শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

মিস ইন্টারন্যাশনাল

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মিস ইন্টারন্যাশনাল
Remove ads

মিস ইন্টারন্যাশনাল (মিস ইন্টারন্যাশনাল বিউটি অথবা আন্তজার্তিক সৌন্দর্য প্রতিযোগিতা) হচ্ছে টোকিও ভিত্তিক একটি আন্তজার্তিক সৌন্দর্য প্রতিযোগিতা এবং এটি পরিচালনা করে আন্তর্জাতিক সাংষ্কৃতিক সংস্থা।[][] মিস ওয়ার্ল্ড,মিস ইউনিভার্স, মিস আর্থ এর পাশাপাশি বড় চারটি আন্তজার্তিক সৌন্দর্য প্রতিযোগিতা মধ্যে এটি একটি।[]

দ্রুত তথ্য নীতিবাক্য, গঠিত ...

বর্তমান মিস ইন্টারন্যাশনাল হচ্ছেন ফিলিপাইনের কাইলি ভারসোজা যিনি মুকুটটি জিতেন অক্টোবর ২৭,২০১৬-এ টোকিও,জাপানে।

Remove ads

ইতিহাস

প্রতিযোগিতাটির সূচনা হয় ১৯৬০ সালে লং বীচ,ক্যালিফোর্নিয়া,যুক্তরাষ্ট্রে।[] মিস ইউনিভার্স প্রতিযোগিতা মিয়ামি বীচে চালু হলে ১৯৬৭ পর্যন্ত এটি লং বীচে অনুষ্ঠিত হয়।[][] প্রতিযোগিতাটি ১৯৬৮-১৯৭০ পর্যন্ত জাপানে স্থান্তারিত হয় এবং প্রতি বছর এক্সপো ৭০ নামে অনুষ্ঠিত হয়। ১৯৭১-এ এটি আবার লং বীচে হয়,কিন্তু সেই সময় থেকে ২০০৩ পর্যন্ত এটি জাপানেই অনুষ্ঠিত হতে থাকে। ২০০৪ থেকে প্রতিযোগিতাটি জাপান অথবা চীনেই অনুষ্ঠিত হয়। []

প্রতিযোগিতাটি মিস ইন্টারন্যাশনাল বিউটি নামেও ডাকা হয়।[] প্রতিযোগিদের মনে করা হয় "শান্তি ও সৌন্দর্যের দূত", তারা প্রদর্শক আবেগপ্রবণতা, দয়াশীলতা, বন্ধুত্ব, সৌন্দর্য, বুদ্ধিমত্তা, ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, একটি মহান আন্তর্জাতিক সংবেদনশীলতা পরিবেশন করবে বলে আশা করা হয়। প্রতিযোগিতাটির মূল লক্ষ্য হচ্ছে বিশ্ব শান্তি, মঙ্গলকামনা এবং বোঝা।[]

Remove ads

বর্তমান মুকুটধারী

বছরদেশমিস ইন্টারন্যাশনালজাতীয় খেতাবস্থানসমাগম সংখ্যা
২০১৬  ফিলিপাইন কাইলি ভারসোজা বিনিবিনিং ফিলিপিনাস টোকিও, জাপান ৬৯
২০১৫  ভেনেজুয়েলা এডিমার মার্টিনেজ মিস ভেনেজুয়েলা টোকিও, জাপান ৭০
২০১৪  পুয়ের্তো রিকো ভালিরাই হান্নার্দিনেজ মিস পুয়ের্তো রিকো টোকিও, জাপান ৭৩
২০১৩  ফিলিপাইন বিয়া সান্তিয়াগো বিনিবিনিং ফিলিপিনাস টোকিও, জাপান ৬৭
২০১২  জাপান ইকুমি ইয়োমাৎসু মিস ইন্টারন্যাশনাল জাপান ওকিনওয়া, জাপান ৬৯

বিজয়ীদের চিত্রমালা

Remove ads

আরো দেখুন

তথ্যসূত্র

আরো পড়ুন

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads