শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

বিশ্ব ক্রিকেট লিগ

আন্তর্জাতিক পর্যায়ের একদিনের ক্রিকেট প্রতিযোগিতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বিশ্ব ক্রিকেট লিগ
Remove ads

আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ একগুচ্ছ আন্তর্জাতিক পর্যায়ের একদিনের ক্রিকেট প্রতিযোগিতা বিশেষটেস্ট মর্যাদা বহির্ভূত জাতীয় ক্রিকেট দলসমূহ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এ প্রতিযোগিতাটি পরিচালনা করে। লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আইসিসি’র সকল সহযোগী ও অনুমোদিত সদস্য প্রতিদ্বন্দ্বিতা করে। এর মাধ্যমে দলগুলোর বিভাগভিত্তিক পর্যায়ে উত্তোরণ ও অবনমন ঘটে। দু’টি প্রধান উদ্দেশ্যকে ঘিরে লিগ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। আইসিসি’র সকল সহযোগী ও অনুমোদিত সদস্য দলের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন। আন্তর্জাতিক পর্যায়ের একদিনের খেলাগুলোয় সমমানের দলের সাথে অংশগ্রহণের সুযোগ ঘটানো।

দ্রুত তথ্য বিশ্ব ক্রিকেট লিগ, ব্যবস্থাপক ...

২০০৯-১৩ মৌসুমের আইসিসি বিশ্ব ক্রিকেট লিগের দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতাটি ২০০৯ সালে অতিরিক্ত আরও তিনটি বিভাগ নিয়ে কার্যক্রম শুরু করে।[]

Remove ads

সহযোগী ও অনুমোদন লাভকারী দলের একদিনের র‌্যাঙ্কিং

সারাংশ
প্রসঙ্গ

র‌্যাঙ্কিং

আইসিসি কর্তৃক প্রকাশিক সহযোগী সদস্যদলের গ্লোবাল র‍্যাংকিং নিচের ছকে দেখানো হল।[][] যে সকল দলের একদিনের আন্তর্জাতিক মর্যাদা বিদ্যমান তাদেরকে মূল আইসিসি ওডিআই চ্যাম্পিয়নশীপ র‍্যাংকিং ছকে অর্ন্তভূক্ত করা হয়েছে। অন্যান্য দলগুলোর সহযোগী সদস্য দেশের সাথে বাছাইপ্রতিযোগিতার সর্বশেষ খেলা নামিবিয়ায় অনুষ্ঠিত বিশ্ব ক্রিকেট লিগ দ্বিতীয় বিভাগের পর অবস্থান অনুযায়ী নতুন করে ওডিআই মর্যাদাপ্রাপ্ত দল সহ তাদের র‍্যাংকিং করা হয়েছে। ২০১৮ বিশ্ব ক্রিকেট লিগ ৩ এর দলগুলোর র‍্যাংকিং নিম্নরূপ:[]

আরও তথ্য বিভাগ, র‌্যাঙ্কিং ...
  1. বিভাগের অর্থ হচ্ছে দলটি বর্তমানে উক্ত বিভাগে প্রতিদ্বন্ধিতা করছে অথবা উন্নীত হওয়ায় ভবিষ্যতে উক্ত বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আঞ্চলিক র‌্যাঙ্কিং

যে সকল দল বিশ্ব ক্রিকেট লিগে অংশ গ্রহণ করেনি অথবা বিশ্ব ক্রিকেট লিগ থেকে আঞ্চলিক লিগে অবনমন হয়েছে তাদের র‍্যাংক উক্ত বিভাগে তাদের সর্বশেষ অবস্থান অনুযায়ী উল্লেখ করা হল:

আরও তথ্য আফ্রিকা, র‍্যাংক ...

** আইসিসির সদস্য নয়, কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসির) সদস্য।

Remove ads

ফলাফল

সারাংশ
প্রসঙ্গ

সংক্ষিপ্ত বিবরণ

আরও তথ্য বিস্তারিত, স্বাগতিক দেশ ...

বিভাগীয় ফলাফল

আরও তথ্য বিস্তারিত, স্বাগতিক দেশ ...
Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads