শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

নদনা ইউনিয়ন

নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

নদনা ইউনিয়ন
Remove ads

নদনা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সোনাইমুড়ি উপজেলার একটি ইউনিয়ন

দ্রুত তথ্য নদনা, দেশ ...
Thumb
মানচিত্র
Remove ads

আয়তন

নদনা ইউনিয়নের আয়তন ১৯.৮০ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নদনা ইউনিয়নের জনসংখ্যা ৩২,০৬১ জন।

অবস্থান ও সীমানা

সোনাইমুড়ি উপজেলার উত্তরাংশে নদনা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে জয়াগ ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে দেওটি ইউনিয়ন, দক্ষিণে সোনাপুর ইউনিয়নবজরা ইউনিয়ন, পূর্বে সোনাইমুড়ি পৌরসভাচাষীরহাট ইউনিয়ন এবং উত্তরে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নসরসপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

নদনা ইউনিয়ন সোনাইমুড়ি উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সোনাইমুড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৮নং নির্বাচনী এলাকা নোয়াখালী-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • বগাবাড়ীয়া
  • বোরপিট
  • দেবপুর
  • গজারিয়া
  • হরিহাস
  • হাটগাঁও
  • জগজীবনপুর
  • কালুয়াই
  • মানিকপুর
  • পাঁচবাড়ীয়া
  • রমাপুর
  • শাকতলা
  • শিবপুর

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নদনা ইউনিয়নের স্বাক্ষরতার হার ৬১.৪%।[] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদরাসা এবং ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

প্রাথমিক বিদ্যালয়[]

  1. দক্ষিণ শাকতলা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. শাকতলা আছিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. নিলামহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. পাঁচবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. হাটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. নদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  9. কালুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়
  10. বোরপিট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  11. দক্ষিণ হাটগাঁও রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  12. গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  13. বড়গাঁও ইসলামিয়া (বদীউল আলম সাহেব হুজুরের )মাদ্রাসা, শাকতলা।
  14. পাঁচবাড়িয়া আহমদীয়া এতিমখানা।
  15. কালুয়াই মাদানিয়া মাদ্রাসা।
  16. গজারিয়া তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা, গজারিয়া।
  17. উত্তর শাকতলা তালিমুল কোরআন মাদ্রাসা ,নদনা।
  18. মারকাজ হামজা মাদ্রাসা,শাকতলা।
  19. বোরপিট ইবতেদাইয়া মাদ্রাসা।
  20. শাকতলা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা।
  21. আবুবকর মাদ্রাসা বাগাবাড়িআ।
  22. কালুয়াই মোহাম্মদিয়া মাদ্রাসা।
  23. পাঁচবাড়িয়া মধ্যপাড়া নূরানী তালিমুল কোরআন মাদ্রাসা।
  24. কালুয়াই আশরাফিয়া মাদ্রাসা।
  25. দক্ষিণ কালুয়াই আল রাহাত মাদ্রাসা।
Remove ads

উল্লেখযোগ্য ব্যক্তি

যোগাযোগ ব্যবস্থা

সোনাইমুড়ী উপজেলা হতে সিএনজি অথবা বাস যোগে গজারিয়া থেকে নিলাম হাট হয়ে উত্তর দিকে আসলেই ইউপি কমপ্লেক্স দেখা যাবে।

খাল ও নদী

খাল ও নদীর তালিকা[]

  • সোনাইমুড়ী-নদনা সংযোগ খাল
  • নদনা-গজারিয়া সংযোগ খাল
  • নদনা-জয়াগ সংযোগ খাল

হাট-বাজার

হাট-বাজারের তালিকা[]

  • কালিকাপুর বাজার
  • নিলামহাট বাজার
  • বাংলা বাজার
  • শিবপুর বাজার

জনপ্রতিনিধি

বর্তমান পরিষদ[]

আরও তথ্য নাম, পদবি ...
Remove ads

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads