শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

বাহমানি সালতানাত

মধ্যযুগে ভারতের অন্যতম বৃহৎ রাজ্য উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বাহমানি সালতানাত
Remove ads

বাহমানি সালতানাত (ফার্সি: سلطان‌نشین بهمنی; উর্দু: بہمنی سلطنت; মারাঠি: बहामनी सल्तनत; কন্নড়: ಬಹಮನಿ ಸುಲ್ತಾನರು; তেলুগু: బహమనీ సామ్రాజ్యం; বাহমানি রাজ্য বা বাহমানি সাম্রাজ্য নামেও পরিচিত) ছিল দক্ষিণ ভারতের একটি মুসলিম রাজ্য এবং মধ্যযুগে ভারতের অন্যতম বৃহৎ রাজ্য।[]

দ্রুত তথ্য বাহমানি সালতানাত سلطان‌نشین بهمنیبہمنی سلطنتबहामनी सल्तनतಬಹಮನಿ ಸುಲ್ತಾನರುబహమనీ సామ్రాజ్యం, রাজধানী ...

১৫১৮ সালের পর সালতানাত ভেঙে পাঁচটি রাজ্যের উদ্ভব হয়: আহমেদনগর সালতানাত, গোলকুন্ডা সালতানাত, বিদার সালতানাত, বেরার সালতানাত, বিজাপুর সালতানাত। এদেরকে সম্মিলিতভাবে দক্ষিণাত্য সালতানাত বলা হয়।[][১০]

Remove ads

ইতিহাস

বাহমানি সালতানাতের প্রতিষ্ঠাতা জাফর খান আফগান বা তুর্কি বংশোদ্ভূত ছিলেন।[১১][১২][১৩][১৪] বাহমানি সালতানাত দক্ষিণ ভারতের প্রথম স্বাধীন মুসলিম রাজ্য ছিল।[১৫] সেনাপতি হিসাবে জাফর শাহ দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে বিদ্রোহ করে বাহমানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।[১৬] এনসাইক্লোপিডিয়া ইরানিকা তাকে খোরাসানি অভিযাত্রী হিসাবে বর্ণনা করেছেন, যিনি নিজেকে বহরম গোর থেকে বংশোদ্ভূত বলে দাবি করতো।[১৭] মধ্যযুগীয় ইতিহাসবিদ ফিরিস্তা মতে, তার অস্পষ্টতা তার উৎপত্তি সন্ধান করা কঠিন করে তোলে, তবে তবুও তাকে আফগান বংশদ্ভূত হিসাবে উল্লেখ করা হয়।[১৮] ফিরিস্তা আরও লিখেছেন, জাফর খান এর আগে গাঙ্গু নামে দিল্লিতে একজন ব্রাহ্মণ জ্যোতিষীর সেবক ছিলেন (তাই হাসান গাঙ্গু নাম),[১৯] এবং বলেছেন যে তিনি উত্তর ভারত থেকে এসেছিলেন।[২০]

১৩৪৭ থেকে ১৪২৫ সাল পর্যন্ত আহসানাবাদ (গুলবার্গা) ছিল বাহমানি রাজধানী। এরপর মুহাম্মাদাবাদে (বিদার) রাজধানী স্থানান্তরিত করা হয়। দক্ষিণাত্যের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বাহমানিদের সাথে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিদ্বন্দ্বীতা চলতে থাকে।[২১] মাহমুদ গাওয়ানের মন্ত্রীত্বকালীন সময় সালতানাতের ক্ষমতা সর্বো‌চ্চ শিখরে পৌছায়। বিজয়নগরের সম্রাট কৃষ্ণদেবরায় বাহমানি সালতানাতের টিকে থাকা শেষ পর্যায়কে পরাজিত করার পর বাহমানি সালতানাত ভেঙে যায়।[২২]

Remove ads

চিত্রশালা

আরও দেখুন

তথ্যসূত্র

আরও পড়ুন

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads