শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
নান্দিনা রেলওয়ে স্টেশন
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
ইতিহাস: ঢাকা স্টেট রেলওয়ে কম্পানি দ্বারা ১৮৮৫ সালে ময়মনসিংহের সঙ্গে ঢাকার সংযোগ স্থাপন করে রেলপথ স্থাপিত হয়। এই রেলপথ ১৮৯৪ সালে জামালপুর পর্যন্ত, সম্প্রসারণ করা হয়। এসময় এই লাইনের স্টেশন হিসেবে নান্দিনা রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।
নান্দিনা রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল কারী ট্রেনের তালিকা নিম্নে দেওয়া হলো:
- তিস্তা এক্সপ্রেস {স্টপেজ নেই}
- অগ্নিবীণা এক্সপ্রেস {স্টপেজ নেই}
- যমুনা এক্সপ্রেস {স্টপেজ নেই}
- বিজয় এক্সপ্রেস {স্টপেজ নেই}
- ব্রহ্মপুত্র এক্সপ্রেস
- জামালপুর এক্সপ্রেস
- ময়মনসিংহ এক্সপ্রেস
- ধলেশ্বরী এক্সপ্রেস
- দেওয়ানগঞ্জ কমিউটার
- জামালপুর কমিউটার
- ভাওয়াল এক্সপ্রেস
- ২৫৩/২৫৪ লোকাল ট্রেন
- ২৫৫/২৫৫ লোকাল ট্রেন
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads