শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

পেট্রাপোল

ভারতের পশ্চিমবঙ্গের স্থলবন্দর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

পেট্রাপোলmap
Remove ads

পেট্রাপোল হল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার অন্তর্গত ইন্দো-বাংলাদেশ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত চেকপয়েন্টের একটি। এটি দক্ষিণবঙ্গের একমাত্র স্থলবন্দর এবং এশিয়ার বৃহত্তম স্থল শুল্ক-স্টেশন।[] বর্তমানে এই পেট্রাপোলকে কেন্দ্র করে এক বিশাল অর্থনীতিক কর্মকাণ্ড গড়ে উঠেছে।

দ্রুত তথ্য পেট্রাপোল, দেশ ...
Remove ads

অবস্থান

কলকাতা থেকে ৯৫ কিলোমিটার দূরে জাতীয় সড়ক ৩৫ এর উপর অবস্থিত। এর নিকটতম শহর ও রেলস্টেশন হল বনগাঁ[]

জনসংখ্যা

২০১১ সালের জনগননায় পেট্রোপলের মোট জনসংখ্যা হয়েছে ১,৭৭৮ জন।এর মধ্যে ৯২১ জন পুরুষ ও ৮৫৭ জন মহিলা।[]

চিত্রশালা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads