শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
তানজানিয়া জাতীয় নারী ক্রিকেট দল
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
তানজানিয়া জাতীয় নারী ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে তানজানিয়ার প্রতিনিধিত্বকারী একটি দল।
Remove ads
ইতিহাস
তানজানিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিসিএ) ২০০৪ সালে আফ্রিকান নারী ক্রিকেট চ্যাম্পিয়নশিপের প্রথম আসর আয়োজন করে।[৪] টুর্নামেন্টে তানজানিয়া দল উগান্ডা, কেনিয়া ও নামিবিয়াকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।[৫][৬]
২০১৯ সালের ৬ মে ২০১৯ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব টুর্নামেন্টে জিম্বাবুয়ের বিরুদ্ধে তানজানিয়া নিজেদের প্রথম আনুষ্ঠানিক টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলে।
ব |
||
শার্ন মেয়ারস ৬৫ (৫০) মনিকা প্যাসকাল ২/২০ (২ ওভার) |
গাট্রুড মুশি ১৬* (৩৫) আনেসু মুশাংওয়ে ২/৩ (৪ ওভার) |
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- গাট্রুড মুশি, জিনাইদা জেরেমায়া, তাবু ওমরি, নাসরা সাইদি, নিমা পিউস, নুরু তিন্দো, পেরিস কামুনিয়া, ফাতুমা কিবাসু, মনিকা প্যাসকাল, শুফা মোহাম্মদি ও হুদা ওমরি (তানজানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
Remove ads
আন্তর্জাতিক প্রতিযোগিতা
২০২১ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ২০২১ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব টুর্নামেন্টে তানজানিয়া অংশ নেয়।[৭] টুর্নামেন্টে তানজানিয়ার ফাতুমা কিবাসু এসোয়াতিনির বিরুদ্ধে নিজের টি২০আই ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন, যেটি ছিল কোনও আইসিসি সহযোগী সদস্য দলের খেলোয়াড়ের একাধিক নারী টি২০আই শতরানের ইনিংসের প্রথম নজির। টুর্নামেন্টে তানজানিয়া তৃতীয় স্থান অধিকার করে। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফাতুমা কিবাসু।
Remove ads
খেলোয়াড়
২০২৩ ভিক্টোরিয়া সিরিজে তানজানিয়ার দলটি ছিল নিম্নরূপ:[৮]
পরিসংখ্যান
সারাংশ
প্রসঙ্গ
আন্তর্জাতিক ম্যাচের সারসংক্ষেপ — তানজানিয়া[৯]
২৪ এপ্রিল ২০২৩ তারিখে সর্বশেষ হালনাগাদ।
টোয়েন্টি২০ আন্তর্জাতিক
- সর্বোচ্চ দলীয় স্কোর: ২৮৫/১ বনাম মালি (কিগালি, ২২ জুন ২০১৯)[১০]
- সর্বোচ্চ একক স্কোর: ১২৭*, ফাতুমা কিবাসু বনাম এসোয়াতিনি (গাবোরোনে, ১৪ সেপ্টেম্বর ২০২১)[১১]
- ইনিংসে সেরা বোলিং বিশ্লেষণ: ৫/০, নাসরা সাইদি বনাম মালি (কিগালি, ২২ জুন ২০১৯)[১২]
অন্যান্য দলের বিরুদ্ধে টি২০আই পরিসংখ্যান[৯]
টি২০আই #১৪০৯ পর্যন্ত সঠিক পরিসংখ্যান। ২৪ এপ্রিল ২০২৩ তারিখে সর্বশেষ হালনাগাদ।
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads