শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

দক্ষিণখান ইউনিয়ন

বাংলাদেশের রাজধানী ঢাকার এলাকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

দক্ষিণখান ইউনিয়নmap
Remove ads

দক্ষিণখান আদর্শ ইউনিয়ন বাংলাদেশের ঢাকা জেলার তেজগাঁও উন্নয়ন সার্কেলের একটি প্রশাসনিক ইউনিয়ন[] যা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সঙ্গে একীভূত করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা-২০১৩-এর বিধি ৫(২) বিধান অনুসারে ডিএনসিসির অন্তর্ভুক্ত করা হয়। [][] এর ফলে দক্ষিণখান আদর্শ ইউনিয়ন পরিষদ বিলুপ্ত হয়।

দ্রুত তথ্য দক্ষিণখান, দক্ষিণখান আদর্শ ইউনিয়ন পরিষদ। ...
Thumb
মানচিত্র
Remove ads

অবস্থান ও সীমানা

দক্ষিণখান থানার উত্তরে গাজীপুর সদর উপজেলা, দক্ষিণে খিলক্ষেত থানা, পূর্বে উত্তরখান থানা ও পশ্চিমে বিমানবন্দর থানা অবস্থিত।

ইতিহাস

১৯৭১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তেজগাঁও উন্নয়ন সার্কেলের একটি প্রশাসনিক ইউনিয়ন ছিল। যা ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে একীভূত করা হয়।

আয়তন ও জনসংখ্যা

জনসংখ্যা প্রায় ৫,২৯,৫০০।

শিক্ষা

শিক্ষার হার : শিক্ষার হার ৬৮.৮৭%। পুরুষ ও মহিলাদের মধ্যে এই হার যথাক্রমে ৭৩.৫৭% ও ৬৩.০৬%।

শিক্ষা প্রতিষ্ঠান

দর্শনীয় স্থান

জনপ্রতিনিধি

সর্বশেষ চেয়ারম্যান- এস.এম তোফাজ্জল হোসেন (বীর মুক্তিযোদ্ধা)

চেয়ারম্যানগণের তালিকা

আরও দেখুন

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads