শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
বগুড়া কমিউটার
বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি কমিউটার ট্রেন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
বগুড়া কমিউটার [১] বাংলাদেশ রেলওয়ের একটি কমিউটার ট্রেন। ট্রেনটি সান্তাহার থেকে লালমনিরহাট যাওয়ার পথে বগুড়া, গাইবান্ধা,রংপুর ও লালমনিরহাট জেলাকে সংযুক্ত করে। এছাড়াও একই রুটে পদ্মরাগ কমিউটার নামে আরেকটি ট্রেন চলে।
Remove ads
যাত্রাপথ
বগুড়া কমিউটার সান্তাহার থেকে লালমনিরহাট অভিমুখে মিটারগেজ রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়। ট্রেনটি আগে "বগুড়া এক্সপ্রেস" নামে মেইল ট্রেন হিসেবে চলাচল করত।
সময়সূচি
বগুড়া কমিউটার ট্রেনের সময়সূচি নিচে উল্লেখ করা হয়েছে -
স্টেশন তালিকা
বগুড়া কমিউটার যেসকল স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:
- সান্তাহার রেলওয়ে স্টেশন
- আদমদিঘী রেলওয়ে স্টেশন
- নসরতপুর রেলওয়ে স্টেশন
- আলতাফনগর রেলওয়ে স্টেশন
- তালোড়া রেলওয়ে স্টেশন
- পাচঁপীর মাজার রেলওয়ে স্টেশন
- কাহালু রেলওয়ে স্টেশন
- বগুড়া রেলওয়ে স্টেশন[২]
- গাবতলী রেলওয়ে স্টেশন
- সুখানপুকুর রেলওয়ে স্টেশন
- সৈয়দ আহমেদ কলেজ রেলওয়ে স্টেশন
- ভেলুরপাড়া রেলওয়ে স্টেশন
- সোনাতলা রেলওয়ে স্টেশন
- শালমারা হল্ট রেলওয়ে স্টেশন
- মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন
- বোনারপাড়া রেলওয়ে স্টেশন
- বাদিয়াখালী রেলওয়ে স্টেশন
- ত্রিমোহনী রেলওয়ে স্টেশন
- গাইবান্ধা রেলওয়ে স্টেশন
- কুপতলা রেলওয়ে স্টেশন
- কামারপাড়া রেলওয়ে স্টেশন
- নলডাঙ্গা রেলওয়ে স্টেশন
- বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন
- হাসানগঞ্জ রেলওয়ে স্টেশন
- চৌধুরাণী রেলওয়ে স্টেশন
- পীরগাছা রেলওয়ে স্টেশন
- অন্নদানগর রেলওয়ে স্টেশন
- কাউনিয়া রেলওয়ে স্টেশন
- তিস্তা রেলওয়ে স্টেশন
- মহেন্দ্রনগর রেলওয়ে স্টেশন
- লালমনিরহাট রেলওয়ে স্টেশন
সম্পর্কিত নিবন্ধ
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads