শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

দার্জিলিং বিধানসভা কেন্দ্র

পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

দার্জিলিং বিধানসভা কেন্দ্রmap
Remove ads

দার্জিলিং (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার একটি বিধানসভা কেন্দ্র

দ্রুত তথ্য দার্জিলিং, দেশ ...
Remove ads

এলাকা

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে ২৩ নং দার্জিলিং বিধানসভা কেন্দ্রটি দার্জিলিং পৌরসভা, দার্জিলিং পুলবাজার সিডি ব্লক এবং ধুতরিয়া কালেজ ভ্যালি, ঘুম খাসমহল, সুখিয়া-সিমানা, রংভাং গোপালধারা, পোখারিবং-১, পোখারিবং-২, পোখারিবং-৩, লিঙ্গিয়া মারায়েবং, পেরমাগুড়ি তামসাং, প্লাংডাং ও রংবুল গ্রাম পঞ্চায়েত গুলি জোড়বাংলো-সুকিয়াপোখরি সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[]

দার্জিলিং বিধানসভা কেন্দ্রটি ৪ নং দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[]

Remove ads

বিধানসভার বিধায়ক

আরও তথ্য নির্বাচনের বছর, কেন্দ্র ...
Remove ads

২০১৬ নির্বাচন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬, জি.জে.এম. এর অমর সিং রাই তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি'র সারদা রাই সুব্বাকে পরাজিত করেন।

আরও তথ্য দল, প্রার্থী ...

নির্বাচনী ফলাফল

সারাংশ
প্রসঙ্গ

২০১১

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১, জিজেএম এর ত্রিলোক দেওয়ান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিএনএলএফ এর বিম সুব্বাকে পরাজিত করেন।

আরও তথ্য দল, প্রার্থী ...

১৯৭৭-২০০৬

২০০৬ সালের বিধানসভা নির্বাচনে,[১৫] জিএনএলএফের প্রনয় রাই দার্জিলিং কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দল/এবিজিএল এর অমর লামাকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ২০০১ সালে জিএনএলএফের ডি.কে.প্রধান, নির্দল/সিপিআরএম এর সাবান রাইকে পরাজিত করেন।[১৪] ১৯৯৬ সালে জিএনএলএফের নর বাহাদুর ছেত্রী, সিপিআই (এম) -এর কমলা সংস্কৃত্যায়নকে পরাজিত করেন।[১৩] ১৯৯১ সালে নির্দলের নরেন্দ্র কুমাই, এবিজিএলের জে.ডি.এস. রাইকে পরাজিত করেন।[১২] ১৯৮৭ সালে সিপিআই (এম) -এর দয়া লামা,নির্দলের পি.পি. রাইকে পরাজিত করেন।[১১] এবং ১৯৮২ সালে জে.ডি.এস. রাইকে পরাজিত করেন।[১০] ১৯৭৭ সালে নির্দল/এবিজিএল এর দেও প্রকাশ রাই, সিপিআই (এম) -এর সদগোপাল লেপচাকে পরাজিত করেন।[][১৭]

১৯৫১-১৯৭২

১৯৭২[], ১৯৭১[], ১৯৬৯[], ১৯৬৭[], ১৯৬২[] এবং ১৯৫৭ সালে[] নির্দল/এবিজিএল এর দেও প্রকাশ রাই জয়ী হন। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন, ১৯৫১ সালে[], নির্দলের ডালবাহাদুর সিং গাহত্রজ জয়ী হন।

Remove ads

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads