শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

লালমনিরহাট জেলা

বাংলাদেশের রংপুর বিভাগের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

লালমনিরহাট জেলাmap
Remove ads

লালমনিরহাট জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।

দ্রুত তথ্য লালমনিরহাট, দেশ ...
Remove ads

অবস্থান ও আয়তন

লালমনিরহাট জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে রংপুর জেলাকুড়িগ্রাম জেলা, পূর্বে কুড়িগ্রাম জেলা, পশ্চিমে নীলফামারী জেলা

Thumb
তিস্তা নদী

প্রশাসনিক এলাকাসমূহ

লালমনিরহাট জেলায় মোট ৫টি উপজেলা রয়েছে; এগুলো হলোঃ

ইতিহাস

এ জেলার নাম কেন লালমনিরহাট হলো সে সম্পর্কে বেশ কয়েকটি মত চালু আছে। সেগুলো হলো-

  • মাটির নিচে লাল পাথর দেখতে পায়। সেই থেকে এ জায়গার নাম হয়েছে লালমনি
  • স্বীকৃতিস্বরূপ এলাকার লোকজন নামে রাখে লালমনি
  • ১৭৮৩ সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামে এক মহিলা কৃষক নেতা নুরুলদিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করেন। সেই থেকে এ জায়গার নাম হয় 'লালমনি'। কালের বিবর্তনে 'হাট' শব্দটি 'লালমনি' শব্দের সাথে যুক্ত হয়ে নামকরণ হয়েছে 'লালমনিরহাট' ।

প্রত্নতাত্ত্বিক স্থাপনা

Thumb
নিদারিয়া মসজিদ, উত্তর পূর্ব কোণ থেকে

লালমনিরহাট সদর উপজেলায় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা আছে। সেটি হচ্ছে নিদারিয়া মসজিদ[] এছাড়া আছে ৬৯ হিজরি তথা ৬৯০ খ্রিস্টাব্দের হারানো মসজিদ। এটির নাম সাহাবায়ে কেরাম জামে মসজিদ।[]

জনসংখ্যা

লালমনিরহাট জেলার মোট জনসংখ্যা ১২,৫৬,০৯৯। মোট পুরুষ ৬২৮,৭৯৯ এবং মোট মহিলা ৬২৭,৩০০ জন। লালমনিরহাটের জনসংখ্যার ঘনত্ব ১০০০/কিমি। বেশিরভাগ লোক বাংলায় কথা বলে। এই জেলার বেশিরভাগই নাগরিকই মুসলিম। []

শিক্ষা

সারাংশ
প্রসঙ্গ

লালমনিরহাট জেলায় ১টি বিশ্ববিদ্যালয়, ৩৫টি কলেজ, ১৬৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৪৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৭৮টি মাদ্রাসা, ৭৫৪টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি পলিটেকনিক ইনস্টিটিউট, এবং প্রায় ২০০টি কিন্ডারগার্টেন রয়েছে।[] জেলার শিক্ষার হার ৫৫.৬৫%। জেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠিানের মধ্যে রয়েছেঃ

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়
  • লালমনিরহাট সরকারি নার্সিং কলেজ।
  • হাতীবান্ধা এস এস সরকারি উচ্চ বিদ্যালয়
  • সরকারি আলিমুদ্দিন কলেজ
  • লালমনিরহাট সরকারি কলেজ
  • সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজ
  • আদিতমারী সরকারি কলেজ
  • মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ
  • উত্তর বাংলা কলেজ,
  • মৌলভি আবুল হাশেম আহমেদ সিনিয়র মাদ্রাসা
  • দইখাওয়া আদর্শ কলেজ হাতীবান্ধা
  • পাটগ্রাম সরকারি কলেজ
  • পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজ
  • বড়খাতা ডিগ্রি কলেজ
  • হাতিবান্ধা মহিলা কলেজ হাতিবান্ধা
  • করিম উদ্দিন সরকারি কলেজ, কালিগঞ্জ চাপারহাট শামসুদ্দিন কমুরদ্দিন ডিগ্রি কলেজ
  • হাজরানীয়া ডিগ্রি কলেজ কালীগঞ্জ
  • শাখাতী উচ্চ বিদ্যালয়
  • চামটাহাট উচ্চ বিদ্যালয়
  • কে ইউ পি পাবলিক উচ্চ বিদ্যালয়
  • বড়খাতা উচ্চ বিদ্যালয়
  • ফকির পাড়া আদর্শ মহিলা কলেজ
  • রমনীগঞ্জ উচ্চ বিদ্যালয়
  • নাজির হোসেন খন্দকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
  • বড়খাতা বালিকা উচ্চ বিদ্যালয়
  • জমসেদ আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট
  • বড়খাতা পাবলিক বিএম কলেজ
  • ফকির পাড়া দারুস সুন্নাহ মাদরাসা
  • ফকির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শিয়াল খোওয়া স্কুল এন্ড কলেজ (কালিগঞ্জ)
  • বেগম কামরুন্নেসা ডিগ্রি কলেজ (দুরাকুটি, লালমনিরহাট সদর)
  • লালমনিরহাট নেছারিয়া কামিল মাদরাসা
  • তিস্তা ডিগ্রি কলেজ
  • টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (ভোকেশনাল)
  • ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজ
  • বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজ
  • লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়
  • লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
  • রেলওয়ে সি পি স্কুল
  • মিশন স্কুল
  • কবি শেখ ফজলুল করিম বালিকা উচ্চ বিদ্যালয়
  • শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় (বড়বাড়ী)
  • বড়বাড়ী শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় , (বড়বাড়ী)
  • রসুলপুর আব্দাল হোসেন বসুনিয়া উচ্চ বিদ্যালয়(বাউরা)
  • ভাদাই আদর্শ উচ্চ বিদ্যালয়, আদিতমারী, লালমনিরহাট
  • ফুলগাছ উচ্চ বিদ্যালয় (মোগলহাট)
  • তিস্তা ফাতিমাতুজ জোহরা মহিলা মাদ্রাসা
  • ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ
  • দেউতিরহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয়
  • ফকিরের তকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়
Remove ads

স্বাস্থ্য

লালমনিরহাট জেলা হাসপাতাল (১০০ শয্যা বিশিষ্ট), নিরাময় ক্লিনিক, দোয়েল ক্লিনিক বর্তমানে দোয়েল গেস্ট হাউজ ইত্যাদি। এছাড়াও এখানে স্বাস্থ্য বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আওতাধীন স্বাস্থ্যসেবা কার্যক্রম সুন্দর ভাবে চালু রয়েছে।

  • ফকির পাড়া কমিউনিটি ক্লিনিক ০৪ ওয়ার্ড।

অর্থনীতি

কৃষি প্রধান হলেও বিভিন্ন ব্যবসা-বাণিজ্য নিয়ে এই জেলা। ৭২.৭৮% মানুষ কৃষক, ১০.৪৯% ব্যবসায়ী, ৩.৪৬% শ্রমিক এবং ৪.৪৫% চাকুরীজীবি। []

যোগাযোগ ব্যবস্থা

বাস, ট্রেন, সাইকেল, ভ্যান, রিক্সা, অটো রিক্সা এছাড়াও একটি প্রাচীন বিমান বন্দর আছে।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব:

Remove ads

দর্শনীয় স্থান

Thumb
তিস্তা ব্যারেজ
Thumb
বুড়িমারী স্থলবন্দর ও ইমিগ্রেশন
Remove ads

নদ-নদী

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads