনা, মার্কিন যুক্তরাষ্ট্র (১৭৮৬)
- কনস্টান্টিনোপল, রোমান সাম্রাজ্য (৩৩০)
- ফ্রাঙ্কফোর্ট, কেন্টাকি, যুক্তরাষ্ট্র (১৭৯২)
- গ্যাবোরোন, বতসোয়ানা (১৯৬৪)
- গান্ধীনগর, গুজরাট, ভারত (১৯৬০)
- গোইয়ানিয়া, গোইয়াস, ব্রাজিল (১৯৩৩)
- হুয়াম্বো (নোভা লিসবোয়া), হুয়াম্বো, অ্যাঙ্গোলা (১৯১২)
- ইন্ডিয়ানাপোলিস, ইন্ডিয়ানা, যুক্তরাষ্ট্র (১৮২৫)
- ইসলামাবাদ, পাকিস্তান (১৯৬০)
- জেফারসন সিটি, মিজুরি, যুক্তরাষ্ট্র (১৮২১)
- কার্লসরুহে, বাডেন-ডুরলাখ (১৭১৫)
- লা প্লাটা, বুয়েনস আয়ার্স প্রদেশ, আর্জেন্টিনা (১৮৮২)
- নাভা রায়পুর বা অটল নগর, ছত্তিশগড়, ভারত (২০০৩)
- নেপিদো, মিয়ানমার (২০০৫)
- নয়াদিল্লি, ব্রিটিশ ভারত (১৯১১)
- নুসান্তারা, ইন্দোনেশিয়া (২০২৪)
- ওকলাহোমা সিটি, ওকলাহোমা, যুক্তরাষ্ট্র (১৮৮৯)
- পালমাস, তোকান্তিন্স, ব্রাজিল (১৯৮৯)
- পুত্রজায়া, মালয়েশিয়া (১৯৯৫)
- কেজন সিটি, ফিলিপাইন (১৯৪৮–৭৬)
- রালেই, নর্থ ক্যারোলাইনা, যুক্তরাষ্ট্র (১৭৯২)
- সিউল, কোরিয়া (১৩৯৪)
- স্মেদেরেভো, সার্বীয় দেশপতিত্ব (১৪২৮–১৪৫৯)
- সলতানিয়ে, ইলখানাত (১৩০৬–১৩৩৫)
- তেরেসিনা, পিয়াউই, ব্রাজিল (১৮৫২)
- ভ্যালেটা, মাল্টা (১৫৭১)
- ওয়াশিংটন, ডিসি, যুক্তরাষ্ট্র (১৮০০)
- ঝংশিং নিউ ভিলেজ, নানতৌ কাউন্টি, তাইওয়ান প্রদেশ, চীন প্রজাতন্ত্র (১৯৫৬)
এই শহরগুলি এক বা উভয় মানদণ্ড পূরণ করে:
- একটি ইচ্ছাকৃতভাবে পরিকল্পিত শহর, যা মূল জনবসতি কেন্দ্র-এ অবস্থিত পূর্ববর্তী রাজধানীর পরিবর্তে নির্মিত হয়েছে। এর বিভিন্ন কারণ রয়েছে, যেমন অতিরিক্ত জনসংখ্যার চাপ বা উত্তম আবহাওয়ার অঞ্চলে রাজধানী স্থাপন।
- এমন একটি শহর যা দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী শহরের মধ্যে সমঝোতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে।
সমঝোতার অবস্থান

উদাহরণসমূহ:
- ক্যানবেরা, অস্ট্রেলিয়া – মেলবোর্ন ও সিডনির মধ্যে সমঝোতা
- ওয়াশিংটন, ডিসি, যুক্তরাষ্ট্র – উত্তর ও দক্ষিণ রাজ্যের মধ্যে সমঝোতা; Residence Act অনুযায়ী পোটোম্যাক নদী তীরে রাজধানী
- ফ্রাঙ্কফোর্ট, কেন্টাকি – লুইসভিল ও লেক্সিংটনের মধ্যবর্তী অবস্থান
- অটোয়া, কানাডা – ইংরেজি ভাষাভাষী আপার কানাডা ও ফরাসি ভাষাভাষী লোয়ার কানাডার সীমান্তে
- ট্যালাহ্যাসি, ফ্লোরিডা – পেনসাকোলা ও সেন্ট অগাস্টিনের মধ্যবর্তী
- ওয়েলিংটন, নিউজিল্যান্ড – ১৮৬৫ সালে রাজধানী হয়, অকল্যান্ড থেকে দক্ষিণে স্থানান্তর
- মানাগুয়া, নিকারাগুয়া – লিয়ন ও গ্রানাডার প্রতিদ্বন্দ্বিতা মেটাতে
- জেফারসন সিটি, মিজুরি – মিসৌরির কেন্দ্রীয় অবস্থান
Remove ads
অস্বাভাবিক রাজধানীর ব্যবস্থা
সারাংশ
প্রসঙ্গ



কিছু রাষ্ট্রের একাধিক রাজধানী রয়েছে, আবার কিছু রাষ্ট্রের কোনো রাজধানী নেই। কিছু ক্ষেত্রে রাজধানী শহর থাকলেও বেশিরভাগ সরকারি সংস্থা অন্যত্র অবস্থিত।
প্লাইমাউথ, মন্টসেরাট একটি উদাহরণ—এটি বর্তমানে পরিত্যক্ত হলেও আইনি দিক থেকে রাজধানী।
- বেলিজ – রাজধানী বেলমোপান, কিন্তু অধিকাংশ সরকারি কার্যালয় বেলিজ সিটিতে
- ক্যানারি দ্বীপপুঞ্জ – সান্তা ক্রুজ দে তেনেরিফ ও লাস পালমাস দে গ্রান ক্যানারিয়া উভয়ই রাজধানী
- চিলি – রাজধানী সান্তিয়াগো, তবে জাতীয় কংগ্রেস ভ্যালপারাইসোতে
- চেক প্রজাতন্ত্র – রাজধানী প্রাগ, কিন্তু সুপ্রিম কোর্ট ও অন্যান্য উচ্চ আদালত ব্রনোতে
- এস্তোনিয়া – সুপ্রিম কোর্ট ও শিক্ষা মন্ত্রণালয় টার্তুতে
- ফ্রান্স – আইনে রাজধানীর উল্লেখ নেই; সংসদ প্যারিসে, যৌথ অধিবেশন ভার্সাই প্রাসাদে
- জার্মানি – রাজধানী বার্লিন, তবে অনেক মন্ত্রণালয় বন-এ; ফেডারেল সাংবিধানিক আদালত কার্লসরুহে-তে
- ভারত:
- আন্ধ্রপ্রদেশ – ডি জুরে রাজধানী হায়দরাবাদ (২০২৪ পর্যন্ত), ডি ফ্যাক্টো রাজধানী আমরাবতী
- ছত্তিশগড় – প্রশাসনিক রাজধানী রায়পুর, উচ্চ আদালত বিলাসপুরে
- জম্মু ও কাশ্মীর – গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর, শীতকালীন রাজধানী জম্মু
- কেরল – প্রশাসনিক রাজধানী তিরুবনন্তপুরম, উচ্চ আদালত এর্নাকুলামে
- হিমাচল প্রদেশ – প্রধান রাজধানী শিমলা, দ্বিতীয় শীতকালীন রাজধানী ধর্মশালা
- মধ্যপ্রদেশ: ভোপাল হলো রাজ্যের প্রশাসনিক ও আইনসভা রাজধানী, আর উচ্চ আদালত অবস্থিত জবলপুরে।
- পাঞ্জাব ও হরিয়ানা: উভয় রাজ্যের রাজধানী চণ্ডীগড়। শহরটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হয়।
- ওড়িশা: ভুবনেশ্বর রাজ্যের প্রশাসনিক ও আইনসভা রাজধানী, আর উচ্চ আদালত অবস্থিত কটকে।
- রাজস্থান: জয়পুর প্রশাসনিক ও আইনসভা রাজধানী, আর উচ্চ আদালত অবস্থিত জোধপুরে।
- উত্তরাখণ্ড: দেহরাদুন প্রশাসনিক ও আইনসভা রাজধানী, আর উচ্চ আদালত অবস্থিত নৈনিতালে। প্রস্তাবিত ভবিষ্যৎ রাজধানী গৈরসেইন।
- লাদাখ: লে ও কারগিল যৌথভাবে কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী।
- দক্ষিণ কোরিয়া: সিউল এখনো রাজধানী ও সরকারের আসন, তবে বহু সরকারি দপ্তর সেজং সিটিতে স্থানান্তরিত হয়েছে।
- মালয়েশিয়া: কুয়ালালামপুর সংবিধানগত রাজধানী, রাজা ও পার্লামেন্ট-এর আসন, তবে ফেডারেল প্রশাসনিক কেন্দ্র ও বিচার বিভাগ স্থানান্তরিত হয়েছে রাজধানী থেকে ৩০ কিলোমিটার (১৯ মাইল) দক্ষিণে পুত্রজায়ায়।
- মোনাকো, সিঙ্গাপুর ও ভ্যাটিকান সিটি শহর-রাষ্ট্র, তাই আলাদা রাজধানী নেই। তবে সিঙ্গাপুরে প্রধান বিচারিক ও আইনসভা অফিস রয়েছে ডাউনটাউন কোর-এ। ভিক্টোরিয়া ছিল ঔপনিবেশিক হংকং-এর রাজধানী; বর্তমানে সেন্ট্রাল এলাকায় সরকারি দপ্তর অবস্থিত। ভ্যাটিকান সিটি রোমান ক্যাথলিক চার্চ-এর ধর্মীয় কেন্দ্র, যেখানে হলি সি-এর অফিসসমূহ রয়েছে।
- মন্টেনেগ্রো: আনুষ্ঠানিক রাজধানী পডগোরিকা সংসদ ও নির্বাহী শাখার আসন, তবে প্রেসিডেন্টের কার্যালয় অবস্থিত প্রাক্তন রাজকীয় রাজধানী চেতিনিয়েতে।
- মিয়ানমার (বার্মা): নেপিদো ২০০৫ সালে প্রতিষ্ঠার সময় থেকেই জাতীয় রাজধানী, তবে অধিকাংশ সরকারি দপ্তর ও দূতাবাস এখনো ইয়াঙ্গুন-এ।
- নাউরু: ২১ বর্গকিলোমিটারের মাইক্রোস্টেটটির কোনো নির্দিষ্ট রাজধানী নেই; বরং একটি রাজধানী জেলা রয়েছে।
- ফিলিপাইন:
- জাতীয় রাজধানী: ১৯৭৬ সালের ২৪ জুন জারি হওয়া প্রেসিডেন্টিয়াল ডিক্রি নং ৯৪০ অনুযায়ী জাতীয় রাজধানী অঞ্চলকে সরকারের আসন হিসেবে ঘোষণা করা হয়, এবং ম্যানিলা শহরকে দেশের রাজধানী করা হয়। কিছু সরকারি প্রতিষ্ঠান রাজধানীতে, আবার কিছু মেট্রোপলিটন এলাকার অন্যত্র অবস্থিত। মালাকানিয়াং প্রাসাদ ও ফিলিপাইনের সুপ্রিম কোর্ট রাজধানীতে, তবে সংসদের দুই কক্ষ রাজধানীর বাইরে কিন্তু একই মহানগর এলাকায় অবস্থিত।
- কাভিতে: ইমুস প্রাদেশিক রাজধানী, তবে সরকারি দপ্তর ত্রেসে মার্তিরেস-এ।
- পর্তুগাল:
- জাতীয় রাজধানী: পর্তুগালের সংবিধানে রাজধানীর উল্লেখ নেই। যদিও লিসবন সংসদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সরকারি দপ্তর, দূতাবাস ও উচ্চ আদালতের আসন, তবুও কোনো সরকারি নথিতে এটি রাজধানী হিসেবে উল্লেখ নেই।
- আজোরেস: ১৯৭৬ সাল থেকে তিনটি আঞ্চলিক রাজধানী রয়েছে—পোন্তা ডেলগাদা (সাও মিগেল দ্বীপ), হোর্তা (ফায়াল দ্বীপ) ও আংগ্রা দু হেরোইজমো (তের্সেইরা দ্বীপ)।
- শ্রীলঙ্কা: শ্রী জয়াবর্ধেনেপুর কোট্টে প্রশাসনিক রাজধানী ও সংসদের অবস্থান, আর প্রাক্তন রাজধানী কলম্বো "বাণিজ্যিক রাজধানী"। তবে অনেক সরকারি দপ্তর এখনো কলম্বোতে।
- দক্ষিণ আফ্রিকা: প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়া, আইনসভা রাজধানী কেপটাউন, বিচারিক রাজধানী ব্লুমফন্টেইন। তবে দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালত অবস্থিত জোহানেসবার্গ-এ।
- সুইজারল্যান্ড: বার্ন ফেডারেল সিটি ও ডি ফ্যাক্টো রাজধানী। তবে সুইস সুপ্রিম কোর্ট লসান-এ অবস্থিত, যা অলিম্পিক রাজধানীও।
- জুরিখ ক্যান্টন: জুরিখ ডি ফ্যাক্টো ক্যান্টন রাজধানী, তবে সংবিধানে রাজধানীর উল্লেখ নেই।
- তানজানিয়া: দোদোমা ১৯৯৬ সালে জাতীয় রাজধানী ঘোষিত হয়, তবে কিছু সরকারি দপ্তর ও প্রায় সব দূতাবাস এখনো দার এস সালাম-এ।
- যুক্তরাষ্ট্র:
- ক্যালিফোর্নিয়া: নির্বাহী ও আইনসভা স্যাক্রামেন্টোতে, তবে ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্টের প্রধান কার্যালয় সান ফ্রান্সিসকোতে।
- ইলিনয়: রাজধানী স্প্রিংফিল্ড, তবে অনেক কর্মকর্তা শিকাগোতে বসবাস ও কাজ করেন।
- লুইজিয়ানা: নির্বাহী ও আইনসভা ব্যাটন রুজ-এ, তবে লুইজিয়ানা সুপ্রিম কোর্ট নিউ অরলিন্স-এ।
- নিউ ইয়র্ক: রাজধানী অ্যালবানি, তবে অনেক কর্মকর্তা নিউ ইয়র্ক সিটিতে থাকেন ও কাজ করেন।
- পেনসিলভানিয়া: রাজধানী হ্যারিসবার্গ, তবে সুপ্রিম কোর্ট ও আপিল কোর্ট হ্যারিসবার্গ, ফিলাডেলফিয়া ও পিটসবার্গ-এ বসে। দক্ষিণ-পূর্ব পেনসিলভানিয়ার অনেক কর্মকর্তা ফিলাডেলফিয়াতে কাজ করতে পছন্দ করেন।
সরকার আসন নয় এমন রাজধানী
কিছু দেশের ক্ষেত্রে, বিভিন্ন কারণে, সরকারি রাজধানী ও সরকারের আসন পৃথকভাবে অবস্থিত:
- বেনিন: সরকারি রাজধানী পোর্তো-নোভো, তবে সরকার আসন কোটোনু।
- বলিভিয়া: সুক্রে সাংবিধানিক রাজধানী ও সুপ্রিম ট্রাইব্যুনাল অব জাস্টিস সুক্রেতে অবস্থিত, যা বিচার বিভাগীয় রাজধানী হিসেবে পরিচিত। লা পাজ-এ Palacio Quemado, জাতীয় কংগ্রেস ও জাতীয় নির্বাচন কমিশন অবস্থিত, যা কার্যত সরকার আসন।
- আইভরি কোস্ট: ১৯৮৩ সালে ইয়ামুসুক্রো জাতীয় রাজধানী ঘোষিত হলেও অধিকাংশ সরকারি অফিস ও দূতাবাস আবিদজান-এ।
- নেদারল্যান্ডস: আমস্টারডাম সাংবিধানিক রাজধানী, তবে সরকার, সংসদ, সুপ্রিম কোর্ট, রাষ্ট্র পরিষদ, রাজপ্রাসাদ ও সকল দূতাবাস দ্য হেগ-এ অবস্থিত। (বিস্তারিত: নেদারল্যান্ডসের রাজধানী দেখুন।)
ঐতিহাসিক উদাহরণ যেখানে স্বীকৃত রাজধানী ছিল না সরকার আসন:
- ইংল্যান্ড: ঐতিহ্যবাহী রাজধানী সিটি অব লন্ডন, তবে সরকার আসন ওয়েস্টমিনস্টার।
- ফ্রান্স: ঐতিহ্যবাহী রাজধানী প্যারিস, তবে ১৬৮২–১৭৮৯ পর্যন্ত সরকার আসন ছিল ভার্সাই প্রাসাদ।
বিতর্কিত রাজধানী
- সাইপ্রাস ও উত্তর সাইপ্রাস: নিকোসিয়া জাতিসংঘের বাফার জোন দ্বারা বিভক্ত; দক্ষিণাংশের নিয়ন্ত্রণে সাইপ্রাস প্রজাতন্ত্র ও উত্তরাংশে অস্বীকৃত উত্তর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্র।
- ইসরায়েল ও প্যালেস্টাইন: উভয়েই জেরুজালেমকে রাজধানী দাবি করে। ইসরায়েলের রাষ্ট্রপতির বাসভবন, সরকার, সংসদ (কনেসেট) ও সুপ্রিম কোর্ট জেরুজালেমে অবস্থিত; প্যালেস্টাইন কর্তৃপক্ষের রাজধানী কার্যত রামাল্লা।
Remove ads
প্রতীক হিসেবে রাজধানী

আধুনিক রাষ্ট্রব্যবস্থায় রাজধানী একটি রাষ্ট্র ও এর সরকারের প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং এর নির্বাচনে রাজনৈতিক তাৎপর্য থাকে। উদাহরণ:
- এথেন্স ১৮৩৪ সালে গ্রিসের রাজধানী হয় স্বাধীনতার পর, প্রাচীন গৌরব পুনরুজ্জীবনের প্রতীক হিসেবে।
- পিটার দ্য গ্রেট মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ-এ রাজধানী স্থানান্তর করেন ইউরোপীয় দিকনির্দেশের জন্য।
- নয়াদিল্লি ব্রিটিশ ভারতে রাজধানী হয় ১৯১১ সালে, পুরনো দিল্লির ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রেখে।
- ওয়েলিংটন নিউজিল্যান্ডের রাজধানী হয় অকল্যান্ডের পরিবর্তে দক্ষিণ দ্বীপের কাছাকাছি স্থানে।
- গৃহযুদ্ধের সময় ওয়াশিংটন, ডিসি ও রিচমন্ড, ভার্জিনিয়া-র প্রতিরক্ষায় বিপুল সম্পদ ব্যয় হয়।
Remove ads
সামরিক কৌশলে রাজধানী

যুদ্ধে রাজধানী দখল শত্রুর সরকার পতনের সম্ভাবনা বাড়ায়। চীনের ইতিহাসে রাজধানী পতনের সাথে রাজবংশ পতনের নজির আছে। ইউরোপে বিকেন্দ্রীকৃত ক্ষমতার কারণে রাজধানী দখল সবসময় সিদ্ধান্তমূলক ছিল না, তবে ফ্রান্সের মতো কেন্দ্রীভূত রাষ্ট্রে তা ছিল।
টিকা
- আন্ড্রেয়াস দাউম, "আধুনিক ইতিহাসে রাজধানী: জাতির জন্য নগর স্থান সৃষ্টি", বার্লিন – ওয়াশিংটন, ১৮০০–২০০০: রাজধানী শহর, সাংস্কৃতিক উপস্থাপনা, ও জাতীয় পরিচয়, সম্পাদনা: আন্দ্রেয়াস দাউম ও ক্রিস্টফ মাউচ, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস, ২০০৬, পৃ. ৩–২৮।
- ক্যাপিটাল সিটিজ: ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভস – লেস ক্যাপিটালেস: পার্সপেক্টিভস ইন্টারন্যাশনাল, সম্পাদনা: জন টেলর, জিন জি. ল্যাংলেল এবং ক্যারোলিন অ্যান্ড্রু। অটোয়া: কার্লেটন ইউনিভার্সিটি প্রেস, ১৯৯৩, আইএসবিএন ৯৭৮-০-৭৭৩৫-৮৪৯৬-৯।
Remove ads
আরও দেখুন
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads