শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
নুসরাত ফারিয়া
বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
নুসরাত ফারিয়া মাজহার (জন্ম: ৮ সেপ্টেম্বর, ১৯৯৩)[১][২] একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, গায়ক, টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি। তিনি বেশিরভাগ ঢালিউড এবং টলিউড চলচ্চিত্রে কাজ করেন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকী চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।[৩]
তার প্রথম চলচ্চিত্রের সাফল্যের পর তিনি হিরো ৪২০ (২০১৬), বাদশা – দ্য ডন (২০১৬), প্রেমী ও প্রেমী (২০১৭) এবং বস ২: ব্যক টু রুল (২০১৭)-এর মতো আরও বেশ জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন। ২০২৩ সালে তিনি শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব: একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন।
Remove ads
কর্মজীবন
সারাংশ
প্রসঙ্গ

আরজে হিসেবে কাজের মধ্য দিয়ে গণমাধ্যমে আগমন তার। আরটিভির ‘ঠিক বলছেন তো‘ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টিভি পর্দায় উপস্থাপনায় আসেন নুসরাত ফারিয়া। ২০১২ সালে এনটিভির ‘থার্টিফাস্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানটি ফারিয়া সবার নজর কেড়ে নেন। ২০১৩ সালের জানুয়ারিতে বলিউড প্লেব্যাক শিল্পী সুনিধি চৌহানের ‘সুনিধি লাইভ কনসার্ট’ শিরোনামের অনুষ্ঠান উপস্থাপনা করে দারুণ প্রশংসিত হন তিনি। তার উপস্থাপিত বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে আরটিভির ‘লেট নাইট কফি উইথ নুসরাত ফারিয়া’, এসএ টিভির ‘ক্লিয়ার এসএ লাইভ স্টুডিও’, এটিএন বাংলার ‘ট্রেন্ড’, জিটিভির ‘লাক্স ওয়ার্ল্ড অব গ্ল্যামার’ এবং এনটিভির ‘স্টাইল অ্যান্ড ট্রেন্ড’, রেডিও ফুর্তিতে ‘নাইট শিফট উইথ ফারিয়া’ ইত্যাদি। এছাড়া নুসরাত ফারিয়া ‘ডোর’ নামে ফ্যাশন হাউসের ব্র্যান্ড মডেল এবং ফেয়ার অ্যান্ড লাভলি, সিম্ফনি, সিটিসেল রিচার্জের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে কাজ করেন।[৪][৫][৬]
চলচ্চিত্র
নুসরাত ফারিয়া ২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার অশোক পাতি পরিচালিত আশিকী দিয়ে বড় পর্দায় অভিষেক করেন।[৭]
২০১৬ সালে, নুসরাত ফারিয়া আরও একটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অভিনয় করেন, বাদশা - দ্য ডন নামের উক্ত চলচ্চিত্রটি পরিচালনা করেন বাবা যাদব। এই চলচ্চিত্রে ভারতের জনপ্রিয় অভিনেতা জিতও অভিনয় করেন। চলচ্চিত্রটিকে নুসরাত ফারিয়ার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় বলে বিবেচনা করা হয়। এই চলচ্চিত্রের জন্য তিনি বাংলাদেশ থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টেলি সিনে পুরস্কার লাভ করেন।
২০১৭ সালে নুসরাত ফারিয়া প্রেমী ও প্রেমী এবং ধ্যাততেরিকি চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি ডিটেকটিভ নামের বাংলাদেশের প্রথম অ্যানিমেটেড চলচ্চিত্রের ডাবিংয়ে কণ্ঠ দেন। এই তিনটি চলচ্চিত্র জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছিল এবং প্রতিটিতেই আরিফিন শুভ অভিনয় করেন। একই বছর তিনি বস ২ চলচ্চিত্রে অভিনয় করেন। বাবা যাদব পরিচালিত, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্রটিতে তার সাথে অভিনেতা জিত অভিনয় করেন। চলচ্চিত্রটি ২০১৩ সালের বস: বর্ন টু রুলের দ্বিতীয় কিস্তি এবং এতে অভিনয় করেছিলেন শুভশ্রী গাঙ্গুলি। নুসরাত ফারিয়ে প্রথমে চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে নাকোচ করেন, তবে পরে চলচ্চিত্রের স্ক্রিপ্ট পড়ে তিনি অভিনয়ের জন্য সম্মতি দেন। তিনি এই চলচ্চিত্রের 'আল্লাহ মেহেরবান' গানের সঙ্গীত ভিডিওতে তার পরিহিত পোশাক নিয়ে তিনি সমালোচনার সম্মুখীন হন।
২০২০ সালে, তিনি শামীম আহমেদ রনি পরিচালিত শাহেনশাহ চলচ্চিত্রে অভিনয় করেন, সেখানে তিনি প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে অভিনয় করেন। ২০২৩ সালে তিনি অন্যান্য চলচ্চিত্রের পাশাপাশিত শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব: একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন।
Remove ads
ব্যক্তিগত জীবন
নুসরাত ১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার দাদা একজন সেনা কর্মকর্তা হওয়ায় তার শৈশব কাটে ঢাকার সেনানিবাসে। তিনি ২০২০ সালে রনী রিয়াদ রাশিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২১ সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[৮]
গ্রেফতার
নুসরাত ফারিয়াকে ১৮ মে ২০২৫ তারিখে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলা ছিল।[৯] এই মামলাটি ২০২৪ সালের জুলাই মাসে গণআন্দোলনের সময় সংঘটিত একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত। মামলার অভিযোগে বলা হয়, তিনি এবং আরও ১৬ জন তারকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ জোগান দিয়েছিলেন।[৯]
তার গ্রেফতার নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।[১০] অভিযোগ উঠে আওয়ামী লীগের আমলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে সরকারি উদ্যোগে বানানো মুজিব: একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার ভূমিকায় অভিনয়ের জন্য তাকে 'শাস্তি' দিতে গ্রেফতার করা হয়েছে।[১১]
১৯ মে ২০২৫ তারিখে ঢাকার একটি আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।[১২][১৩] পরের দিন ২০ মে আদালত তার জামিন মঞ্জুর করে।[১৪][১৫]
Remove ads
চলচ্চিত্রের তালিকা
সারাংশ
প্রসঙ্গ
চলচ্চিত্র
টেলিভিশন
রেডিও
সঙ্গীত ভিডিও
পুরস্কার ও মনোনয়ন
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads