শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

বাদিন জেলা

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বাদিন জেলাmap
Remove ads

বাদিন জেলা (সিন্ধি: ضلعو بدين, উর্দু: ضلع بدین) পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি জেলা। জেলাটির মোট এলাকা ৬,৭২৬ বর্গ কিলোমিটার।[] ১৯৯৮ সালে পাকিস্তানের আদমশুমারি অনুসারে বাদিনের জনসংখ্যা ছিল প্রায় ১,১৩৬,৬৩৬ জন এর মত, যার মধ্যে থেকে ১৬.৪২% জন শহুরে জনসংখ্যা।[] ২০১৭ সালের আদমশুমারি অনুসারে জেলাটির মোট জনসংখ্যা ছিল প্রায় ১,৮০৪,৫১৬ জন।[]

দ্রুত তথ্য বাদিন জেলা Badin District ضلعو بدين, দেশ ...
Remove ads

প্রশাসন

জেলাটি প্রশাসনিকভাবে নিম্নোক্ত তহসিলে বিভক্ত:[]

  • বাদিন
  • মাতলি
  • তালহার
  • তান্দো বাগো
  • গোলারচি

যোগাযোগ

জেলাটিতে মোট ৫৫ টি ডাকঘর রয়েছে। এছাড়াও যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে ২০০৩ সালে টেলিফোন সংযোগ ছিল ৪,৮২১ টির মত।[]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads