শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
বীর উত্তম
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সম্মাননা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
বীর উত্তম বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বের পুরস্কার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যাঁরা অবদান রেখেছিলেন তাদের মধ্যে থেকে বাংলাদেশ সরকার বিভিন্ন জনকে তাদের অবদানের ভিত্তিতে বীর শ্রেষ্ঠ, বীর-উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক উপাধিতে ভূষিত করে। ১৯৭৩ সালে সরকারি গেজেট অনুযায়ী মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৬৮ জনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়।[১][২] সর্বশেষ ৬৯তম ব্যক্তি হিসেবে বীর-উত্তম পদক পান ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের আগস্টে বাঁচানোর চেষ্টার জন্য তাকে ২০১০ সালে মরণোত্তর বীর-উত্তম পদক প্রদান করা হয়। তবে দুজনের খেতাব বাতিল করায় বর্তমানে মোট খেতাবপ্রাপ্ত বীর-উত্তম ৬৭ জন।
Remove ads
মাসিক ভাতা
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান নীতিমালা অনুসারে বীরশ্রেষ্ঠের বিদ্যমান মাসিক ভাতা ৩০ হাজার টাকা, বীর-উত্তমদের ভাতা ২৫ হাজার টাকা, বীর-বিক্রমদের ভাতা ২০ হাজার টাকা ও বীর-প্রতীকদের ভাতা ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়।[৩]
নামের তালিকা
সারাংশ
প্রসঙ্গ
শহিদ বীরদের নামের পাশে তারকা (*) চিহ্ন উল্লেখ করা হলো।
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads