শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

নন্দীগ্রাম উপজেলা

বগুড়া জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

নন্দীগ্রাম উপজেলাmap
Remove ads

নন্দীগ্রাম বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত একটি উপজেলা

দ্রুত তথ্য নন্দীগ্রাম, দেশ ...
Remove ads

অবস্থান ও আয়তন

এ উপজেলার উত্তরে শাজাহানপুর উপজেলাকাহালু উপজেলা, দক্ষিণে নাটোর জেলার সিংড়া উপজেলা, পূর্বে শেরপুর উপজেলা, পশ্চিমে আদমদীঘি উপজেলা, নওগাঁ জেলার রাণীনগর উপজেলানাটোর জেলার সিংড়া উপজেলা

প্রশাসনিক এলাকা

নন্দীগ্রাম উপজেলা নন্দীগ্রাম পৌরসভা এবং ৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত। নন্দীগ্রাম উপজেলার ইউনিয়ন সমূহ -

  1. ১নং বুড়ইল ইউনিয়ন
  2. ২নং নন্দীগ্রাম ইউনিয়ন
  3. ৩নং ভাটরা ইউনিয়ন
  4. ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন
  5. ৫নং ভাটগ্রাম ইউনিয়ন

ইতিহাস

মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের ২৮ এপ্রিল এ উপজেলার বামন গ্রামে পাকবাহিনী একটি গণহত্যা সংঘটিত করে। উক্ত গণহত্যায় ১৫৭ জন নিরীহ লোক মারা যায়। তাছাড়া মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী ও মুক্তিবাহিনীর এক লড়াইয়ে ১ জন শহীদ হন। ৮ ডিসেম্বর নন্দীগ্রাম উপজেলা শত্রুমুক্ত হয়। উপজেলায় বামন গ্রামে ১টি গণকবরের সন্ধান পাওয়া গেছে।[]

জনসংখ্যার উপাত্ত

এই উপজেলার মোট জনসংখ্যা - ১,৬৮,১৫৫ জন। এর মধ্যে পুরুষ - ৮৫,৬৮০ জন এবং মহিলা - ৮২,৪৬৫ জন। লোক সংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৬৩৩ জন।

শিক্ষা

শিক্ষার গড় হার ৪২.২%; পুরুষ ৪৮.৪%, মহিলা ৩৫.৭%। নন্দীগ্রামে একটি সরকারি মহিলা কলেজ রয়েছে।

অর্থনীতি

সাধারণত কৃষিনির্ভর অর্থনীতি বিদ্যমান। এখানে বেশি ভাগ লোক কৃষক।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

 # মাওলানা কুদরুতুল্লাহ কৃষ্ণপুরী, গ্রাম-গুলিয়াকৃষ্ণপুর, ইসলামি ধর্মীয় ব্যক্তিত্ব, ইমাম, বক্তা, সমাজসেবক,।  মৃত্যু- ১৯৮৫ নিজ গ্রামে কবরস্থ। 
# ড: এস এম শাহিনুর ইসলাম দুলাল, জন্মস্থান- মীরপাড়া চাংগুর, বিজ্ঞানী, শিক্ষক, গবেষক,  মেটারিয়াল সায়েন্স,  রাজশাহী বিশ্ববিদ্যালয়। মৃত্যু ২০১০ অক্টোবর ১০।
# এ.এইচ.এম. মিজানুর রহমান, এডভোকেট, সহকারী এটর্নি জেনারেল (২০০৫-২০০৭), বাংলাদেশের সুপ্রিম কোর্ট।  জন্ম- গুলিয়াকৃষ্ণপুর, ১৫ ডিসেম্বর ১৯৭৩-।
  1. মরহুম আজিজুল হক মোল্লা (সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা)
  2. ডাঃ জিয়াউল হক মোল্লা (সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা)
  3. জনাব কফির উদ্দিন আহমেদ মাস্টার (বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা- গ্রামঃ গুলিয়া কৃষ্ণপুর)
Remove ads

বিবিধ

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads