শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
দক্ষিণখান ইউনিয়ন
বাংলাদেশের রাজধানী ঢাকার এলাকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
দক্ষিণখান আদর্শ ইউনিয়ন বাংলাদেশের ঢাকা জেলার তেজগাঁও উন্নয়ন সার্কেলের একটি প্রশাসনিক ইউনিয়ন।[১] যা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সঙ্গে একীভূত করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা-২০১৩-এর বিধি ৫(২) বিধান অনুসারে ডিএনসিসির অন্তর্ভুক্ত করা হয়। [২][৩] এর ফলে দক্ষিণখান আদর্শ ইউনিয়ন পরিষদ বিলুপ্ত হয়।
Remove ads
অবস্থান ও সীমানা
দক্ষিণখান থানার উত্তরে গাজীপুর সদর উপজেলা, দক্ষিণে খিলক্ষেত থানা, পূর্বে উত্তরখান থানা ও পশ্চিমে বিমানবন্দর থানা অবস্থিত।
ইতিহাস
১৯৭১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তেজগাঁও উন্নয়ন সার্কেলের একটি প্রশাসনিক ইউনিয়ন ছিল। যা ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে একীভূত করা হয়।
আয়তন ও জনসংখ্যা
জনসংখ্যা প্রায় ৫,২৯,৫০০।
শিক্ষা
শিক্ষার হার : শিক্ষার হার ৬৮.৮৭%। পুরুষ ও মহিলাদের মধ্যে এই হার যথাক্রমে ৭৩.৫৭% ও ৬৩.০৬%।
শিক্ষা প্রতিষ্ঠান
দর্শনীয় স্থান
জনপ্রতিনিধি
সর্বশেষ চেয়ারম্যান- এস.এম তোফাজ্জল হোসেন (বীর মুক্তিযোদ্ধা)
চেয়ারম্যানগণের তালিকা
আরও দেখুন
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads