শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
নোয়াখালী পৌরসভা
নোয়াখালী জেলার একটি পৌরসভা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
নোয়াখালী পৌরসভা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি পৌরসভা।
Remove ads
আয়তন
নোয়াখালী পৌরসভার আয়তন ১৬.৬৬ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নোয়াখালী পৌরসভার জনসংখ্যা ১,০৭,৬৫৪ জন।[২]
অবস্থান ও সীমানা

নোয়াখালী সদর উপজেলার উত্তরাংশে নোয়াখালী পৌরসভার অবস্থান। এ পৌরসভার পশ্চিমে কাদির হানিফ ইউনিয়ন ও বিনোদপুর ইউনিয়ন, দক্ষিণে নোয়াখালী ইউনিয়ন,পূর্বে অশ্বদিয়া ইউনিয়ন, নিয়াজপুর ইউনিয়ন ও কাদির হানিফ ইউনিয়নের কিছু অংশ রয়েছে; এবং উত্তরে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
নোয়াখালী পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম সুধারাম মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭১নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৪ এর অংশ। এটি একটি ক শ্রেণীর পৌরসভা। ওয়ার্ডভিত্তিক নোয়াখালী পৌরসভার এলাকাসমূহ হল:
Remove ads
প্রতিষ্ঠাকাল
১৮৭৬ সালে নোয়াখালী পৌরসভা প্রতিষ্ঠিত হয়।
শিক্ষা ব্যবস্থা
সারাংশ
প্রসঙ্গ
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নোয়াখালী পৌরসভার স্বাক্ষরতার হার ৭৪.৪৪%।[২] এ পৌরসভায় ৬টি কলেজ, ১৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
কলেজ[৩]
- নোয়াখালী সরকারি কলেজ
- সোনাপুর কলেজ
- মাইজদী পাবলিক কলেজ
- ন্যাশনাল মডেল কলেজ
- নোয়াখালী সরকারি মহিলা কলেজ
- নোয়াখালী সিটি কলেজ
মাধ্যমিক বিদ্যালয়[৪]
- নোয়াখালী জিলা স্কুল
- নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- মহব্বতপুর বালিকা উচ্চ বিদ্যালয়
- আল-ফারুক একাডেমি
- ব্রাদার আন্দ্রে উচ্চ বিদ্যালয়
- হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
- পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়
- অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়
- নোয়াখালী উচ্চ বিদ্যালয়
- এম. এ. রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়
- মাইজদী বালিকা বিদ্যানিকেতন
- আহমদিয়া মডেল উচ্চ বিদ্যালয়
- কালিতারা মুসলিম গার্লস একাডেমি
প্রাথমিক বিদ্যালয়[৫]
- পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাইজদী বালিকা বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নোয়াখালী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়
- অরুন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লক্ষ্মীনারায়ণপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর মাইজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাইজদী গার্লস একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খাদেমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাইজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
- করিমপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- করিমপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আলহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনাপুর শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মহব্বতপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জালিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম বদরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মাদ্রাসা]```
Remove ads
যোগাযোগ ব্যবস্থা
নোয়াখালী শহর থেকে ঢাকা ও চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। বর্তমানে নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক ও নোয়াখালী-ফেনী মহাসড়ক ফোর-লেনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এই দুটি ফোর-লেন সমাপ্ত হলে নোয়াখালী শহর থেকে ঢাকা ৪ ঘণ্টা ও চট্টগ্রামে ৩ ঘণ্টার মধ্যে পৌঁছানো যাবে।
রেল যোগাযোগেও নোয়াখালীর সাথে ঢাকার রেল যোগাযোগেও বেশ সমৃদ্ধ।রেলে ঢাকা থেকে নোয়াখালী আসতে ৫ ঘন্টা সময় লাগে।তাছাড়াও লাকসামের সাথে নোয়াখালীর রেল যোগাযোগ ও বেশ সমৃদ্ধ।
Remove ads
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সাবেক সংসদ সদস্য, নোয়াখালী-৩ আসন, প্রধান সংগঠক, মুজিব বাহিনী, নোয়াখালী অঞ্চল।
- ওবায়েদ উল্যা,
মাইনিং ইঞ্জিনিয়ার।
স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব।
• মরহুম আবদুল সাত্তার ঠিকাদার,
বিশিষ্ট সমাজ সেবক, ৩ নং ওয়ার্ড
জনপ্রতিনিধি
বর্তমান পরিষদ[৬]
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads