শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

ফাতিমা আল-ফিহরি

মরক্কান একাডেমিক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ফাতিমা আল-ফিহরি
Remove ads

ফাতিমা মুহাম্মদ আল-ফিহরি (৮০০ – ৮৮০) (فا طمة الفهر ية), ডাকনাম উম্মুল বানিন, অর্থাৎ সন্তানদের মা) ছিলেন তিউনিসিয়ার কারাওইনের একজন আরব মুসলিম নারী। উচ্চশিক্ষার ক্ষেত্রে পৃথিবীর প্রথম ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান স্থাপন করার জন্য তিনি পরিচিত। মরক্কোর ফেজে আল-কারাওইন বিশ্ববিদ্যালয় নামে এই প্রতিষ্ঠান এখনও প্রতিষ্ঠিত রয়েছে।

দ্রুত তথ্য ফাতিমা আল-ফিহরি, জন্ম ...
Remove ads

জীবনী

ফাতিমা আল ফিহরি ধনী ব্যবসায়ী মুহাম্মদ আল ফিহরির কন্যা ছিলেন।

আল-কারাওইন মসজিদ প্রতিষ্ঠা

ফাতিমা ও তার বোন মরিয়ম তাদের মৃত পিতার সম্পদ লাভের পর সিদ্ধান্ত নেন যে, তারা তাদের পিতার জন্য ওয়াকফ বা সাদাকায়ে জারিয়া হিসেবে মসজিদ বা শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করবেন।

৮৫৯ সালে ফাতিমা উচ্চশিক্ষায় বিশ্বের প্রথম প্রাতিষ্ঠানিক ডিগ্রি প্রদানকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন যা মরক্কোর ফেজে আল-কারাওইন বিশ্ববিদ্যালয় নামে এখনও প্রতিষ্ঠিত রয়েছে।[] এই বিশ্ববিদ্যালয় ভূমধ্যসাগর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে বিবেচিত হত। এর ব্যাপক সুনাম গার্বার্ট অব অভার্গনেকে এখানে শিক্ষাগ্রহণে উৎসাহিত করে। অভার্গনে পরবর্তীতে পোপ দ্বিতীয় সিলভেস্টার হন। বাকি ইউরোপে আরবি সংখ্যা পদ্ধতিশূন্যের ধারণার প্রচলন ঘটনার জন্য তাকে কৃতিত্ব দেয়া হয়।[]

বলা হয় যে ফাতিমার বোন মরিয়ম ফেজে আল আন্দালুস মসজিদ নির্মাণ করেছিলেন।

Thumb
ফাতিমা আল ফিহরির প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়
Remove ads

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads