শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
দিলশাদ নাহার কনা
বাংলাদেশী সংগীতশিল্পী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
দিলশাদ নাহার কনা একজন বাংলাদেশী সংগীতশিল্পী ও মডেল। নিজের প্রথম একক অ্যালবাম 'জ্যামিতিক ভালোবাসা'র টাইটেল গানটির মাধ্যমেই কণ্ঠশিল্পী হিসেবে আলোচনায় এসেছিলেন সুকণ্ঠী গায়িকা কনা। এরপর একে একে আরও দুটি একক অ্যালবামের মাধ্যমে বেশ কিছু হিট গান উপহার দিয়েছেন তিনি।[১] তিনি বসগিরি (২০১৬) চলচ্চিত্রের "দিল দিল দিল", পোড়ামন ২ (২০১৮) চলচ্চিত্রের "ওহে শ্যাম", এবং বিশ্বসুন্দরী (২০১৯) চলচ্চিত্রের "তুই কি আমার হবি রে" গানের জন্য তিনবার সেরা গায়িকা বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।
Remove ads
শৈশব
সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা ১৫ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। তার শৈশবকাল কাটে তার মা-বাবা এক ভাই এবং এক বোনের সাথে।কনার ভালো নাম দিলশাদ নাহার কণা হলেও পারিবারিক পরিমণ্ডলে তিনি আরও দুটি নামে পরিচিত। বাবা-মায়ের কাছে কনা নামটি কনুতে রূপান্তরিত হলেও বাচ্চাদের কাছে তার নামটি আরও মজার—‘কনামনা’।[২] মিরপুরের টাইনি টটস স্কুলে ভর্তি হওয়ার মধ্য দিয়েই কনার স্কুলজীবনের হাতেখড়ি। তিনি ঢাকার মগবাজার বালিকা উচ্চ বিদ্যালয় এবং লালমাটিয়া কলেজের ছাত্রী ছিলেন।[৩]
Remove ads
সঙ্গীত জীবন
মাত্র চার বছর বয়সেই গানের সঙ্গে পরিচিতি ঘটে তার। ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে’ গানটি শেখার মধ্য দিয়েই কনার গানের ভুবনে পা রাখা। আনুষ্ঠানিকভাবে তার কণ্ঠে গাওয়া প্রথম গানটি ছিল ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’। জীবনের প্রথম কোনো গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ শিল্পী দ্বিতীয় স্থান অর্জন করেন, আর তাও মাত্র পাঁচ বছর বয়সে।[৪] কনা তার সঙ্গীত জীবন শুরু করেন ২০০০ সালে।[৫] কনার প্রথম অ্যালবাম 'জ্যামিতিক ভালবাসা', যা বের হয় ২০০৬ সালে।[৬] তার দ্বিতীয় একক অ্যালবাম ফুয়াদ ফিচারিং কনা বের হয় ২০০৮ সালে “কনা” নামে। তার তৃতীয় একক অ্যালবাম “সিম্পলি কনা” বের হয় ১৮ আগস্ট ২০১১ তে।[৭]
Remove ads
বিজ্ঞাপনের জিঙ্গেলে কণা
ইমন সাহার হাত ধরে একটি বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দেওয়ার সুযোগ পান কণা। পরবর্তী সময়ে প্রায় ৫০০ জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তিনি। 'আভি তো লামহে' শিরোনামে একটি হিন্দি বিজ্ঞাপনেও কণ্ঠ দিয়েছেন কণা।[৮] বাংলা ও হিন্দি ছাড়াও সিংহলি এবং আরবি ভাষায়ও জিংগেল করেছেন কনা।[৯]
ডিস্কোগ্রাফি
সারাংশ
প্রসঙ্গ
স্টুডিও অ্যালবাম
জ্যামিতিক ভালোবাসা
জ্যামিতিক ভালোবাসা অ্যালবামটি ২০০৬ সালে অডিও আকারে বের হয়।
গানের তালিকা
কনা
কনা অ্যালবামটি ২০০৮ সালে অডিও আকারে বের হয়। এই অ্যালবামের সঙ্গীত আয়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির।
গানের তালিকা
সিমপ্লি কনা
সিমপ্লি কনা অ্যালবামটি ২০১১ সালে অডিও আকারে বের হয়। এই অ্যালবামের সঙ্গীত আয়োজন করেছেন বাপ্পা মজুমদার।
গানের তালিকা
প্লেব্যাক
Remove ads
চলচ্চিত্র
পুরস্কার ও মনোনয়ন
- টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুরস্কার
- আরটিভি স্টার অ্যাওয়ার্ডস
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads