শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

মুসলিম বিশ্ব

মুসলিম-সংখ্যাধিক্য দেশ, রাজ্য, জেলা, বা শহর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মুসলিম বিশ্ব
Remove ads

যেসব দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বী বাস করেন সেসব দেশকে একত্রে মুসলিম বিশ্ব বলে। মুসলিমদের সমগ্র মনন, অবস্থান ও অস্তিত্ব জনিত পরিস্থিতিকে মুসলিম জাহান বলা হয়।

Thumb
বিশ্বের মানচিত্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল

২০২০ সালে, বিশ্বের জনসংখ্যার ১.৯১ বিলিয়নের বেশি বা প্রায় ২৪% মুসলমান ছিল।[] এর মধ্যে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রায় ৬২%,[] মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকায় %,[] সাব-সাহারান আফ্রিকায় ১৫%, ইউরোপে প্রায় ৩%[] এবং আমেরিকায় ০.৩%।[][][][]

Remove ads

পরিভাষা

আধুনিক ভূ-রাজনৈতিক অর্থে 'মুসলিম বিশ্ব' এবং 'ইসলামী বিশ্ব' শব্দটি এমন দেশগুলিকে বোঝায় যেখানে ইসলাম ব্যাপকভাবে বিস্তৃত , যদিও এই অন্তর্ভুক্তির জন্য কোনও সম্মত মানদণ্ড নেই ।.[][১০]

ইতিহাস

ইসলাম ধর্মের প্রচার শুরু হয় ৬১২ সালে। ৬২২সালে মদীনায় প্রথম মুসলিম অধ্যুশিত রাজ্য তৈরি হয়। ৬৩২ সালের মধ্যে মুহাম্মাদ (সা:) আরবের অধিকাংশ অধিকারে আনেন।এরপর রশিদীয় খিলাফত প্রতিষ্ঠা হয়। এই সময় অন্তর্দ্বন্দ্ব দেখা যায়। এরপর উমাইয়া বংশের শাসন শুরু হয়। তার পর আব্বাসীয় বংশ আসে। এরমধ্যে ইসলাম স্পেন থেকে চীন সীমান্ত অব্ধি ছড়িয়ে যায়। এরপর আফগান শাসকরা ভারত আক্রমণ করেন ও পরে উপমহাদেশেও মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এরপর তুর্কিশক্তির উত্থান হয়। ক্রুসেড বা ধর্মযুদ্ধ বাধে। স্পেনে পুনরায় খ্রিষ্টীয় শাসন হয়। এরমধ্যে উসমানীয় তুর্কিদের হাতে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয়।

ধ্রুপদী সংস্কৃতি

Remove ads

বর্তমান পরিস্থিতি

Thumb
মুসলিম প্রধান দেশসমূহে ধর্মীয় অবস্থা।
  ইসলামি রাষ্ট্র: রাষ্ট্রীয় কার্যে ইসলামকে আদর্শ হিসেবে গ্রহণ।
  রাষ্ট্রধর্ম: ধর্মীয় সংগঠন বা ধর্ম বিশ্বাস রাষ্ট্রীয়ভাবে অনুমোদন।
  ধর্মনিরপেক্ষ রাষ্ট্র: রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় বিষয়সমূহে নিরপেক্ষতা অবলম্বন।
  ঘোষণা নেই: আনুষ্ঠানিক বা সরকারিভাবে কোন বক্তব্য নেই।

তালিকা

সারাংশ
প্রসঙ্গ

মুসলিম অধ্যষিত দেশগুলির এক তালিকা দেওয়া হল।

আরও তথ্য ক্রম, দেশের নাম ...
Remove ads

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads