শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
দিনাজপুর
বাংলাদেশের একটি শহর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
দিনাজপুর বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগে অবস্থিত একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি দিনাজপুর জেলা এবং দিনাজপুর সদর উপজেলার সদর। এটি দিনাজপুর জেলার প্রধান শহর এবং রংপুর বিভাগের দ্বিতীয় বড় শহর। শহরটির সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমানবন্দর যথাক্রমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৈয়দপুর বিমানবন্দর। বিভাগীয় শহর রংপুর থেকে দিনাজপুর শহরের দূরত্ব ৭৪.২ কি.মি.।[১] জনসংখ্যার ভিত্তিতে দিনাজপুর বাংলাদেশের ২৫তম বৃহত্তম শহর। উপজেলার সংখ্যানুসারে দিনাজপুর জেলা বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা।[২]

Remove ads
নামকরণ
সম্রাট যদুনারায়ণ খাঁর পেস্কার দিনরাজের নাম হতে দিনাজপুর জেলার নাম হয়েছে। উত্তর বাঙ্গলার লোক শব্দের আদ্য "র"কার উচ্চারণ করে না। এজন্য তারা ঐ স্থানকে দিন-আজ-পুর বলত। তা হতেই দিনাজপুর জেলার নাম হয়েছে।[৩]
জনসংখ্যা
বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা-২০১১ অনুযায়ী দিনাজপুর শহরের মোট জনসংখ্যা ১৯১,৩২৯ জন যার মধ্যে ৯৮,৪৭০ জন পুরুষ এবং ৯২,৪৫৯ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ১০৬৷ শহরে মোট হোল্ডিং রয়েছে ৪২,০৩৪টি।[৪]
ভৌগোলিক উপাত্ত
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হলো ২৫.৬২১৬৪৬৮° উত্তর ৮৮.৬৩৫৪২৪৮° পূর্ব। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ৪২ মিটার।[৫]
প্রশাসন
১৮৬৯ সালে দিনাজপুর শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে দিনাজপুর পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ১২টি ওয়ার্ড এবং ৮০টি মহল্লায় বিভক্ত। ২২ বর্গ কি.মি. আয়তনের দিনাজপুর শহর এলাকাটি দিনাজপুর পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[৬]
শিক্ষা ব্যবস্থা
দিনাজপুর শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৭৬.৯৬ ভাগ।
জনসংখ্যা
জলবায়ু
অর্থনীতি
দর্শনীয় স্থান
- নয়াবাদ মসজিদ
- নওপাড়া আদর্শ গ্রাম
- দিনাজপুর রাজবাড়ি
- কান্তনগর মন্দির
- সুখ সাগর (দর্শনীয় স্থান)
- স্বপ্নপুরী
- রামসাগর[৭]
- ধর্মপুর শালবন
- কড়ই বিল
- দীপশিখা মেটি স্কুল
- মাধবগাঁও গ্রাম, কাহারোল উপজেলা
- বিরল-রাধিকাপুর করিডোর, জিরো পয়েন্ট
- আওকরা মসজিদ
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads